শনিবার, ২৯ আগস্ট, ২০১৫

অন্তঃসত্ত্বা হলেই চাকরি খতম !

অন্তঃসত্ত্বা হলেই চাকরি খতম !

অন্তঃসত্ত্বা হয়ে পড়লে কিংবা চাকরির প্রথম পাঁচ বছরের মধ্যে বিয়ে করলে বরখাস্ত করা হবে চাকরি থেকে। তাও আবার কোনো আজেবাজে প্রতিষ্ঠান নয়, এ নিয়ম কাতার এয়ারওয়েজের। যদিও শেষ পর্যন্ত এ নিয়ম নিয়ে পিছু হঠতে হয়েছে সৌদি আরবের এই বিমান সংস্থাটিকে। জানা যায়, প্রতিষ্ঠানটির ম্যানেজমেন্ট হাঠাৎ করেই নিয়ম করে বসে- কোনো কর্মী যদি চাকরির প্রথম ৫ বছরের মধ্যে বিয়ে করে আবার বিয়ে করা কর্মীদের কেউ অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে।এই নিয়মের তীব্র বিরোধিতা করা হয় ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ওয়ার্কাস ফেডারেশনের পক্ষ থেকে।
এরপরই তারা পিছু হঠতে বাধ্য হয় কাতার এয়ারওয়েজ। সেই নিয়ম বাতিল করে একটি নতুন নিয়ম চালু করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, কোনো কর্মী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে তার শারীরিক ক্ষমতা অনুযায়ী ওই সময় গ্রাউন্ড স্টাফের কাজ দেয়া হবে এবং শেষ কয়েক মাস মাতৃত্বকালীন ছুটিও মঞ্জুর করা হবে। এছাড়া চাকরির প্রথমে ৫ বছরের মধ্যে কেউ বিয়ে করতে চাইলে তাকে অবশ্যই আগে সংস্থাকে জানাতে হবে। অবশ্য কাতার এয়ারওয়েজের এই নতুন নিয়মকে স্বাগত জানিয়েছে ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ওয়ার্কাস ফেডারেশন।

‘‘শীঘ্রই বিশ্বের তৃতীয় পরমাণু শক্তিধর দেশ হচ্ছে পাকিস্তান’’

‘‘শীঘ্রই বিশ্বের তৃতীয় পরমাণু শক্তিধর দেশ হচ্ছে পাকিস্তান’’

২৮ আগষ্ট- আগামী তিন বছরে মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম পরমাণু অস্ত্রধারী দেশে পরিণত হবে পাকিস্তান৷ এমনই দাবি করা হল দুই মার্কিন থিঙ্ক ট্যাংক, কার্নেগি এনডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস এবং দ্যা স্টিমসন সেন্টারের প্রতিবেদনে৷
ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, আগামী তিন বছরে পাকিস্তানের পরমাণু অস্ত্রের ভাণ্ডার বেড়ে অন্তত সাড়ে তিনশ’তে পৌঁছবে৷ দ্রুত নিজের পরমাণু বোমার ভাণ্ডার বাড়িয়ে চলেছে ইসলামাবাদ৷দাবি, পরমাণু বোমা মজুদের দিক থেকে ভারতকে ছাপিয়ে গিয়েছে পাকিস্তান। প্রতিবেদনের হিসাবে অনুযায়ী, পাকিস্তানের ভাণ্ডারে ১২০টি পরমাণু বোমার মজুদ রয়েছে। অন্যদিকে ভারতের অস্ত্র ভাণ্ডারে রয়েছে প্রায় ১০০টি পরমাণু বোমা৷
পাকিস্তান প্রতিবছর গড়ে ২০টি করে পরমাণু বোমা তৈরি করছে বলেও এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে৷ প্রচুর ইউরেনিয়াম মজুত থাকায় আগামী কয়েক বছরে পাকিস্তান বেশ কেয়কটি কমক্ষমতা সম্পন্ন পরমাণু বোমা তৈরি করতে পারবে বলে দাবি করা হয়েছে৷
অবশ্য ভারতের কাছে এর তুলনায় অনেক বেশি প্লুটোনিয়াম মজুত রয়েছে৷ পাকিস্তানের তুলনায় অধিক ক্ষমতাসম্পন্ন পরমাণু বোমাতৈরিতে প্লুটোনিয়ামের প্রয়োজন রয়েছে। কিন্তু ভারত অভ্যন্তরীণ জ্বালানি তৈরিতে বেশির ভাগ প্লুটোনিয়াম ব্যবহার করছে বলে ধারণা করা হচ্ছে৷

