ভারতের জম্মু ও কাশ্মিরের বরামুল্লা জেলার রফিয়াবাদের লাদুরা গ্রামে ভারতীয় সেনার সঙ্গে জঙ্গিদের তীব্র গুলির লড়াই চলছে। সেনা সূত্রে খবর, স্থানীয় গ্রামে জঙ্গিরা লুকিয়ে রয়েছে খবর পেয়ে চিরুনি তল্লাশি শুরু করে সেনা। তখন সেনার উপর গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা গুলি চালায় ভারতীয় সেনাও। এক বা দুই জঙ্গি লুকিয়ে রয়েছে গ্রামে, অনুমান সেনার। এক সেনা অফিসার জানিয়েছেন, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে। জঙ্গিরা লুকিয়ে থাকতে পারবে না। এই রফিবাবাদেই গত ২৮ অগাস্ট সেনার হাতে ধরা পড়েছিল আরেক পাক জঙ্গি সাজ্জিদ হুসেন। নিয়ন্ত্রণরেখা বরাবর সেনা-জঙ্গি এনকাউন্টারের সময় ধরা পড়ে সাজ্জিদ। ভারতীয় সেনার সঙ্গে জঙ্গিদের তীব্র গুলির লড়াই চলছে।
ভারতের জম্মু ও কাশ্মিরের বরামুল্লা জেলার রফিয়াবাদের লাদুরা গ্রামে ভারতীয় সেনার সঙ্গে জঙ্গিদের তীব্র গুলির লড়াই চলছে। সেনা সূত্রে খবর, স্থানীয় গ্রামে জঙ্গিরা লুকিয়ে রয়েছে খবর পেয়ে চিরুনি তল্লাশি শুরু করে সেনা। তখন সেনার উপর গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা গুলি চালায় ভারতীয় সেনাও। এক বা দুই জঙ্গি লুকিয়ে রয়েছে গ্রামে, অনুমান সেনার। এক সেনা অফিসার জানিয়েছেন, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে। জঙ্গিরা লুকিয়ে থাকতে পারবে না। এই রফিবাবাদেই গত ২৮ অগাস্ট সেনার হাতে ধরা পড়েছিল আরেক পাক জঙ্গি সাজ্জিদ হুসেন। নিয়ন্ত্রণরেখা বরাবর সেনা-জঙ্গি এনকাউন্টারের সময় ধরা পড়ে সাজ্জিদ। 
0 comments: