শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬

পৃথিবীর সমস্ত বিশ্ব রেকর্ডধারী জুলুম, নির্যাতন,শোষন, নিপীড়নকে হার মানিয়ে সুচি এখন পৃথিবীর শীর্ষ জুলুমবাজ এর তালিকায় শ্রেষ্ঠ জুলুমবাজ !!

পৃথিবীর সমস্ত বিশ্ব রেকর্ডধারী জুলুম, নির্যাতন,শোষন, নিপীড়নকে হার মানিয়ে সুচি এখন পৃথিবীর শীর্ষ জুলুমবাজ এর তালিকায় শ্রেষ্ঠ জুলুমবাজ !!

History speaks !! And say yes !! Been named the world Nimrod, Pharaoh !! Oppress them and their exploitation, oppression and prejudice in their mind or made them lived under the rule of the construction law practice sosanamala !! Where are they?

Just as the world record holder of the world oppressor, oppression, exploitation, oppression and injustice is a gruesome example of rate adjustments on rahingadera Suu Kyi of Myanmar Travel and hyenas attacking record at the top of the list, Suu Kyi herself has described as a kind of a stupid move. Myanmar's Suu Kyi offered oppressors get the best rates in the world !! All the world record in the world of oppression, torture, exploitation, oppression rate adjustments Suu Kyi's list of the world's top attacking the oppressor of the best !! He awards the Nobel Peace holder of the world !!! What if the United Nations World record julumabajakarini Suu Kyi has been awarded for the execution of Tyre loud? The question was conscience of the nation.

ইতিহাস কথা বলে !! হ্যাঁ এবং বলে !! সেই বিশ্ব জুলুম নামধারী নমরূদ, ফেরাউন !! তাদের জুলুম তাদের শোষন, নির্যাতন ও মন গড়া কিংবা নিজেদের তৈরি কুসংস্কার মূলক আইন প্রথা অনুসারে চলত তাদের শাসন নামক শোষনামল !! কোথায় তারা ? আমাদের সকলেরই তা কম বেশি জানা। 

ঠিক তেমনি পৃথিবীর সমস্ত বিশ্ব রেকর্ডধারী জুলুমবাজ, নির্যাতন,শোষন, নিপীড়নকে হার মানিয়ে সুচি মিয়ানমারের রহিঙ্গাদের উপর এক বিভীষিকাময় জুলুমের দৃষ্টান্ত মূলক বিশ্বরেকর্ড এর তালিকায় সুচি নিজেকে শীর্ষ স্থানের জুলুমবাজ ও হায়েনা হিসাবে নেক্কারজনক পদকে অভিহিত করল। পৃথিবীর শীর্ষ জুলুমবাজদের হার মানিয়ে দিল মিয়ানমারের সুচি !! পৃথিবীর সমস্ত বিশ্ব রেকর্ডধারী জুলুম, নির্যাতন,শোষন, নিপীড়নকে হার মানিয়ে সুচি এখন পৃথিবীর শীর্ষ জুলুমবাজ এর তালিকায় তিনি শ্রেষ্ঠ জুলুমবাজ !! সে কিনা বিশ্ব-শান্তি নোবেল পুরুষ্কার ধারী!!! তাহলে কি জাতিসংঘ বিশ্ব রেকর্ডধারী জুলুমবাজকারিনী সুচিকে জুলুম জোরে সোরে চালানোর জন্যই পুরুস্কৃত করল ? জাতির বিবেকের কাছে প্রশ্ন রইল । 

শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬

মা ও ভাইয়ের আহ্বানে আশকোনার ওই বাড়ি থেকে বের হয়ে আত্মসমর্পন করলেন নিহত জঙ্গি মেজর জাহিদের স্ত্রী জেবুন্নাহার শিলা।

মা ও ভাইয়ের আহ্বানে আশকোনার ওই বাড়ি থেকে বের হয়ে আত্মসমর্পন করলেন নিহত জঙ্গি মেজর জাহিদের স্ত্রী জেবুন্নাহার শিলা।


মা ও ভাইয়ের আহ্বানে আশকোনার ওই বাড়ি থেকে বের হয়ে আত্মসমর্পন করলেন নিহত জঙ্গি মেজর জাহিদের স্ত্রী জেবুন্নাহার শিলা। এসময় তার সাথে নিজের সন্তান এবং অপর এক জঙ্গি মুসার স্ত্রী তৃষা ও তার সন্তান বের হয়ে আসেন।

কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কর্মকর্তারা জানান, শনিবার ভোর রাত থেকে রাজধানীর আশকোনায় ওই বাড়িটি ঘিরে রাখে পুলিশ। ওই ভবনের ভেতরে মেজর জাহিদের স্ত্রী জেবুন্নাহার শিলা ও সন্তান, এর আগে নিহত জঙ্গি আসিফ কাদরির ছেলে রাশেদ ও মাইনুদ্দীন নামে এক জঙ্গি রয়েছে বলে ধারণা করছিলেন তারা।
সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম জানিয়েছেন, বাড়ির ভেতরে থাকা জঙ্গিদের আত্মসমপর্ণ করতে বলা হয়। প্রথমে তারা আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানানোয় সোয়াত টিম অভিযান শুরু করে।
এর মধ্যে জেবুন্নাহার শিলার মা ও ভাইকে পুলিশ নিয়ে ঘটনাস্থলে নিয়ে আসে। শিলার মা হ্যান্ড মাইকে তাকে ডাকতে থাকেন।
তিনি আরও জানান, বারবার আত্মসমর্পণের অনুরোধ জানানোর পরই তারা বাইরে আসে। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।
সিটিটিস এক কর্মকর্তাকে জানান, 
ওই বাড়ির মধ্যে আরও অনেক জন জঙ্গি থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এখনও অভিযান চলছে।

শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬

সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬

 ভীত ভারত !! রাশিয়া-পাকিস্তান সম্পর্ক নিয়ে !!

ভীত ভারত !! রাশিয়া-পাকিস্তান সম্পর্ক নিয়ে !!

পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে রাশিয়ার অবস্থান আসলে কেমন এই চিন্তা ঘুম হারাম করেছে ভারতের আইনপ্রণেতাদের। যদি পাকিস্তান রাশিয়ার সমর্থন পায় তাহলে সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে বিশ্বদরবারে একঘরে করার ভারতীয় পদক্ষেপ ভুল হবে। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরে (সিপিইসি) রাশিয়ার আগ্রহ আছে- এমন খবর মস্কো অস্বীকার করলেও এখন তারা বলছে, সিপিইসির সঙ্গে সম্পর্ক রাখতে চায় তারা। রাশিয়া তাদের ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের সঙ্গে সিপিইসিকে যুক্ত করতে চায়। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের গোয়াদর থেকে চীনের জিনজিয়াং প্রদেশ পর্যন্ত অর্থনৈতিক করিডোরে যুক্ত হবে। পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের গিলগিত-বালতিস্তানের মধ্যে দিয়ে যাবে এই করিডোর। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ব্যক্তিগতভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ বিষয়ে আপত্তি জানালেও অবস্থান পরিবর্তন করেনি চীন। পাকিস্তানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত অ্যালেক্সি ই দেদভকে উদ্ধৃত করে সম্প্রতি গণমাধ্যমে বলা হয়েছে, ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের সঙ্গে সিপিইসি সংযুক্ত করতে আলোচনা করছে পাকিস্তান ও রাশিয়া। দেদভ বলেছেন, সিপিইসির প্রতি রাশিয়ার সমর্থন রয়েছে। কারণ এটি পাকিস্তানের অর্থনীতি ও আঞ্চলিক কানেক্টিভিটির জন্য ভালো। দেদভের এই বক্তব্য রাশিয়ার আগের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। ফলে রাশিয়া ও ভারতের সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। ঐতিহাসিকভাবে এ দুই দেশের সম্পর্ক সবসময় ভালো। এখন রাশিয়া যদি ভারতের স্বার্থবিরোধী সিপিইসির সঙ্গে যুক্ত হয়, তাহলে বিষয়টি হবে ভারতকে রাশিয়ার চ্যালেঞ্জ করার শামিল। 

সোমবার, ৭ নভেম্বর, ২০১৬

মিল্কভিটার দুধ শ্যাম্পু আর সয়াবিন তেল দিয়ে তৈরি হয়  ! বলে আশংখা

মিল্কভিটার দুধ শ্যাম্পু আর সয়াবিন তেল দিয়ে তৈরি হয় ! বলে আশংখা


মিল্কভিটার দুধে ভেজাল পাওয়ার অভিযোগ করেছেন সমবায় মন্ত্রী মশিউর রহমান। ভেজাল দুধ উৎপাদন, বাজারজাতকরণ বন্ধে অভিযান চালানোর একটি আইনি প্রক্রিয়া সোমববার শুরু করেছে সংস্থাটি। সমবায়ের মাধ্যমে নিজস্ব খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ করে বাজারজাত করে মিল্কভিটা।
ভেজাল দুধের বিষয়ে সংস্থাটি কি ধরনরে ব্যবস্থা নিচ্ছেন সে বিষয়ে বিবিসি বাংলার সাথে কথা বলেন মিল্কভিটার চেয়ারম্যান শেখ নাদের হোসেন। তিনি বলেন, প্রথমত আমরা অফিসিয়ালি মন্ত্রণালয়কে নোটিশ করেছি যে বাজারে কিছু ভেজাল দুধ আসছে যারা সরকারের বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া বাজারে মিল্কভিটার প্যাকেটের ডিজাইন নকল করে দুধ বিক্রি করছে। এখন ভিতরে দুধের কি কোয়ালিটি আছে সেটা বিএসটিআই বলতে পারবে বা তাদের আদৌও কোন অনুমতি আছে কিনা। সে কারণে আমরা মন্ত্রণালয়কে জানিয়েছি, তারা সমস্ত মিডিয়ার লোক ডেকে কথা বলেছে।
ভেজালের কি ধরনের অভিযোগ আসে বা কি ধরনের ভেজাল মেশানো হয় এর উত্তরে শেখ নাদের হোসেন বলেন, এখন পর্যন্ত মাঠে গিয়ে কোন কিছু ধরতে পারি নাই। কিন্ত লোকমুখে বা বিশেষজ্ঞদের কাছে যেটা শুনেছি বিশেষ করে যেসব অঞ্চলে ঘোষ সম্প্রদায়ের লোক বেশি থাকে তারা এই ভেজাল দুধ তৈরি করে থাকে। ভেজাল দুধ তৈরির জন্য দুধের ছানা তৈরি করার পর যে পানি থাকে সেই পানিতে শ্যাম্পু, সয়াবিন তেল, চিনি এবং ভেজিটেবিল ফ্যাট মিশিয়ে ভেজাল দুধ তৈরি করে। ভেজাল দুধ তৈরি করলে লাভ বেশি হয়। ভেজাল ১ লিটার দুধ তৈরি করতে হয়তো ১০ টাকার মত খরচ হয় আর বিক্রি করে ৪০ থেকে ৫০ টাকা।
নাদের হোসেন আরও বলেন, মিল্ক ভিটা নিজেরাই দুধ উৎপাদন করে। সারা বাংলাদেশে ৪৩ টা সেন্টার থেকে দুধ সংগ্রহ করে। এই সেন্টারগুলোতে অত্যাধুনিক মিল্ক এনালাইজার মেশিন আছে। এই মেশিনের মাধ্যমে দুধ পরীক্ষা করে তারপর সংগ্রহ করে।

কিভাবে ভেজাল বিরোধী অভিযান চলবে সে প্রসঙ্গে নাদের হোসেন বলেন, ভেজাল বিরোধী অভিযান যেভাবে চালাতে চাই সেটা হল র‌্যাব, পুলিশ দিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে আমরা অভিযান চালাতে চাই। এই অভিযান মুলত যেখানে ভেজাল দুধ তৈরি হয় সেখানেই চালানো হবে। দোকানে অভিযান পরিচালনা করে লাভ নাই কারণ তারা নকল দুধ বা আসল দুধ কোনটা সেটা তারা ধরতে পারবে না। সুতরাং যেখানে ভেজাল দুধ উৎপাদন হয় সেটা বন্ধ করতে হবে।
আপদে-বিপদের সময় নবীজির শেখানো ৩টি দোয়া। জেনে রাখা ভালা !

আপদে-বিপদের সময় নবীজির শেখানো ৩টি দোয়া। জেনে রাখা ভালা !

দুুনিয়ায় মানুষের বিপদের শেষ নেই। কাজে কর্মে কমবেশি বিপদ চলেই আসে সব সময়। মসিবত ও পেরেশানিতে পড়ে সঠিক জ্ঞান হারায় মানুষ। এসব থেকে মুক্তি লাভের উপায় হিসেবে নবীজি সা. উম্মতকে বিভিন্ন দোয়া শিখিয়েছেন। বিপদের সময়ের এ দোয়াগুলো শিখে রাখুন যাতে বিপদ থেকে উদ্ধার হতে পারেন।
সাদ ইবনে আবি ওক্কাস রা. বলেন, নবীজি সা. দুঃখ-কষ্টের সময় বলতেন : লা-ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমিন।
অর্থ : একমাত্র তুমি ছাড়া কোনো মাবুদ নেই। তোমার পবিত্রতা বর্ণনা করছি। নিশ্চয়ই আমি সীমালঙ্ঘনকারী। (তিরমিজি : ৩৫০০) এ দোয়াটি কোরআনের বর্ণিত এবং দোয়াটি দোয়ায়ে ইউনুস নামে প্রসিদ্ধ।
এ দোয়া যে যত বেশি পড়বে আল্লাহ তায়ালা তাকে বিপদ থেকে মুক্ত করবেন। আসমা বিনতে ওমাইর রা. থেকে বর্ণিত, নবীজি সা. বলেন, আমি কি তোমাদের এমন কিছু শিখিয়ে দেব না যা তুমি দুশ্চিন্তা ও পেরেশানির মধ্যে পড়বে। সাহাবী বললেন, অবশ্যই শেখাবেন। নবীজি বললেন, দোয়াটি হচ্ছে : আল্লাহু আল্লাহ রব্বী লা উশরিকু বিহি শাইয়ান।