মাত্র ৫ টাকায় ১ জিবি

মাত্র ৫ টাকায় ১ জিবি

মাত্র ৫ টাকায় ১ জিবি ডাটা দিচ্ছে গ্রামীণফোন। শুধুমাত্র প্রি-পেইড গ্রাহকরা এই অফারটি উপভোগ করতে পারবেন। গ্রামীণফোন জানিয়েছে, যে সমস্ত প্রিপেইড গ্রাহক গত ৩ মাসে ১৫০ কেবি’র চেয়ে কম ডাটা ব্যবহার করেছেন তাদের জন্যে এই অফারটি ঘোষণা করা হয়েছে। 
অফারটি পাওয়ার জন্য ডায়াল করতে হবে *৫০০*৪৫#। এই অফারটির আওতায় ৫০০ এমবি ওপেন এবং ৫০০ এমবি ফেসবুক ব্যবহারের জন্য ডাটা পাওয়া যাবে। ডাটার মেয়াদ ৭ দিন। টুজি এবং থ্রিজি নেটওয়ার্কে এই ডাটা ব্যবহার করা যাবে। 
ওপেন ইন্টারনেটের ব্যালেন্স জানতে ডায়াল করুন *৫৬৬*১০#। ফেসবুক ইন্টারনেটের ব্যালেন্স জানতে ডায়াল করুন *৫৬৬*১#। 
এই অফারের সঙ্গে ৩ শতাংশ এসডি চার্জ ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য।
অফার চালকালে মাত্র ১ বার ৫ টাকায় ১ জিবি ডাটা প্যাকের সুবিধা পাওয়া যাবে। মেয়াদ শেষে ইন্টারনেটের নিয়মিত চার্জ প্রযোজ্য।

হ্রদ শুকিয়ে বেরিয়ে পড়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমান

হ্রদ শুকিয়ে বেরিয়ে পড়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমান

পোল্যান্ডে হ্রদের পানি শুকিয়ে বেরিয়ে পড়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত তৎকালীন সোভিয়েত ইউনিয়নের একটি বিমান। এর ভেতর দুজন বৈমানিকের দেহাবশেষও পাওয়া গেছে। স্থানীয় এক বেতারমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ক্যামিয়নে অবস্থিত অক্সোবও হ্রদের পানি শুকিয়ে যাওয়ায় বিমানটির দেখা মিলেছে। বিমানের গায়ে অঙ্কিত চিহ্ন ও বৈমানিকদের শীতপোশাক থেকে নিশ্চিত হওয়া গেছে, ওই বিমান সোভিয়েত বাহিনীর। হ্রদের পানি শুকিয়ে বিমানটির বেশির ভাগ অংশ বেরিয়ে পড়েছে। পাওয়া গেছে ইনস্ট্রুমেন্টাল প্যানেল, ইঞ্জিন, চাকা ও সুরক্ষিত রেডিও সেট। তবে বিমানটি এতটাই বিধ্বস্ত হয়েছে যে, সেটি কোন মডেলের, তা আর শনাক্ত করা সম্ভব হচ্ছে না। বিমানের বেশ কিছু ছবি অনলাইনে পোস্ট করেছে উদ্ধারকারী কর্তৃপক্ষ। বিমান উদ্ধারের তত্ত্বাবধানে থাকা ভিসটুলা রিভার মিউজিয়ামের পরিচালক জানান, সম্ভবত ১৯৪৫ সালের জানুয়ারিতে জার্মান গোলন্দাজ বাহিনীর হামলায় বিমানটি হ্রদে তলিয়ে গিয়েছিল। বিমানের উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে স্থানীয় ইতিহাসবিষয়ক এক সংস্থা। সহায়তার হাত বাড়িয়েছে অগ্নিনির্বাপক বাহিনীও। সূত্র : বিবিসি।

প্রলভন দেখিয়ে ঢাকায় এনে কিডনি কেটে নিতো তারা ঃ গ্রেপ্তার ৫

প্রলভন দেখিয়ে ঢাকায় এনে কিডনি কেটে নিতো তারা ঃ গ্রেপ্তার ৫

রাজধানীর গাবতলী ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক কিডনি পাচারকারী চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযানে দুইজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়। তাদের একজনের বাড়ি জয়পুরহাট ও অন্যজনের মুন্সীগঞ্জে। 
গোয়েন্দা পুলিশরে যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম জানিয়েছেন, এই চক্রটি গ্রামের সহজ সরল ব্যক্তিদের টাকার প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে আসতো। এরপর চেতনানাশক ওষুধ দিয়ে শরীর থেকে কিডনি কেটে নিতো। এই চক্রটি এর আগে অজ্ঞান পার্টির সদস্য ছিল। এখন তারা পেশাবদল করে কিডনি পাচারের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েছে।
চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তারের পর শনিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম কার্যালয়ে তিনি এ কথা জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুল জলিল, শেখ জাকির ইবনে আজিজ ওরফে শাকির, আশিকুর রহমান ওরফে জেবিন, ফজলে রাব্বি ও জিহান রহমান। এই চক্রের হাত থেকে উদ্ধার হওয়া দুই ভুক্তভোগী হলেন- আবু হাসান ও শান্ত।
মনিরুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দু’টি চেতনানাশক ইনজেকশন ও সিরিঞ্জ, একটি ধারালো ছোরা এবং একটি তোয়ালে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মনিরুল ইসলাম বলেন, ‘জলিল বিভিন্ন সময় ভারতে গিয়েছিল কিডনি বিক্রি করতে। সে গত ১০ বছর ধরে এ অপরাধের সঙ্গে জড়িত।’
এই অপরাধের সঙ্গে বাংলাদেশের কোনো হাসপাতাল বা ক্লিনিক জড়িত রয়েছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
মনিরুল ইসলাম বলেন, ‘জলিল কিডনি বিক্রির উদ্দেশ্যে আবু হাসানকে গ্রাম থেকে ঢাকায় নিয়ে আসে। একটি কিডনির বিনিময়ে সিএনজি ও টাকার প্রলোভন দেখায় সে। অপরদিকে শান্তকে পূর্ব পরিচিত আশিকুর তার চাচীকে রক্ত দেয়ার নাম করে গ্রাম থেকে ঢাকায় নিয়ে আসে।’
‘যাওয়া-আসার খরচ ও ২০ হাজার টাকার প্রলোভন দেখিয়ে তাকে ঢাকায় নিয়ে আসে আশিকুর। রক্ত দেয়ার সময় তারা চেতনানাশক ওষুধ দিয়ে শান্তর কিডনি কেটে নেয়ার পরিকল্পনা করেছিল চক্রটি। কিডনি অপসারণের পর শান্তকে হত্যা করে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেয়ার অথবা অন্য নামে লঞ্চে রুম বুকিং করে লাশ সুটকেসে ঢুকিয়ে সেখানে ফেলে রাখার পরিকল্পনাও ছিল তাদের।’ বললেন মনিরুল ইসলাম।

এক গানের দর্শক ১১ লাখ

এক গানের দর্শক ১১ লাখ

‘শুধু তোমর জন্য এখন/ কত স্বপ্ন দেখে মন’ এই এক গান দিয়েই শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন কণ্ঠশিল্পী ধ্রুব গুহ। গত বছর ঈদুল আযহায় মুক্তি পায় তার প্রথম একক অ্যালবাম ‘শুধু তোমার জন্য’। ঐ অ্যালবামেই গানটি টাইটেল ট্র্যাক হিসেবে স্থান পায়। অ্যালবামটি প্রকাশ পাওয়ার পরপরই শ্রোতা মহলে ব্যাপক সাড়া ফেলে দেয় গানটি। যার ফলশ্রুতিতে ধ্রুব তার এই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করে এ বছরের শুরুর দিকে ভিডিওটি আপলোড করেন ইউটিউবে। কিন্তু মাত্র আট মাসে গানটি প্রায় ১১ লাখ দর্শক দেখেছেন। 
‘শুধু তোমার জন্য’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছে সিনেআর্ট প্রডাকশন। গানটিতে মডেল হয়েছেন সময়ের আলোচিত মডেল সিয়াম এবং শাহতাজ। প্রিন্স রুবেলের কথায় গানটির সুর এবং সংগীতায়োজন করেছেন তরিক আল ইসলাম।
এ প্রসঙ্গে ধ্রব গুহ বলেন, ‘আমি সত্যিই অভিভূত। দর্শক যে আমাকে এত ভালোবাসা দিবেন আমি চিন্তাও করতে পারিনি। তবে আমি আমার সেরা গায়কি দেয়ার চেষ্টা করেছি এই গানে। গানটির কথা, সুর ও সংগীত ছিলো অসাধারণ। আর মিউজিক ভিডিও নির্মাণের ক্ষেত্রেও আমি ব্যতিক্রমী ভাবনা তুলে ধরেছি। এই কারণেই হয়তো দর্শক শ্রোতা গানটি পছন্দ করেছেন।’
এদিকে দেশের সংগীতাঙ্গনে অনেকটা পথ পারি দিতে চান ধ্রুব। শ্রোতাদের দিতে চান ভালো ভালো গান। সম্প্রতি এ শিল্পীর ‘যে পাখি ঘর বোঝেনা’ শিরোনামে আরও একটি মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে। 

Tropical storm losing strength as it nears Florida, 20 dead in Dominica

Tropical storm losing strength as it nears Florida, 20 dead in Dominica

ইসলামের ছায়াতলে মালয়েশিয়ার পপ তারকা

ইসলামের ছায়াতলে মালয়েশিয়ার পপ তারকা

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মালয়েশিয়ার বিখ্যাত পপ তারকা স্টেসি আনাম। বাকিটা জীবন তিনি ইসলামী জীবন ধারায় কাটানোরও ঘোষণা দেন। চুপিসারে নয়, সংবাদ সম্মেলন করে তিনি বিষয়টি জানিয়ে দিয়েছেন।

ছেলেবন্ধু কারণে তার ইসলাম ধর্ম গ্রহণের কারণ কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, এমন কোনো বিষয় নয়। তার প্রেম এখন ইসলামের সঙ্গেই হয়ে গেছে। তিনি অনেক চিন্তা ভাবনা করেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

উল্লেখ্য, গত কয়েক বছর যাবত তার ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল। সম্প্রতি সংবাদ সম্মেলন করে তা প্রকাশ করা হয়। 

গভীর সমুদ্রের নীচে বিষ্ময়কর এক যাদুঘর ।

গভীর সমুদ্রের নীচে বিষ্ময়কর এক যাদুঘর ।

2daef18713_94473170_o2
যাদুঘর টির মধ্যে ঘুরে বেড়াচ্ছে সমুদ্রের নানা প্রজাতির জীবন্ত মাছ। যা দেখলে মনে হয় পানির নিচে চলমান আলাদা একটি জগত। এমনকি সেখানে অবাধে সাতারও কাটা যাবে। বিরল এই যাদুঘর টি তৈরি করেছেন যুক্তরাজ্যের বিখ্যাত ভাস্কর জেসন দ্য ক্লেয়ার্স টেইলর।
টেইলর যাদুঘরটির ভাস্কর্যগুলো তৈরির জন্য ব্যবহার করেছেন বিশেষ এক ধরনের সিমেন্ট। এই সিমেন্ট সাধারণ সিমেন্টের চেয়ে প্রায় ১০ গুণ বেশী শক্তিশালী।
তাছাড়া এ সিমেন্টগুলো সাধারণত প্রবাল বান্ধব। এই সিমেন্ট দিয়ে ভাস্কর্য তৈরি করা হয়েছে যাতে ভাস্কর্যগুলোতে খুব সহজেই প্রবাল দানা বাঁধতে পারে।
সেখানে স্থাপন করা ভাস্কর্যগুলোর ওজন প্রায় ১২০ টনেরও বেশি। ভাস্কর্যগুলো পানিতে ভেঙ্গে পড়ার আশংকা নেই। তবে ভাস্কর্যগুলোর বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে সেখানকার আবহাওয়া।
কারণ, প্রায়ই সেখানে হ্যারিকেন ঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের তাণ্ডব চলে! আর এই তাণ্ডবে যে কোনো মুহূর্তে লণ্ডভণ্ড হয়ে যেতে পারে স্বপ্নের এই জাদুঘর টি।

3adea33d31_94473139_o2
4bee7f6b96_94473034_o2

12f3d671bb_94473030_o2
a65511e6e9_94473104_o2

c36abe0122_94473112_o2

c230d292b4_94473070_o2
c16966112a_94473129_o2d20f47eb40_94473119_o2d87b59f4ee_94473054_o2

d5698b3852_94473063_o2


efd6487ea6_94473076_o2

5cd8e7961f_94473152_o2