রবিবার, ২৩ আগস্ট, ২০১৫

রাজশাহীতে শিয়ালের কামড়ে অর্ধশত ব্যক্তি আহত

রাজশাহীতে শিয়ালের কামড়ে অর্ধশত ব্যক্তি আহত

রাজশাহীর বাগমারার নরদাশ ইউনিয়নের পূর্ব দৌলতপুর গ্রামে শিয়ালের কামড়ে অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদিকে গ্রামটিতে শিয়াল আতঙ্ক দেখা দিয়েছে। শিয়াল তাড়াতে তিন গ্রামের লোকজন একজোট হয়েছেন। আক্রমণ থেকে রক্ষা পেতে গ্রামবাসী লাঠি সোটা ও ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে ১২টি শিয়াল মেরে ফেলেছে।
স্থানীয় ব্যক্তিরা জানান, গতকাল শনিবার রাতে পূর্বদৌলতপুর গ্রামের সিয়ারুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তি মসজিদে ঈশার নামাজ পড়তে গিয়ে প্রথম শিয়ালের আক্রমণের শিকার হন। কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে কামড়িয়ে রক্তাক্ত করে। তার চিৎকারে লোকজন ছুটে আসলে শিয়ালগুলো এলোপাতারিভাবে কামড়াতে থাকে। একই সময়ে গ্রামের বিভিন্ন স্থানে কমপক্ষে ৪০-৫০ ব্যক্তিকে কামড়িয়ে আহত করে শিয়ালগুলো। এদের মধ্যে আহত সিয়ারুল ইসলাম নামের একটি ব্যক্তিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ভবানীগঞ্জ ক্লিনিকের পরিচালক ডাক্তার আবদুল বারী জানান, তিনি শিয়ালে কামড়ানো চার-পাঁচজন রোগীকে প্রাথমিক চিকিৎসা ও বেশ কয়েকজনকে ভ্যাকসিন দিয়েছেন।
শিয়ালের আক্রমণে আহত ওই গ্রামের আফাজ উদ্দিন, রেহেনা বেগম, সায়লেন, মকবুল হোসেন জানান, বন্যার পানি বাড়তে থাকায় গত শুক্রবার রাতে কমপক্ষে অর্ধশত শিয়াল ফকিন্নী নদীর পাশে এসে ভিড় জমায়। শিয়ালগুলো পূর্বদৌলতপুর গ্রামের বিভিন্ন জঙ্গল ও ধানক্ষেতে আশ্রয় নেয়। এর পর তারা লোকালয়ে ঢুকে পড়ে লোকজনের ওপর আক্রমণ শুরু করে। তবে দিনে তাদের তৎপরতা না থাকলেও সন্ধ্যার পর তারা লোকালয়ে ঢুকে পড়ছে। তারা ভয়ে লাঠি ও ধারাল অস্ত্র নিয়ে দলবেঁধে চলাফেরা করছেন। তারা আরো জানান, এই ঘটনার পর গ্রামের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। তারা লাঠি, ধারালো অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে চলাফেলা শুরু করেছেন। ইতিমধ্যে গ্রামের লোকজন ১২টি শিয়াল পিটিয়ে ও ধারাল অস্ত্র দিয়ে খুঁচিয়ে মেরে ফেলেছেন।  শনিবার রাতেই পূর্বদৌলতপুর, গোড়সার ও হুলিখালী গ্রামের লোকজন সভা করে শিয়াল তাড়ানোর জন্য একজোট হয়েছেন। তারা এলাকার জঙ্গল ও ঝোপ ঝাড়ে অভিযান চালিয়ে শিয়াল তাড়ানোর জন্য সিদ্ধান্ত নিয়েছেন। আজ রবিবার সকালে তারা এলাকার কয়েকটি ঝোপঝাড় পরিস্কার করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুভাষ চন্দ্র পণ্ডিত জানান, শিয়ালগুলোর মধ্যে যেগুলো এডিস ভাইরাসে আক্রান্ত, সেগুলো কামড়ালে তা থেকে রোগ ছড়াতে পারে। এজন্য আক্রান্ত লোকজনকে ভ্যাকসিন দিতে হবে। শিয়ালগুলোকে তো আর ভ্যাকসিন দেওয়া যাবে না। এজন্য সর্তক থাকতে ও সেগুলো নিধন করাই ভালো হবে। তবে মেরে না ফেলে তাড়িয়ে দিয়ে বা সর্তক থাকাই উত্তম। 
প্রধানমন্ত্রীর বক্তব্য মিথ্যা : আসাদুজ্জামান রিপন

