শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫

ফেসবুক চলবে ইন্টারনেট ছাড়া !

ফেসবুক চলবে ইন্টারনেট ছাড়া !

বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ফেসবুক এবার ইন্টারনেট ছাড়াই চালানোর সুযোগ। এ জন্য বিশেষ ‘অফলাইন মোড’ চালু করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।
অর্থাৎ ইন্টারনেট সংযোগ না থাকলে বা ডাটা শেষ হয়ে গেলেও ফেসবুকে প্রবেশ করতে পারবেন ব্যবহারকারীরা। এতে নিউজ ফিডে ঢোকার পাশাপাশি বন্ধুদের স্ট্যাটাসে মন্তব্যও করা যাবে। পরে ইন্টারনেট সংযোগ এলেই স্বয়ংক্রিয়ভাবে পোস্টটি পাবলিশ হয়ে যাবে।
শুক্রবার রয়টার্সের খবরে জানানো হয়, কম গতির ইন্টারনেটে সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক, বিশেষ করে নিউজ ফিড আরো বেশি মানুষের কাছে পৌঁছাতে বিশেষ পদক্ষেপ নিচ্ছে ফেসবুক।
এক ব্লগ পোস্টে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্টারনেট সংযোগ না থাকলে বা যেখানে ইন্টারনেটে গতি কম সেখানে ব্যবহারকারীদের ফেসবুক ব্যবহারের সুযোগ দিতেই অফলাইন সেবা চালুর বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। নিউজ ফিড বা হোম পেইজের সঙ্গে ব্যবহারকারীদের যোগাযোগ বাড়াতে সেবাটি চালু করা হচ্ছে।
এ ছাড়া অল্প সময়ের মধ্যেই অফলাইনে নিউজ ফিড ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

স্বপ্নপূরণের অপেক্ষায় পদ্মা, আজ পদ্মা সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্বপ্নপূরণের অপেক্ষায় পদ্মা, আজ পদ্মা সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেড় দশকেরও বেশি সময় ধরে চলছিল স্বপ্ন পূরণের অপেক্ষা কিন্তু ক্ষমতার পালাবদলে বিলম্বিত হতে থাকে বারবার। নতুন উদ্যোগও থমকে দাঁড়ায় বিশ্ব ব্যাংকের সঙ্গে দ্বন্দ্বে। তবে সব বাধা পেরিয়ে পদ্মার বুকে বহু মানুষের স্বপ্নের সেতুর মূল কাঠামো নির্মান কাজ শুরু হচ্ছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করে নেওয়ার জন্য পদ্মার দুই পাড়ে সাজ সাজ রব। উৎসবের আমেজ বইছে রাজপথ থেকে মঞ্চ পর্যন্ত। আজই (শনিবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল সেতুর নির্মাণ ও নদী শাসন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রায় ২৩ হাজার কোটি টাকা ব্যয়ের এই সেতু দিয়ে ঢাকাসহ দেশের পূর্বাঞ্চলের সঙ্গে সরাসরি সড়কপথে যুক্ত হবে দেশের দক্ষিণ জনপদের ১৯ জেলা। সেতুর ওপর দিয়ে ট্রেনও চলবে।
প্রকৌশলীরা জানিয়েছেন, এরইমধ্যে পদ্মা সেতু প্রকল্পের প্রায় ২৭ শতাংশ কাজ শেষ হয়ে গেছে।
এতোদিন টেস্ট পাইলিং চললেও শনিবার শুরু হবে মূল পাইলিং। এজন্য নদীতে জড়ো করা হয়েছে বিশাল বিশাল ক্রেন, ড্রেজার।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে মাওয়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মুন্সীগঞ্জের পুলিশ সুপার বিল্পব বিজয় তালুকদার জানিয়েছেন। পুরো এলাকার নিরাপত্তায় ১৬০০ পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ঠিক সকাল ১০টায় মূল সেতুর কাজ উদ্বোধন করার কথা রয়েছে।