ভারতে বিবাহিত এক নারীর সঙ্গে সম্পর্কের কারণে তার ২ বোনকে গণধর্ষণের নির্দেশ দিয়েছে গ্রামের খাপ পঞ্চায়েত! ভারতের রাজধানী দিল্লী থেকে কিছুটা দুরে বাঘপুত জেলার একটি গ্রামে ঘটেছে এমন লোমহর্ষক ঘটনা।
রবি নামক এক ব্যক্তি তার চেয়ে উচ্চ শ্রেণীর এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে তাকে নিয়ে পালিয়ে যায়। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি প্রেমিকযুগল ফিরে না আসে তাহলে রবির ২ বোনকে গণধর্ষণের নির্দেশ দেয় পঞ্চায়েত। শুধু শারীরিকভাবে চরম লাঞ্চণার এই শাস্তির আদেশেই ক্ষান্ত হয়নি গ্রামটির শুধুমাত্র পুরুষদের দ্বারা গঠিত অনির্বাচিত এই পরিষদ। এই দু'জন নারীর মুখে কালি মেখে তাদেরকে নগ্ন করে গ্রামটির রাস্তায় ঘুরানোর রায়ও দেয়া হয় বিচারে।
এই বিচারের পর গ্রাম ছেড়ে অন্যত্র পালিয়ে যেতে বাধ্য হয়েছে রবির পরিবার। এই বিষয়ে হস্তক্ষেপ এবং দুই বোনকে রক্ষার জন্য ভারতের প্রশাসনের কাছে আর্জি জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
আরজিতে অ্যামনেস্টির পক্ষ থেকে বলা হয়েছে, এরকম অনির্বাচিত গ্রাম্য পরিষদ ভারতের বিভিন্ন অংশে ছড়িয়ে রয়েছে। এই ঘৃণ্য বিচারকে কোনভাবেই ন্যায়সঙ্গত বলা যাবে না। এটা ন্যায্য নয়। এটা ঠিক নয়। এটা আইনবিরোধী।
0 comments: