বলিউডের বিতর্কিত ও সমালোচিত অভিনেত্রী সানি লিওনের বাংলাদেশ সফর ঠেকাতে প্রয়োজনে রক্ত দেয়ার ঘোষণা দেয় হেফাজতে ইসলামসহ বাংলাদেশের কিছু ইসলামী দল। দরকার হলে যে বিমানবন্দর দিয়ে সানি লিওনকে আনা হবে সেই বিমানবন্দরে আক্রমণের হুমকিও দেয়া হয়েছে। এর মধ্যে মুম্বাইয়ে অবস্থানরত সানি লিওনকে বাংলাদেশি হুজুরদের বিষয়টি অবগত করলে তিনি নাকি বিষয়টা হেসেই উড়িয়ে দেন। এজেন্টের মাধ্যমে জানিয়েছেন, বাংলাদেশে যারা তার সফর ঠেকাতে ব্যস্ত হয়ে পড়েছেন তাদের সঙ্গে তিনি নাচতে চান। এমন খবরই প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম আর প্লাস।