প্রধানমন্ত্রীর বক্তব্য মিথ্যা : আসাদুজ্জামান রিপন

একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনার সঙ্গে খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমানকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য সত্য নয় বলে দাবি করেছে বিএনপি। দলটি মনে করে, একটি মহল দেশের প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে বিভেদ-বিরোধ ও দূরত্ব বাড়ানোর জন্য এ ধরনের অপপ্রচার করে যাচ্ছে।

আজ রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন এ কথা বলেন।

রিপন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী যে পর্যবেক্ষণ করেছেন, যে কথা বলেছেন, ২১ আগস্ট ঘটনার সঙ্গে বেগম খালেদা জিয়া এবং তাঁর পুত্র বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান তার সঙ্গে জড়িত, এ ব্যাপারে তিনি নিঃসন্দেহ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর তীব্র নিন্দা করছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, এটা মহলবিশেষ হয়তো আপনাকে এই ফিডব্যাক দিয়েছে। এটা সত্য নয়। মহলবিশেষের উসকানিতে বাংলাদেশের রাজনীতিতে আর বিভাজন না বাড়িয়ে আমরা কী করে আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করতে পারি, কী করে আমরা ঐক্যের রাজনীতি করতে পারি, সে বিষয় নিয়ে আমাদের এগোতে হবে।’

বিএনপির এই নেতা আরো বলেন, বিশেষ মহলের এসব অপপ্রচার বা ধারণা যদি সরকারপ্রধান বিশ্বাস করেন, তবে তা হবে রাজনীতির জন্য বিপজ্জনক। কারণ, বিএনপিকে নিঃশেষ করার ষড়যন্ত্রে দেশের গণতন্ত্র হুমকির মুখে পড়বে।

২১ আগস্টের ঘটনাকে ন্যক্কারজনক দাবি করে তিনি এ ঘটনাকে রাজনৈতিক প্রতিপক্ষ ঘায়েলে ব্যবহার না করে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
সংবাদ সম্মেলনে ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী, ৩ সেপ্টেম্বর তারেক রহমানের কারামুক্তি দিবস এবং ১১ সেপ্টেম্বর খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা, দেশব্যাপী দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, ফাতেহা পাঠ ও বর্ণাঢ্য র‍্যালির কর্মসূচি ঘোষণা করা হয়।

ছাত্রলীগ নেতাকে হত্যার অভিযোগে র‍্যাব কর্মকর্তার বিরুদ্ধে মামলা

ছাত্রলীগ নেতাকে হত্যার অভিযোগে র‍্যাব কর্মকর্তার বিরুদ্ধে মামলা

ঢাকার হাজারীবাগে ছাত্রলীগ নেতা আরজু মিয়াকে হত্যার অভিযোগে আদালতে নালিশী মামলা করেছেন তার ভাই।
আরজু মিয়াকে অপহরণের পর গুলি করে হত্যার অভিযোগে র‍্যাব-২ এর পরিচালক এবং পুলিশের দুজন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন নিহতের ভাই মাসুদ রানা।
আটকের পর গত ১৭ই অগাস্ট আরজু মিয়াকে নিয়ে একটি অভিযানে গেলে 'বন্দুকযুদ্ধে' তিনি নিহত হন বলে জানিয়েছিল র‍্যাব।
তবে মামলার অভিযোগে বলা হয়েছে এধরণের কোন বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেনি। ঘটনাটিকে পরিকল্পিত হিসেবে দাবী করেছেন মামলার বাদী।
নিহত আরজু মিয়া ছাত্রলীগের হাজারীবাগ থানার সভাপতি এবং ঐ এলাকায় ১৬ বছরের এক কিশোরকে চুরির অভিযোগে পিটিয়ে মেরে ফেলার ঘটনায় তাকে প্রধান আসামী করে মামলা দায়ের করা হয়েছিল।
এ মামলার বিষয়ে ২৫শে অগাস্ট পরবর্তী আদেশ দেয়া হবে বলে জানিয়েছে আদালত।
বিএনপি-জামায়াতের তৈরি র‌্যাব দিয়ে এই সরকার চলতে পারে না

