নিজের জীবনের ঝুঁকি নিয়ে পানিতে পড়া এক শিশুকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে পুরস্কৃত হলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের কনস্টেবল মো. মনির আহম্মদ।
মঙ্গলবার দুপুরে সিএমপির সম্মেলন কক্ষে তার হাতে পুরস্কার বাবদ ২০ হাজার টাকা তুলে দেন সিএমপি কমিশনার মোহা. আবদুল জলিল মণ্ডল বিপিএম।
গত ৩০ আগস্ট নগরীর বন্দর থানাধীন নিমতলা ট্রাক টার্মিনাল এলাকায় কর্তব্যরত ছিলেন ট্রাফিক কনস্টেবল মনির। সকাল সাড়ে ৯টার দিকে ওই টার্মিনালসংলগ্ন খালপাড় এলাকায় অনেক লোকের ভিড় দেখে তিনি এগিয়ে যান। সেখানে দেখতে পান, খালের পানিতে একটি ছেলে ডুবে যাচ্ছে। শুধু তার হাত দেখা যাচ্ছে। উপস্থিত লোকজন কেউ তাকে উদ্ধারে পানিতে না নামলেও জীবনের ঝুঁকি নিয়ে ইউনিফর্ম পরা অবস্থায়ই পানিতে ঝাঁপ দেন মনির। এর পর প্রায় ডুবে যাওয়া আট বছরের শিশু সাজ্জাদ হোসেনকে উদ্ধার করেন। এর ফলে ওই শিশুটি প্রাণে বেঁচে যায়।
0 comments: