গত কয়েক বছর ধরেই প্রথাবিরোধী আচরণের কারণে আলোচনায় আছেন পপ তারকা মাইলি সাইরাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে নগ্ন ছবি প্রকাশ থেকে অ্যাওয়ার্ড আসরে খোলামেলা পোশাকে উপস্থিত হওয়া - এমন নানা কারণে বার বার সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাকে। কিন্তু মাইলি সাফ জানিয়ে দিলেন কোনো কিছুর পরোয়া করেন না
ডিজনি চ্যানেলের শিশুতোষ অনুষ্ঠান ‘হ্যানা মন্টানা’র মাধ্যমে বিনোদন জগতে পা রাখেন এই গায়িকা। টিন আইকনের ইমেজ ভেঙেছেন বেশ ঘটা করেই। জানালেন, এখন সমাজের আর দশ জন মানুষের মতো হওয়া তার পক্ষে সম্ভব নয়।
মাইলি বলেন, "আমার মনে হয় স্বাভাবিক মানুষের মতো হওয়ার চেষ্টা করলে আমি আরো পিছিয়ে যাবো, সামনে এগুতে পারবো না।"
নিজের তারকা ইমেজকে নিজেই সংজ্ঞায়িত করার চেষ্টা করছেন ২৩ বছর বয়সী এই গায়িকা।
"আমি নিজের নগ্ন ছবি নিজেই ইন্সটাগ্রামে দেই, কারও পরোয়া করিনা। এখন আর আমাকে সেভাবে দেখাটা চিত্তাকর্ষক নয়।"
নিজে খ্যাতির শীর্ষে অবস্থান করলেও, তারকা বন্ধুচাননা মাইলি।
"আমার ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে কেউই তারকা নন, কারণ আমি সাধারণ মানুষের সাধারণ জীবন পছন্দ করি। আমি তাদের দ্বারা অনুপ্রাণিত হই।"
SHARE THIS
0 comments: