বুধবার, ২ নভেম্বর, ২০১৬

পানছড়িতে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে  ছাত্রলীগ নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে হস্তান্তর ।

পানছড়িতে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে হস্তান্তর ।


খাগড়াছড়ির পানছড়ি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের বাঙালি গুচ্ছ গ্রামের সভাপতি মো. হানিফ মিয়ার ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবু তাহেরের ছোট ভাই।

 সে বিয়ের প্রলোভন দেখিয়ে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে  তাকে আটক করে স্থানীয় লোকজন। 

গতকাল সোমবার রাতে হাতে নাতে আটকের পর আজ মঙ্গলবার সকালে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটকের সত্যতা নিশ্চিত করে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জব্বার বলেন, এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। মামলা নেওয়ার পর আটক ছাত্রলীগ নেতাকে আদালতে পাঠানো হয়েছে। 
  পুতিনকে সতর্কবাণী ওবামার! আগামী বছরই পৃথিবী দখলে নেবে এলিয়েনরা ,

পুতিনকে সতর্কবাণী ওবামার! আগামী বছরই পৃথিবী দখলে নেবে এলিয়েনরা ,


ভিনগ্রহীরা আগামী বছর পৃথিবীতে হামলা চালাতে আসছে বলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করে বিশেষ বার্তা পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওবামার ওই সতর্কবার্তা পুতিন হালকাভাবে নেননি।
সম্প্রতি এ সংক্রান্ত একটি নথি ফাঁস হওয়াতেই তা প্রকাশ্যে এসেছে। ক্রেমলিনের ওই নথি থেকেই জানা যাচ্ছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শীর্ষ গোপন বৈঠক হয়েছে।
ফাঁস হওয়া এই ডকুমেন্ট নিয়ে ইউটিউবে একটি ভিডিও ঘুরছে।
এই ভিডিও ক্লিপটি ২৭ অক্টোবরের। যার শিরোনাম দেওয়া হয়েছে, রাশিয়াকে সতর্ক করল আমেরিকা।

এলিয়েনরা আসছে। সম্ভবত ২০১৭-তেই এলিয়েনরা অ্যাটাক করবে।
মিসাইলের উপর জোর দিতে বলে জানায় আমেরিকা। এমন শক্তিশালী মিসাইল, যা পৃথিবীর সবপ্রান্তে পৌঁছে যেতে পারে। যাতে যে কোনো প্রান্ত থেকেই এলিয়েনদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়।
ইউটিউবের এই ফুটেজে উপস্থাপক জানান, বাইডেন ওবামার হয়ে এই আশঙ্কার বার্তাটি পুতিনের কাছে পৌঁছে দিয়েছেন। শুধু বার্তা পৌঁছনো নয়, সম্ভাব্য হামলা মোকাবিলায় কী করা যায়, তা নিয়েও দু-দেশের আলোচনা হয়।
পৃথিবী-জোড়া এই মিসাইল তৈরি নিয়ে রাশিয়ার সহযোগিতা চাওয়া হয়েছে।
আমেরিকার দাবি অনুযায়ী, ২০১৭ সালের সেপ্টেম্বরে এলিয়েনদের এই হামলা হবে। নাসার স্যাটেলাইটে ইউএফও ধরা পড়েছে। যেটা
আমাদের সিস্টেমের মধ্যে ঢুকে পড়েছে বলেই দাবি আমেরিকার।
গোটা ভিডিওটি মাত্র ৬ মিনিটের। উপস্থাপক জানাচ্ছেন, গোপন বৈঠকের পর পুতিনও এটা বিশ্বাস করছেন, এলিয়েনরা হামলা করতে আসছে।