Muslim boy arrested over clock invited to White House Obama invite comes after Texas boy was arrested after his homemade clock was mistaken for a bomb by teachers and police. The arrest prompted outrage with thousands expressing their anger at authorities for arresting the boy over his school project [AP] US President Barack Obama has issued a White House invitation to a Muslim schoolboy who was arrested for bringing a homemade clock to school.Ninth-grade high school student Ahmed Mohamed from Irving, Texas, was arrested on Monday after his teachers reported him to the police for making a clock, which they said resembled a bomb. The arrest prompted outrage with thousands expressing their anger at authorities for arresting a 14-year-old boy over his school project. Social media users rallied behind the teen using the hashtag #IStandWithAhmed, which has picked up more than 500,000 mentions on Twitter so far, according to analytics site Topsy, and continues to rise rapidly. The story also ranked highest on the user-generated curation website, Reddit. Police have said they will not charge Mohamed but he told reporters on Wednesday that he remains suspended from school until Thursday. Many of the comments cited Mohamed's religious and ethnic background as the probable cause of his arrest, a viewpoint shared by the largest Muslim civil advocacy group in the US. Ibrahim Hooper, the spokesman for the Council on American-Islamic Relations (CAIR), told Al Jazeera that it was "obvious" the school boy's religion had played a role in his arrest. "We believe the arrest would not have occurred if the student had not been Muslim ... the school's reaction and that of the police stems from the fact that he is a Muslim," Hooper said. "It is a symptom of growing Islamophobia that a 14-year-old was handcuffed and dragged away for doing a science project." Widespread support Mohamed, who is of Sudanese background, drew support from a number of high profile African-American personalities including talk-show host Montel Williams and rapper Talib Kweli Greene. In a Facebook post, Williams suggested previous anti-Islamic statements made by Irving's mayor, Beth Van Duyne, had played a role in stirring up anti-Muslim sentiment in the area. "She [Van Duyne] bought into a conspiracy theory that what is actually a faith-based voluntary mediation panel ... was some sort of attempt to impose Sharia law. She's now become a hero of the paranoid far right," Williams wrote. As the hashtag spread on Twitter a number of NASA scientists gave their backing to Mohamed, including astronaut Chris Hadfield, and systems engineer Bobak Ferdowsi. Ferdowsi said a similar incident could have put him off working for NASA.
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫
আগামী ১০ বছরের মধ্যেই মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসাকে প্রযুক্তিগত দিক থেকে ছাপিয়ে যাবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা সংক্ষেপে ইসরো।