অর্থ : আল্লাহই আল্লাহ আমার প্রতিপালক। আমি তার সঙ্গে কোনো কিছু শরিক করি না। (আবু দাউদ : ১৫২৫)
আনাস রা. থেকে বর্ণিত, নবীজি সা. বলেন : আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জায়ালতাহু সাহলান, ওআনতা তাজআলুল হুযনা সাহলান ইযা শিইতা।
অর্থ : ইয়া আল্লাহ, কোনো বিষয় সহজ নয়। হ্যাঁ, যাকে তুমি সহজ করে দাও। যখন তুমি চাও তখন তুমি মুশকিলকে সহজ করে দাও। 

বুধবার, ২ নভেম্বর, ২০১৬

পানছড়িতে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে  ছাত্রলীগ নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে হস্তান্তর ।

পানছড়িতে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে হস্তান্তর ।


খাগড়াছড়ির পানছড়ি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের বাঙালি গুচ্ছ গ্রামের সভাপতি মো. হানিফ মিয়ার ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবু তাহেরের ছোট ভাই।

 সে বিয়ের প্রলোভন দেখিয়ে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে  তাকে আটক করে স্থানীয় লোকজন। 

গতকাল সোমবার রাতে হাতে নাতে আটকের পর আজ মঙ্গলবার সকালে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটকের সত্যতা নিশ্চিত করে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জব্বার বলেন, এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। মামলা নেওয়ার পর আটক ছাত্রলীগ নেতাকে আদালতে পাঠানো হয়েছে। 
  পুতিনকে সতর্কবাণী ওবামার! আগামী বছরই পৃথিবী দখলে নেবে এলিয়েনরা ,

পুতিনকে সতর্কবাণী ওবামার! আগামী বছরই পৃথিবী দখলে নেবে এলিয়েনরা ,


ভিনগ্রহীরা আগামী বছর পৃথিবীতে হামলা চালাতে আসছে বলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করে বিশেষ বার্তা পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওবামার ওই সতর্কবার্তা পুতিন হালকাভাবে নেননি।
সম্প্রতি এ সংক্রান্ত একটি নথি ফাঁস হওয়াতেই তা প্রকাশ্যে এসেছে। ক্রেমলিনের ওই নথি থেকেই জানা যাচ্ছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শীর্ষ গোপন বৈঠক হয়েছে।
ফাঁস হওয়া এই ডকুমেন্ট নিয়ে ইউটিউবে একটি ভিডিও ঘুরছে।
এই ভিডিও ক্লিপটি ২৭ অক্টোবরের। যার শিরোনাম দেওয়া হয়েছে, রাশিয়াকে সতর্ক করল আমেরিকা।

এলিয়েনরা আসছে। সম্ভবত ২০১৭-তেই এলিয়েনরা অ্যাটাক করবে।
মিসাইলের উপর জোর দিতে বলে জানায় আমেরিকা। এমন শক্তিশালী মিসাইল, যা পৃথিবীর সবপ্রান্তে পৌঁছে যেতে পারে। যাতে যে কোনো প্রান্ত থেকেই এলিয়েনদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়।
ইউটিউবের এই ফুটেজে উপস্থাপক জানান, বাইডেন ওবামার হয়ে এই আশঙ্কার বার্তাটি পুতিনের কাছে পৌঁছে দিয়েছেন। শুধু বার্তা পৌঁছনো নয়, সম্ভাব্য হামলা মোকাবিলায় কী করা যায়, তা নিয়েও দু-দেশের আলোচনা হয়।
পৃথিবী-জোড়া এই মিসাইল তৈরি নিয়ে রাশিয়ার সহযোগিতা চাওয়া হয়েছে।
আমেরিকার দাবি অনুযায়ী, ২০১৭ সালের সেপ্টেম্বরে এলিয়েনদের এই হামলা হবে। নাসার স্যাটেলাইটে ইউএফও ধরা পড়েছে। যেটা
আমাদের সিস্টেমের মধ্যে ঢুকে পড়েছে বলেই দাবি আমেরিকার।
গোটা ভিডিওটি মাত্র ৬ মিনিটের। উপস্থাপক জানাচ্ছেন, গোপন বৈঠকের পর পুতিনও এটা বিশ্বাস করছেন, এলিয়েনরা হামলা করতে আসছে।

শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬

পরমাণু যুদ্ধের মহড়ায় ব্যস্ত রাশিয়া , আশঙ্কা কি তৃতীয় বিশ্বযুদ্ধের ?  সাধারণ নাগরিকদের নিজেদের বাঁচানোর পদ্ধতিও শেখানো হচ্ছে।

পরমাণু যুদ্ধের মহড়ায় ব্যস্ত রাশিয়া , আশঙ্কা কি তৃতীয় বিশ্বযুদ্ধের ? সাধারণ নাগরিকদের নিজেদের বাঁচানোর পদ্ধতিও শেখানো হচ্ছে।


সম্প্রতি রাশিয়া ও আমেরিকার মধ্যে সম্পর্কের আরও অবনতি হয়েছে। দুদেশের মধ্যে ঠান্ডাযুদ্ধ চলছেই। আর সেই পরিস্থিতিতেই রাশিয়া বাড়িয়ে দিয়েছে তাদের পরমাণু অস্ত্রসম্ভার পরীক্ষা-নিরীক্ষার বহর। উন্নত করা হয়েছে বম্ব শেল্টার। পরীক্ষা করে দেখা হচ্ছে গ্যাস মাস্ক। 
এমনকী যুদ্ধ বাঁধলে সাধারণ নাগরিকরা কী করে নিজেদের বাঁচাবেন, শেখানো হচ্ছে সে পদ্ধতিও। রাসায়নিক যুদ্ধের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না মস্কো।
এই পদক্ষেপ কি তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত? পরমাণু যুদ্ধের মহড়ায় ব্যস্ত দেশ। 
৪ কোটি রুশ নাকি সেই মহড়ায় অংশ নিয়েছে! সেইসঙ্গে সুপার পরমাণু অস্ত্র RS-২৮ সরম্যাটকেও এবার সামনে এনেছে মস্কো। আর এসবেই ঘনিয়ে আসছে আশঙ্কা। তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন?
সেইসঙ্গে মস্কো এবার সামনে নিয়ে তাদের অস্ত্র সম্ভারের নতুন সংযোজন RS-২৮। ২০১৮ সালে এটি রুশ সেনাবাহিনীতে অন্তর্ভুক্তি হওয়ার কথা। 

বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬

 ধর্ষিত পাঁচ বছরের শিশুটির প্রজনন অঙ্গে সংক্রমণের শঙ্কা থাকায় এখনই অস্ত্রোপচারে ঢাকা হতে দিনাজপুরের পার্বতীপুরে যাচ্ছেন না চিকিৎসকরা।

ধর্ষিত পাঁচ বছরের শিশুটির প্রজনন অঙ্গে সংক্রমণের শঙ্কা থাকায় এখনই অস্ত্রোপচারে ঢাকা হতে দিনাজপুরের পার্বতীপুরে যাচ্ছেন না চিকিৎসকরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশুটিকে উচ্চ ক্ষমতার ওষুধের পাশাপাশি পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

নয় সদস‌্যের মেডিকেল বোর্ড করে শিশুটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক আশরাফ উল হক কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার সকালে শিশুটিকে বোর্ড দেখেছে।
“শিশুটির প্রজনন অঙ্গ ক্ষত-বিক্ষত। সংক্রমণের আশঙ্কা রয়েছে। যদি সংক্রমণ রক্তে ছড়ায়, তাহলে বিষয়টি ভয়াবহ হবে।”
শিশুটির পুষ্টির অভাব রয়েছে জানিয়ে তিনি বলেন, “শিশুটিকে পুষ্টিকর খাবার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর তার প্রজনন অঙ্গে অস্ত্রোপ্রচার করতে দেড় থেকে দুই মাস অপেক্ষা করতে হবে।”
গত ১৮ অক্টোবর পার্বতীপুর উপজেলার সিঙ্গীমারী জমিরহাট গ্রামের ওই শিশু বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়। সন্ধান না পেয়ে ওইদিন রাতে তার বাবা পার্বতীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পরদিন ভোরে বাড়ির পাশে একটি হলুদ ক্ষেত থেকে মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পার্বতীপুর ল্যাম্প হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে পাঠানো হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়। 
গত ২০ অক্টোবর রাতে শিশুটির বাবা একই গ্রামের জহির উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৪২) ও আফজাল হোসেন কবিরাজকে (৪৮) আসামি করে পার্বতীপুর মডেল থানায় ধর্ষণ মামলা করেছেন।
মামলার প্রধান আসামি সাইফুলকে পুলিশ গ্রেপ্তার করেছে। অপর আসামি পলাতক।
বুধবার গাইনি বিভাগের প্রধান ফেরদৌসি ইসলামের নেতৃত্বে এই বোর্ড করে হাসপাতাল কর্তৃপক্ষ।
বোর্ডের সদস্যরা হলেন- আশরাফ উল হক কাজল, আমানুর রসুল, জিল্লুর রহমান, সাদিয়া আনোয়ার, মো. আবুল কালাম, আব্দুল্লাহ আল মামুন, মো. মোজাম্মেল হোসেন। সমন্বয়ক হিসেবে রয়েছেন বিলকিস বেগম।
এদিকে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানের দুই সহকারী শিশুটিকে দেখতে যান।
শাকিল শিশুটির চিকিৎসার ভার সরকার নিয়েছে বলে জানান। সূত্র-নেট 

মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬

শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬

পৃথিবী জুড়ে স্বর্গীয় সৌন্দর্যে রঙিন ১৫ টি স্থান

পৃথিবী জুড়ে স্বর্গীয় সৌন্দর্যে রঙিন ১৫ টি স্থান

পৃথিবী জুড়ে স্বর্গীয় সৌন্দর্যে রঙিন ১৫ টি স্থান

আমরা অনেকেই জানি পুরো পৃথিবীতে ছড়িয়ে রয়েছে অতুলনীয় সৌন্দর্যের অসাধারণ সব স্থান। কিন্তু অনেকগুলো স্থানের অবস্থান আমাদের কাছে অজানা। আবার আমরা অনেকেই জানি না এই সকল স্থানের আসল সৌন্দর্য কি ধরণের স্বর্গীয় হতে পারে। আসলেই এই প্রিয় পৃথিবীটার অনেক কিছুই আমাদের চোখের আড়ালে রয়ে যায়। নয়ন জুড়িয়ে দেখার সাধ্য অনেকেরই হয়ে উঠে না।কিন্তু আফসোস করার কিছুই নেই। পৃথিবীর বুকে এই সকল স্বর্গীয় সৌন্দর্যের স্থানের সন্ধান দিতে এবং এক নজর দেখার সাধ মেটাতে আমরা রয়েছি আপনাদের পাশে। তাই আমাদের আজকের ফিচারে দেখে নিন এমনই অসাধারণ সৌন্দর্যের ১৫ টি স্থান। 
হলুদ ক্যানোলা ফুলের সমাহারে ছেয়ে গিয়েছে মাইলের পর মাইল জায়গা। এই স্থানটির নাম ক্যানোলা ফ্লাওয়ার ফিল্ড। চীনের ইয়ুন্নানে অবস্থিত এটি। 
অসাধারণ রঙের খেলা লেকের পানিতে। দেখে মনে হয় আকাশের রঙধনু নেমে এসেছে পৃথিবীর বুকে। মর্নিং গ্লোরি নামক এই লেকটি ইয়েলো স্টোন ন্যাশনাল পার্ক, ইউএসএ। 
আকাশ আর মাটির মিলন মনে হয় একেই বলে। নীল ফুলে ছেয়ে থাকা দিগন্ত বিস্তৃত এই জায়গাটির নাম হিতাচি সিসাইড পার্ক। এর অবস্থান হিতাচিনাকা, ইবারাকি, জাপান। 

প্রথম দেখায় যে কেউ মনে করতে পারেন এটি গ্রাফিক্স ডিজাইনের কোনো কাজের খেলা। কিন্তু আসলেই ফ্লাই গেইসার নামক নর্দান নাভাডার এই স্থানটি এতোটা রঙিন। 

সবুজে সুন্দর। সাগানো ব্যাম্বো ফরেস্ট এটি। এর অবস্থান আরাসিয়ামা, জাপান। 

গোলাপি রঙের স্থানটি দেখে যে কেউ অন্য কিছু ভাবতে পারেন। কিন্তু আসলে এটি একটি লেক। লেক হিলার মিডেল আইসল্যান্ড, অস্ট্রেলিয়াতে অবস্থিত। 
ইতালির ভেনিস শহরের বুরানো স্থানটির মতো রঙিন বাড়িঘর পুরো পৃথিবীতে খুঁজে পাওয়া মনে হয় আসলেই দুষ্কর।
স্বর্গের জলধারা বলা হয় এই হাভাসু ফলসকে। এটি গ্র্যান্ড ক্যানিয়ন, অ্যারিজোনায় অবস্থিত। 

রঙিন পাহাড়ের দেশে। সাউথ ওয়েস্ট চীনের অসাধারণ একটি স্থান ঝাংইয়েই ডানজিয়া।

পাথরের কারুকাজ। দেখে মনে হয় কেউ মনের মাধুরি মিশিয়ে অনেক সময় নিয়ে কাজ করেছেন এই অ্যান্টেলোপ ক্যানিয়নে। কিন্তু পুরোপুরি প্রাকৃতিক অ্যারিজোনার এই ক্যানিয়নটি। 

পুরো জাপানের আনাচে কানাচেই রয়েছে অনেক অসাধারণ স্থান। এই ডিয়াগো-জি টেম্পলটি তারই প্রমাণ। এটি জাপানের কিয়োতোতে অবস্থিত।
বলে না দিলে কারো বিশ্বাসই হবে না লাল রঙে ছেয়ে থাকা এই অসাধারণ স্থানটি একটি সমুদ্র সৈকত। পানজিন রেড বীচের অবস্থান চীনে। 

