সাগরে ভাসমান ল্যান্ডিং প্যাডে অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে স্পেস এক্সের ফ্যালকন ৯ রকেট। এই নিয়ে তৃতীয়বারের মতো ভাসমান ল্যান্ডিং প্যাডে রকেট অবতরণের চেষ্টা করে ব্যর্থ হল স্পেস এক্স।
২১ ডিসেম্বর মহাকাশ অভিযান শেষে উল্লম্ব অবতরণের ইতিহাস গড়েছিল স্পেসএক্স-এর ফ্যালকন ৯ রকেট। অবতরণের সময় রকেটির কোনো ক্ষতি হয়নি এবং চাইলেই এটি আবারও মহাকাশ অভিযানে পাঠানো যাবে বলে ঘোষণা দিয়েছিলেন স্পেসএক্স প্রধান ইলন মাস্ক। তবে ভাসমান ল্যান্ডিং প্যাডে উল্লম্ব অবতরণের পরীক্ষায় ব্যবহার করা হয়েছে ভিন্ন একটি ফ্যালকন ৯ রকেট।
এবারের ফ্যালকন ৯ রকেটটির অবতরণের সময় খুব কাছ থেকে ধারণ করা একটি ভিডিও প্রকাশ করেছে স্পেস এক্স। ভিডিও ফুটেজ অনুযায়ী, সব কিছুই ঠিকই মনে হচ্ছিল রকেটটি অবতরণের সময়। প্রথম কয়েক সেকেন্ডের ভিডিও দেখলে মনে হয় ঠিকভাবেই অবতরণ করেছে ফ্যালকন। কিন্তু ল্যান্ডিং ইঞ্জিন বন্ধ হওয়ার আগেই রকেটটির একটি ‘ল্যান্ডিং পা’ ভেঙ্গে কাত হতে শুরু করে রকেটটি। তারপরই বিস্ফোরিত হয় রকেটটির মাঝের অংশ।
রকেট ল্যান্ড করার সময় ব্যর্থ হওয়ার ঘটনাকে স্পেসএক্স আখ্যা দিচ্ছে ‘র্যাপিড আনশিডিউলড ডিসঅ্যাসেমব্লিস (আরইউডি)’ বলে। ভবিষ্যতে এমন আরও আরইউডি হবে, তবে লক্ষ্য অর্জনে প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইলন মাস্ক--জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইনডিপেনডেন্ট।
নিজেদের রকেটগুলো প্রতিবারই সাফল্যের সঙ্গে অবতরণের লক্ষ্য নিয়ে কাজ করছে স্পেসএক্স। লক্ষ্য অর্জনে সফল হলে একাধিক মহাকাশ অভিযানে ব্যবহার করা যাবে রকেটগুলো। ফলে ব্যাপক হারে হ্রাস পাবে মহাকাশ অভিযানের খরচ