বাংলাদেশ থেকে গৃহকর্মী নেয়া বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের শ্রমিক নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো।এবার তারা নেপাল থেকে গৃহকর্মী নেয়ার পরিকল্পনা করেছেন। এ বিষয়ে খুব শিগগিরই দু’দেশের মধ্যে চুক্তি হবে।
এ খবর দিয়েছে আরব নিউজ।
দেশটির শ্রম মন্ত্রণালয়ের ঘোষিত মাথাপিছু ৭ হাজার সৌদি রিয়াল শ্রমিক নিয়োগ ফি নিয়ে অসন্তোষ প্রকাশ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ব্যাপারে নিয়োগ বিষয়ক বিশেষজ্ঞ ইবরাহিম আল মেঘইমিশ বলেন, ‘বাংলাদেশী চাকরি প্রত্যাশী শ্রমিকের সংখ্যা অনেক কম। বাংলাদেশ থেকে শ্রমিক সৌদিতে নেয়ার খরচ ১০০০ থেকে বেড়ে এখন ১৮০০ ডলারে দাঁড়িয়েছে।’
৫ লাখ গৃহকর্মী বাংলাদেশ থেকে সৌদিতে আসবে বলে শ্রম মন্ত্রণালয় যে দাবি করেছিলো তা বাস্তবায়ন হয়নি উল্লেখ করে তিনি আরো বলেন, ‘বাংলাদেশের শ্রমিক নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো রীতিমত গৃহকর্মী যোগান দিতে হিমশিম খাচ্ছে। কারণ, গৃহকর্মী নিয়োগের খরচ স্থানীয় প্রতিষ্ঠানগুলোর জন্য ব্যয়বহুল। যা বিগত দিনের তুলনায় ৮০ ভাগ বেশি।’
অন্যদিকে নেপালে সৌদি আরব দূতাবাসের এক কর্মকর্তা সম্প্রতি বলেছেন, গৃহকর্মী নিয়োগের জন্য দুই দেশের মধ্যে শিগগিরই চুক্তি হবে। এক্ষেত্রে দু’দেশের মধ্যে তৃতীয় কোন পক্ষ থাকবে না- এমন দাবি উঠেছে নেপাল সরকারের পক্ষ থেকে। এতে শ্রমিকের অধিকার রক্ষা হবে বলে নেপাল মনে করছে।
ওই কর্মকর্তা আরো বলেন, নেপালের শ্রম বিষয়ক মন্ত্রী শিগগিরই সৌদি আরব সফরে যাবেন। তখনই এ চুক্তি স্বাক্ষরিত হবে। বিভিন্ন খাতে শ্রমিক নেয়ার পর এখন গৃহকর্মী নেয়া হবে নেপাল থেকে।
ওই কর্মকর্তা আরো উল্লেখ করেন, নেপালে সম্প্রতি ভয়াবহ ভূমিকম্প হয়েছে। এ জন্য এ প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। এখন নেপালের লিখিত আবেদন চূড়ান্ত করার জন্য অপেক্ষায় সৌদি আরব। এ বিষয়ে সৌদি আরবের রাষ্ট্রদূত আগামী কয়েক দিনের মধ্যে নেপালের শ্রম মন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন।
0 comments: