রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৫

মক্কায় মসজিদে আল হারামে ক্রেন দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন বাংলাদেশি

মক্কায় মসজিদে আল হারামে ক্রেন দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন বাংলাদেশি

মক্কায় মসজিদে আল হারামে ক্রেন দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন বাংলাদেশি হজযাত্রীকে শনাক্ত করা হয়েছে। সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।
সৌদি আরবে বাংলাদেশের দূতাবাসের বরাত দিয়ে ইউএনবি জানায় নিহত ব্যক্তি একজন হজযাত্রী। তাঁর নাম আবুল কাশেম (৪৫), বাড়ি চট্টগ্রামের কর্ণফুলীতে। তাঁর পাসপোর্ট নম্বর বি ই ০১৯১৫৮৬, হাজি নম্বর ০২০৪২২৬ ও মক্তব নম্বর ১১১, গাইডের নাম নবাব মিয়া।
এরই মধ্যে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের কনসাল জেনারেল এ কে এম শহীদুল করিম।
উল্লেখ্য, মক্কার শুক্রবার সন্ধ্যায় ঝড়ো বাতাস ও ধূলিঝড় প্রবাহিত হওয়ার সময় পবিত্র মসজিদ আল-হারামের ওপর ভেঙে পড়ে নির্মাণকাজে ব্যবহৃত একটি বিশালাকৃতির ক্রেন। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১০৭ জন নিহত এবং আরো অন্তত ২৩০ জন আহত হয়েছে।
শনিবার দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান সৌদির বাদশাহ সালমান। হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে তিনি দেখাও করেছেন। এই দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে, তদন্তের ফলাফল প্রকাশ করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।
তবে বিবিসি জানিয়েছে, ঘটনার পরপরই আতঙ্কিত মানুষের ছোটাছুটির কারণে পদপিষ্ট হয়ে এবং মসজিদের ভেতরে ছাদের ভগ্নাংশের নিচে চাপা পড়ে ঠিক কত মানুষ আহত হয়েছে তার প্রকৃত সংখ্যা এখনো নির্ণয় করা যায়নি।