বিএনপি-জামায়াতের তৈরি র‌্যাব দিয়ে এই সরকার চলতে পারে না

হাজারিবাগ থানা ছাত্রলীগ নেতা আরজু মিয়া নিহতের ঘটনায় যারা জড়িত তাদের সবাইকে জবাব দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ নেতা ফজলে নূর তাপস, এমপি। বিএনপি-জামায়াতের তৈরি র‌্যাব দিয়ে এই সরকার চলতে পারে না মন্তব্য করে র‌্যাবকে ঢেলে সাজানোর কথা বলেছেন তিনি। কিশোর রাজাকে পিটিয়ে মেরে ফেলার ঘটনায় প্রধান অভিযুক্ত ছিলেন হাজারিবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজু মিয়া। র‌্যাবের দাবি, অভিযানে গেলে বন্দুকযুদ্ধে নিহত হন আরজু। একই পরিণতি হয়েছে মাগুরায় মায়ের পেটে শিশু গুলিবদ্ধ হওয়ার ঘটনায় জড়িত আজিবরের। রাজধানীর হাজারিবাগে আরজু মিয়ার কুলখানিতে অংশ নিয়ে র‌্যাবের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ওই এলাকার সরকারদলীয় সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। তাপস বলেন, বিএনপি-জামায়াত র‌্যাব সৃষ্টির মাধ্যমে বহু নিরপরাধ মানুষকে হত্যা করেছিলো। র‌্যাবকে ঢেলে সাজাতে হবে, জবাবদিহিতার আওতায় আনতে হবে। আমার আরজুকে কেনো হত্যা করা হলো তার জবাব প্রত্যেকটা ব্যক্তিকে দিতে হবে। 0প্রতিক্রিয়াশীল শক্তিরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করে বলেন, বিএনপি-জামায়াতসহ সকল প্রতিক্রিয়াশীল শক্তি যখন নিঃশেষের পথে তখন নতুনভাবে দলকে সরকারের প্রতিপক্ষ করার চেষ্টা করা হচ্ছে। দলকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। দল এবং সরকারে যেনো বিভেদ তৈরি না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহবানও জানিয়েছেন ফজলে নূর তাপস। 

আজব ফলে ৫ মিনিটেই সেরে যাবে ক্যান্সার, দাবি বিজ্ঞানীদের

আজব ফলে ৫ মিনিটেই সেরে যাবে ক্যান্সার, দাবি বিজ্ঞানীদের

সন্ধান মিলেছে আজব এক ফলের। যে ফল খেলে ৫ মিনিটেই ধ্বংস হয়ে যাবে ক্যান্সারের মতো কঠিন রোগ! এ দাবি অস্ট্রেলীয়ার বিজ্ঞানীদের।

অস্ট্রেলীয়ার গবেষকরা আবিষ্কার করেছন ক্যান্সার-বিরোধী ফল। অস্ট্রেলীয়ার একাংশের গাছে পাওয়া যায় এই ফল, দাবি করেছেন বিজ্ঞানীরা। এই ফল দেখে রীতিমত বিস্মিত হয়েছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীরা দীর্ঘ প্রায় ৮ বছর ধরে গবেষণা চালানোর পর ব্রিসবেনের একটি ইন্সটিটিউট এই আজব ফল আবিষ্কার করেছেন। এই আজব ফলে রয়েছে ঘাড় ও মাথার টিউমার ধ্বংস করার এক আশ্চর্য ক্ষমতা।

এ পর্যন্ত এই ফল হতে তৈরি একটি ওষুধ ৩শ’ টি প্রাণীর ওপর প্রয়োগ করা হয়েছে। এতে ৭৫ শতাংশ ক্ষেত্রে টিউমার নষ্ট হয়ে যাচ্ছে।

গবেষকরা জানিয়েছেন, এই ফল হতে ওষুধ তৈরি করা কঠিন এবং বেশ সময়সাপেক্ষ ব্যাপার।

তবে এই ওষুধের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। মাত্র ৫ মিনিটের মধ্যে এই ওষুধ কাজ করা শুরু করে দেয়।