আগামী ১০ বছরের মধ্যেই মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসাকে প্রযুক্তিগত দিক থেকে ছাপিয়ে যাবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা সংক্ষেপে ইসরো। শুধু তাই নয়, আগামী দশকে বিশ্বের মহাকাশ গবেষণায় ভারতই হবে প্রধান বাদশা, এমনই দাবি করেছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। প্রতি বছর ভারতের জিডিপি যেমন বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে ইসরোর জন্য বরাদ্দ। ২০১৫-১৬ সালে ইসরোর জন্য বরাদ্দ করা হয়েছে ৭৩.৯ বিলিয়ন টাকা(১.২ বিলিয়ন ডলার)। যেখানে অর্থনৈতিক দিক থেকে সহস্র যোজন এগিয়ে থাকা আমেরিকা নাসার জন্য বরাদ্দ করেছে ১৭.৫ বিলিয়ন ডলার। যদিও গোটা বিশ্বই আজ এক কথায় স্বীকার করে, ইসরোর চেয়ে কম খরচে এতবার সাফল্যমণ্ডিত মহাকাশ অভিযান কেউ করতে পারেনি। জেনে রাখা ভাল, ইসরো আজ পর্যন্ত তাদের বরাদ্দ পুরো টাকা খরচ করে ওঠার আগেই সাফল্যের সঙ্গে ‘মিশন সাকসেসফুল’ করেছে। কিন্তু এ জন্য মোটেও ইসরোকে নাসার চেয়েও এগিয়ে রাখা হচ্ছে না। যে কারণে মনে করা হচ্ছে, নাসাকে ছাপিয়ে যেতে পারে ইসরো, সে কারণগুলোকে তুলে ধরেছে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম। সে কারণগুলো হলো: ১. শুক্রগ্রহ অভিযান:মঙ্গলের পর ইসরোর বিজ্ঞানীদের পরবর্তী গন্তব্য শুক্র। আগামী চার বছরের মধ্যে অর্থাৎ ২০১৯ সালেই শুক্রের উদ্দেশ্যে রওনা দিতে পারে ইসরোর মহাকাশযান। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলের অ্যাডভান্সড মডেলটি রকেটটি ভারতীয় উপগ্রহকে কাঁধে চাপিয়ে শুক্রে নিয়ে যেতে পারে। আর যে উপগ্রহটি শুক্রে পাঠানো হবে তা অনেকটা পৃথিবীর চারপাশে চক্কর কাটছে যে RISAT-1, তার মত হতে পারে। ২. পুনর্ব্যবহারযোগ্য লঞ্চ ভেহিকেল তৈরি: কম খরচে মহাকাশ গবেষণায় দিশারী হতে চলেছে ইসরো। আর কয়েকদিনের মধ্যেই ‘টু স্টেট টু অরবিট’ বা Two-State-To-Orbit (TSTO) তৈরির কাজ সেরে ফেলবে ইসরো। এটি এক ধরনের রি-ইউজেবল লঞ্চ ভেহিকেল। অর্থাৎ একবার উৎক্ষেপণ করেই এর কাজ ফুরোবে না। ফের এর মাধ্যমে মহাকাশে উপগ্রহ উৎক্ষেপণ করা যাবে। এর সাহায্যে ছোঁড়া যাবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। ৩. মহাকাশে মনুষ্যবাহিত জিএসএলভি ৩ রকেট উৎক্ষেপণ: ইতিমধ্যেই ইসরো তৈরি করে ফেলেছে নেক্সট জেনারেশন জিএসএলভি, নাম GSLV Mark III, অন্তত ৫০০০ কিলো ওজন মহাকাশে বয়ে নিয়ে যেতে সক্ষম এই রকেট। গত বছরের ডিসেম্বরের সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণাকেন্দ্র থেকে সাফল্যের সঙ্গে উৎক্ষেপণ করা হয়েছিল রকেটটি। ৪. আদিত্য, সান-স্পেস মিশন: ২০১৭ সালের মধ্যে ইসরো শুরু করতে চলেছে তাদের প্রথম সূর্যাভিযান। নাম আদিত্য। মাত্র ৪৯ কোটি টাকা বাজেটের এই আদিত্য ১ হতে চলেছে বিশ্বের প্রথম আন্তর্জাতিক সূর্যাভিযান। সূর্যের করোনা নিয়ে গবেষণা চালাবে এই যান। ৫. চন্দ্রায়ণ ২, মুন মিশন: ভারতীয় সূত্র ও ডিফেন্স নিউজের প্রতিবেদন মোতাবেক, ভারতের প্রথম চন্দ্রাভিযান ‘চন্দ্রায়ন ১’ -এর মাধ্যমেই গোটা দুনিয়া প্রথম জানতে পেরেছিল চাঁদে জল রয়েছে। চন্দ্রায়নের সাফল্যের পর ফের চাঁদে বড়সড় এক মিশন শুরু করছে ইসরো। এই মিশনে চাঁদের মাটিতে নাসার ‘রোভার’-এর থেকেও বেশদিন কাটাবে ও ছবি তুলবে, নমুনা পরীক্ষা করবে।
সুখবর ! সুখবর ! সুখবর !!!
ঈদুল আজহা উপলক্ষে স্টার গ্রাহকদের জন্য গ্রামীণ ফোনের সুখবর। গ্রাহকদের জন্য উপহার নিয়ে এসেছে মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন।
ভিন্ন ভিন্ন রিচার্জে ভিন্ন ভিন্ন উপহার দিচ্ছে কোম্পানিটি।
গ্রামীণফোন সূত্রে জানা গেছে, শুধু স্টার গ্রাহকরা ৩৯৯, ৪৯৯ এবং ৫৯৯ টাকা রিচার্জ করলেই পাবেন ঈদ উপহার। ৫৯৯ টাকা রিচার্জে ১টি টি-শার্ট, ৪৯৯ টাকা রিচার্জে ১টি জায়নামাজ এবং ৩৯৯ টাকা রিচার্জে ১টি মগ।
এ সুযোগ ১৮ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত (স্টক থাকা সাপেক্ষে)। ১৮টি গ্রামীণফোন সেন্টারে নির্দিষ্ট পরিমাণ রিচার্জ করলেই আকর্ষণীয় উপহার দেয়া হবে।