প্রায় ২.৫ একর স্থান জুড়ে ফুটে রয়েছে সিবাজাকুরা ফুল। তাকিনোউ পার্কটি সত্যিই স্বর্গের সৌন্দর্যে তৈরি। এর অবস্থান হাক্কাইডো জাপান। 
স্বর্গ থেকে নেমে আসা এই জলের ধারা যেন পৃথিবীকে আরও সুন্দর করে তুলেছে। নীল রঙের ছড়াছড়ির এই স্থানটির নাম ম্যান্ডেনহল আইস কেইভ। এই গুহাটি জুনেউ, আলস্কায় অবস্থিত।

কভারে যে ছবিটি দেখছেন এটি কাওয়াচি ফুজি গার্ডেন। এটির অবস্থান কিটাকায়ুসু, জাপান। ল্যাভেন্ডার রঙে ছেয়ে থাকা এই টানেলটি আসলেই স্বপ্নময়। তাই নয় কি? 

আগামীকাল শুক্রবার (২১ অক্টোবর) সাড়ে ১২টা থেকে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বেলা দুইটা পর্যন্ত সাত দিন বাংলাদেশে ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে

আগামীকাল শুক্রবার (২১ অক্টোবর) সাড়ে ১২টা থেকে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বেলা দুইটা পর্যন্ত সাত দিন বাংলাদেশে ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে

সাবমেরিন কেব্‌লের সিঙ্গাপুর প্রান্তে রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাত দিন বাংলাদেশে ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল শুক্রবার (২১ অক্টোবর) সাড়ে ১২টা থেকে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বেলা দুইটা পর্যন্ত সাবমেরিন কেব্‌লের সিঙ্গাপুর প্রান্তের রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। এ কারণে বাংলাদেশে ইন্টারনেট সেবা সাময়িক বিঘ্নিত হতে পারে। তবে এ সময়ের জন্য বিটিসিএলের গ্রাহকদের ইন্টারনেট সেবা বিকল্প ব্যবস্থায় চালু রাখা হবে।
গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য বিটিসিএল দুঃখ প্রকাশ করেছে।

বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬

ভারতকে পরমাণু বোমার ভয় দেখাচ্ছে নওয়াজ শরিফ সরকার?

ভারতকে পরমাণু বোমার ভয় দেখাচ্ছে নওয়াজ শরিফ সরকার?

সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে কেন বারবার ভারতকে পরমাণু বোমার ভয় দেখাচ্ছে নওয়াজ শরিফ সরকার?
তাদের দেশের নিরাপত্তা সঙ্কটে পড়লে ভারতের উপরে পরমাণু বোমা ফেলতে দু’বার ভাববে না পাকিস্তান। গোটা বিশ্ব এবং
উপমহাদেশে কোণঠাসা হয়ে গিয়ে ফের পুরনো অস্ত্রেই ভারতকে ভয় দেখানো শুরু করল পাকিস্তান। এবার এই হুমকি দিয়েছেন
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা মহম্মদ আসিফ।
পাকিস্তানের একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেছেন, পারমাণবিক অস্ত্রগুলি তাঁরা
নিজেদের দেশের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য বানিয়েছেন। তাই প্রয়োজনে পরমাণু বোমা ফেলে ভারতকে তাঁরা নাস্তানাবুদ করে
দেবেন বলেও হঁশিয়ারি দিয়েছেন এই পাক মন্ত্রী। কিছুদিন আগেও অবশ্য একই ধরনের হুমকি দিয়েছিলেন এই মন্ত্রী। কিন্তু তারপরেও
সন্ত্রাসবাদীদের প্রশয় দেওয়ার জন্য গোটা বিশ্বে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে ইসলামাবাদকে। ভারতের কৌশলে পাকিস্তান
থেকে বাতিল হয়ে গিয়েছে সার্ক সম্মেলন। তাই সেই পরমাণু বোমার জুজু দেখিয়ে পাক জনতার সামনে নিজেদের মুখ বাঁচানোর চেষ্টা
করছেন নওয়াজ শরিফের মন্ত্রীরা। শুধু তাই নয়, ভারতের সঙ্গে যুদ্ধ করতেও তাঁরা তৈরি বলে জানিয়ে দিয়েছেন পাকিস্তানের
প্রতিরক্ষামন্ত্রী।
অনেকেই প্রশ্ন তুলছেন, উরি হামলার পরে যখন পাকিস্তানের হাতে ভারত একাধিক প্রমাণ তুলে দিয়েছে, সেইগুলি খতিয়ে দেখে
সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে কেন বারবার ভারতকে পরমাণু বোমার ভয় দেখাচ্ছে নওয়াজ শরিফ সরকার? বিশেষজ্ঞরা
বলছেন, আসলে পাকিস্তানের মন্ত্রীর এই মন্তব্য প্রমাণ করে, তাঁরা কতটা দায়িত্বজ্ঞানহীন। মঙ্গলবার আমেরিকার ডাকোটায়
পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি আলোচনাসভায় মার্কিন প্রতিরক্ষা সচিব অ্যাশটন কার্টারও ভারতকে একটি
দায়িত্বশীল পরমাণু শক্তিধর দেশ বলে প্রশংসা করেছেন। অন্যদিকে পাকিস্তানের হাতে পারমাণবিক অস্ত্র থাকা চিন্তার বিষয় বলেই
উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রতিরক্ষা সচিব। এর থেকেই বোঝা যায়, ভারত-পাকিস্তান দু’দেশের হাতেই পারমাণবিক অস্ত্র
থাকলেও বারবার নিজেদের সেই শক্তিকে জাহির করে আসলে গোটা বিশ্বে নিজেদের ভাবমূর্তি খারাপ করছে ইসলামাবাদ।
টান টান উত্তেজনা বিরাজ করছে ভারত ও পাকিস্তান দুটি দেশেই।  গোলাগুলিতে ০২ (দুই) পাকিস্তানী সেনা নিহত ।