কয়েকদিনের মধ্যে উধাও হয়ে যায় টিউমার। এতে বিজ্ঞানীরা আরো চমক যান।

বিজ্ঞানীরা ভাবছেন, ফল হতে প্রাপ্ত ওষুধটি যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে মানব ইতিহাসে অভূতপূর্ব ঘটনার সূত্রপাত হবে। –

টানা ২ দিন উলঙ্গ থাকবেন তসলিমা

টানা ২ দিন উলঙ্গ থাকবেন তসলিমা

ইতিমধ্যে ভারতে এক বছরের জন্য ভিসার মেয়াদ বাড়ানো হলো বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তরফে একথা জানানো হয়েছে। এর আগে তসলিমা বলেছিলেন, রেসিডেন্স পারমিটের মেয়াদ বৃদ্ধির ব্যাপারে তিনি আশাবাদী। ১৭ আগস্ট তার পূর্বের পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে। বর্তমানে সুইডেনের নাগরিক তসলিমা বলেন, রেসিডেন্স পারমিটের মেয়াদ বৃদ্ধি না হওয়ার কথা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, সেখানে তসলিমার বসবাসের মেয়াদ বাড়ানোর আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। তবে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
তবে দুঃখ মুছে ফেলতে অভিনব উযদাপন করবেন বিতর্কিত এ লেখিকা। মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত এক বাঙালি বন্ধুকে তিনি জানিয়েছেন, ভারতে আসতে পারলে এবার টানা ২ দিন নিজ বাড়িতে একা থাকবেন। ঐ সময়টাতে তিনি পুরো নগ্ন অবস্থায় থাকতেও চান।
প্রসঙ্গত, ১৯৯৪ সালে ইসলাম ধর্মের অবমাননার অভিযোগে দেশত্যাগ করেন তসলিমা। সর্বশেষ ২০১৪ সালে ১ বছরের জন্য ভারতে অবস্থানের অনুমতি পেয়েছিলেন তিনি। যার মেয়াদ ১৭ই আগস্ট শেষ হয়েছে। যদিও ২০০৪ সাল থেকে তিনি ভারতে থাকছেন। ভারত তার ভিসার মেয়াদ নিয়মিতই বাড়িয়েছে। বেশ কয়েকবার তিনি ভারতে স্থায়ীভাবে থেকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। বিশেষ করে কলকাতায় থাকার ইচ্ছা তার বহুদিনের। এমনকি একসময় বাঙালি অধ্যুষিত এ শহরটিতে থাকতেনও তিনি। কিন্তু সেখানে তাকে নিয়ে বেশ কয়েকটি ইসলামপন্থি দল আন্দোলন শুরু করলে পশ্চিমবঙ্গ সরকার তাকে অন্যত্র চলে যেতে বলে। এরপর থেকে তিনি রাজধানী দিল্লিতে বসবাস করেন। তিনি জানান, ভারতে অবস্থানের অনুমতি না পেলে, পরিচয় সঙ্কটে পড়বেন তিনি। যা তার লেখালেখি ও নারী অধিকার বিষয়ক লড়াইয়ে প্রভাব ফেলবে। -সংবাদমাধ্যম

