সোমবার, ১১ এপ্রিল, ২০১৬

শোকাহত এলাকাবাসী !! ঢাকা মহানগর (উত্তর) যুবলীগের যুগ্ম সম্পাদক তাসভীরুল হক অনুর বাবার মৃত্যু ।

শোকাহত এলাকাবাসী !! ঢাকা মহানগর (উত্তর) যুবলীগের যুগ্ম সম্পাদক তাসভীরুল হক অনুর বাবার মৃত্যু ।

যুবলীগ ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম সম্পাদক তাসভীরুল হক অনুর বাবা ঢাকা আলিয়া মাদ্রাসার সহযোগী অধ্যাপক মাওলানা মোতাহার হোসেনের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ শোক জ্ঞাপন করে তার আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।
রবিবার এক শোকবার্তায় তারা এ শোক প্রকাশ করেন। 
মাওলানা মোতাহার হোসেনে (বয়স-৯০) রবিবার দিবগত রাত আড়াই টার সময় ধানমন্ডি ৪/এ , রেনেসা হাসপাতালে শেষ তিনি নিঃশ্বাস ত্যাগ করিয়া না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, ৬ পুত্র, ১ কন্যা সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। 
  
মরহুমের নামাজের জানাজা সোমবার বাদ আসর ঝিগাতলা স্কুল কোয়ার্টার মাঠে অনুষ্ঠিত হবে।

ট্যানারি স্থানান্তরে আদালতের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ না করায় তিন মালিককে পুলিশের হাতে তুলে দিয়েছেন হাইকোর্ট।আটক তিন ট্যানারি মালিক হলেন, পূবালী ট্যানারিজের মাহবুবুর রহমান, রুমি লেদার ইন্ডাস্ট্রিজের গিয়াস উদ্দিন আহমেদ পাঠান ও মেসার্স প্যারামাউন্ট ট্যানারিজের মো. আকবর হোসেন।

ট্যানারি স্থানান্তরে আদালতের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ না করায় তিন মালিককে পুলিশের হাতে তুলে দিয়েছেন হাইকোর্ট।আটক তিন ট্যানারি মালিক হলেন, পূবালী ট্যানারিজের মাহবুবুর রহমান, রুমি লেদার ইন্ডাস্ট্রিজের গিয়াস উদ্দিন আহমেদ পাঠান ও মেসার্স প্যারামাউন্ট ট্যানারিজের মো. আকবর হোসেন।

ট্যানারি স্থানান্তরে আদালতের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ না করায় তিন মালিককে পুলিশের হাতে তুলে দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আরো তিন ট্যানারি মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
রোববার (১০ এপ্রিল) বিচারপতি সৈয়দ মোহাম্মাদ দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
আটক তিন ট্যানারি মালিক হলেন, পূবালী ট্যানারিজের মাহবুবুর রহমান, রুমি লেদার ইন্ডাস্ট্রিজের গিয়াস উদ্দিন আহমেদ পাঠান ও মেসার্স প্যারামাউন্ট ট্যানারিজের মো. আকবর হোসেন।
আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। কয়েকজন মালিকের পক্ষে ছিলেন শাহ মনজুরুল হক। শিল্প সচিবের পক্ষে ছিলেন আইনজীবী রইস উদ্দিন। সূত্র. সময়ের কন্ঠরসর

Call 10921 for police help against harassers, Danish ambassador says.

Call 10921 for police help against harassers, Danish ambassador says.

Hanne Fugl Eskjær made the call at a press briefing on Sunday on the ‘shadow ambassador initiative’ that she has taken along with the US, Brazil and the Netherlands envoys to promote young women’s leadership in Bangladesh.
US Ambassador Marcia Bernicat, Brazilian Ambassador Wanja Campos da Nobrega and Dutch Ambassador Leoni Cuelenaere were also present at the briefing at the American Club.
Eskjær said the helpline, 10921, was open round the clock.
The National Helpline Centre for Violence against Women and Children which is maintaining the helpline was established in June 2012 with the support of the Danish government.
This was established after the government survey found that violence against women has reached an “epidemic” proportion in Bangladesh.
It is a “confidential” service that offers legal advice, police assistance, telephone counselling, referrals to other organisations that also offer services, and information regarding violence issues, according to the Helpline Centre’s website.
The Danish ambassador urged all to spread the number as she observed that people are not aware that such a helpline is available.
The ‘shadow ambassador’ initiative paired each ambassador with a young Bangladeshi woman who was selected to ‘shadow’ the respective Chief of Mission for a day to learn about pathways to leadership and the value of choosing a career of service