নদীতে ভেসে উঠছে অসংখ্য মাছ,

নদীতে ভেসে উঠছে অসংখ্য মাছ,

নদীর তীরে অসংখ্য মাছ ভেসে ওঠেছে। তা দেখতে ভিড় করে উৎসুক জনতা। সবাই ব্যাপক আগ্রহ আর বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে নদীর দিকে, এমন দৃশ্য তারা আগে কখোনো দেখেনি! হ্যাঁ, গত বৃহস্পতিবার চীনের তিয়ানজিনের হাইহি নদীতে এমনই ঘটনা ঘটে। নদীর তীর ঘেঁষে ভেসে উঠে হাজার হাজার মরা মাছ। এক সপ্তাহ আগে চীনের এ শহরটিতে ভয়াবহ বিস্ফোরণস্থলের কাছ থেকে কয়েক মাইল দূরে এ মৃত মাছগুলো দেখা গেল।
জানা গেছে, ভয়াবহ ওই দুর্ঘটনাটির ফলে পাশের নদীতে ছড়িয়ে পড়া বিষাক্ত রাসায়নিক পদার্থ নিয়ে দেশটিতে গুরুতর উদ্বেগের জন্ম দিয়েছে। বিস্ফোরণস্থলের ওই গুদামটিতে অন্তত ২৫ হাজার টন বিপজ্জনক রাসায়নিক পদার্থ মজুদ ছিল বলে জানা গেছে। তবে মাছের মৃত্যুর সাথে ওই বিস্ফোরণের সম্পর্ক আছে বলে মনে করছেন না চীনা কর্মকর্তারা। তারা সেখানে দূষণমুক্ত করার জন্য এখনো কঠোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় বাসিন্দাদের এ ঘটনার কারণ জানতে চাওয়া ও তদের সম্পত্তির ক্ষতিপূরণ দাবি করার পরিপ্রেক্ষিতে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এই দুর্যোগের যথাযথ তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, বৃহস্পতিবার তিনি পলিটব্যুরো মিটিংয়ে বলেন, এ ঘটনায় বিপুল প্রাণহানি ও সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এটি রক্ত দিয়ে কেনা এক গভীর শিক্ষা।
সামরিক বাহিনীর সদস্যরা বিস্ফোরণের এক সপ্তাহ পরেও অঞ্চলটিকে দূষণমুক্ত করতে কাজ চালিয়ে যাচ্ছে বলে গার্ডিয়ানের এক রিপোর্টে বলা হয়েছে। বিস্ফোরণস্থানটির কাছের পানিতে নিরাপত্তার মাত্রার চেয়ে ১০০ গুণ বেশি সোডিয়াম সায়ানাইড পাওয়া যাচ্ছে। সোডিয়াম সায়ানাইড মানুষের জন্য খুবই বিষাক্ত, এমনকি তা সামান্য পরিমাণে হলেও।
তবে চীনা কর্তৃপক্ষ জোর দিয়ে বলছে, নদীর যে স্থানে বৃহস্পতিবার হাজার হাজার মৃত মাছ পাওয়া গেছে সেখানকার পানির নমুনা পরীক্ষা করে বিপজ্জনক মাত্রার সায়ানাইড পাওয়া যায়নি। বিস্ফোরণস্থানটির কাছ থেকে এ জায়গাটির দূরত্ব চার মাইল।
তিয়ানজিংয়ের পরিবেশ পর্যবেক্ষণ কেন্দ্র এ মাছ মারা যাওয়ার ঘটনার তদন্ত করবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান ডেং জিয়াওয়েন। তবে পানি খারাপ হয়ে যাওয়ার কারণে গ্রীষ্মকালে স্থানীয় নদীতে ব্যাপকহারে মাছ মারা যাওয়ার ঘটনা নতুন কিছু নয় বলেও তিনি জানান।

ডাস্টবিনে ময়লা ফেললেই ফ্রি ওয়াইফাই

ডাস্টবিনে ময়লা ফেললেই ফ্রি ওয়াইফাই

আস্তাকুঁড়ে অর্থাৎ নির্দিষ্ট জায়গায় ময়লা ফেললেই ফ্রি ওয়াইফাই সেবা মিলবে। শহর পরিষ্কার রাখতে এমনই অভিনব উদ্যোগ নিয়েছেন ভারতের দুই ছাত্র। তবে মূল পরিকল্পনা প্রতীক আগারওয়ালের।
ভারতের রাজধানী দিল্লীর একটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতক শেষ করা দুই ছাত্র নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলার পুরষ্কার হিসেবে ফ্রি ওয়াইফাই সেবা দেয়ার উদ্যোগ হাতে নিয়েছেন। প্রত্যেক ব্যক্তি তাঁর নিজের আশপাশ যেনো পরিচ্ছন্ন রাখেন তাই এই ব্যবস্থা।
তাদের দুইজনের মতে, ইন্টারনেট এখন মানুষের সব সময়ের সঙ্গী। এটা ছাড়া এক দণ্ডও চলা মুশকিল। আর রাস্তাঘাটে নিজস্ব ইন্টারনেট প্যাকেজ না থাকলে ওয়াইফাই পাওয়াও মুশকিল। এক্ষেত্রে ওয়াইফাই সেবা পেতে হলে রাস্তার ময়লা তুলে আপনাকে ডাস্টবিনে ফেলতে হবে।