টান টান উত্তেজনা বিরাজ করছে ভারত ও পাকিস্তান দুটি দেশেই। গোলাগুলিতে ০২ (দুই) পাকিস্তানী সেনা নিহত ।

নিয়ন্ত্রণরেখা বরাবর (লাইন অব কন্ট্রোল) ভারতীয় বাহিনী কোনো ধরনের উস্কানি ছাড়াই পাকিস্তানি অবস্থানে গুলিবর্ষণ করেছে বলে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে। আর ভারতীয় গুলিতে তাদের দুই সেনাসদস্য নিহত হয়েছে বলে স্বীকার করেছে।পাকিস্তান সেনাবাহিনীর আইএসপিআর জানায়, ভারতীয় বাহিনী ভিমবার, হটস্প্রিং, কেল ও লিপা সেক্টরে গুলি চালিয়েছে। তবে পাকিস্তানি সৈন্যরাও সমুচিত জবাব দিয়েছে।পাকিস্তান বাহিনী জানায়, ভোররাত ২.৩০ থেকে সকাল ৮টা পর্যন্ত গুলিবর্ষণ চলে।
আন্তর্জাতিক ডেস্কঃ- উরি সেনা ঘাঁটিতে হামলার পর টান টান উত্তেজনা বিরাজ করছে ভারত ও পাকিস্তান দুটি দেশেই।  তারই ধারাবাহিকতায় আজ (বৃহস্পতিবার) ডি ফ্যাক্টো সীমান্তে ভারতীয় সেনাদের সাথে গোলাগুলি হয় পাকিস্তানি সেনাদের।।এ ঘটনায় ২ জন পাক সেনা নিহত হয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, ভিমবার, হট স্প্রিং, কেল ও লিপা সেক্টরে বৃহস্পতিবার ভোরে ৬ ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ভারতীয় সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, ভারত অধিকৃত কাশ্মীরের পুঞ্চ জেলার ডি ফ্যাক্টো সীমান্তে পাকিস্তানী সেনাবাহিনী গোলাবর্ষণ ঘটায়। দু’দেশের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেই এ গুলিবর্ষণের ঘটনা ঘটল। বিরোধপূর্ণ কাশ্মীরকে ভারত-পাকিস্তান উভয়ই নিজেদের ভূমি হিসেবে দাবি করে থাকে। এ নিয়েই চলে আসছে এ দু’দেশের সীমান্ত বিরোধ।সূত্র : দি নিউজ 

সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬

মাগুরায় ‘বৃদ্ধ’ শিশুর জন্ম

মাগুরায় ‘বৃদ্ধ’ শিশুর জন্ম

মাগুরায় অস্বাভাবিক এক শিশুর জন্ম হয়েছে। আজ  রোববার দুপুর সোয়া ৩টার দিকে মাগুরা কাউন্সিলপাড়ার জাহান প্রাইভেট হাসপাতালে ওই ছেলে শিশুটির জন্ম হয়। শিশুটির জন্মের পর ‘বৃদ্ধ’ শিশুর জন্ম হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। শিশুটিকে দেখতে হাসপাতালের সামনে ভিড় জমায় সাধারণ মানুষ।
সরেজমিন গিয়ে দেখা যায়, শিশুটির মাথা থেকে কোমরের নিচ পর্যন্ত বড় বড় পশমে ঢাকা। মুখের আকৃতি অনেকটা বৃদ্ধ মানুষের মতো। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, নবজাতক সম্পূর্ণ সুস্থ রয়েছে।
শিশুটির বাবা বিশ্বজিৎ কুমার পাত্র জানান, মাগুরা শালিখা উপজেলার ভুলবাড়ীয়া গ্রামে তাঁদের বাড়ি। আজ দুপুরে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর স্ত্রী পারুল পাত্রের ছেলে সন্তানের জন্ম হয়েছে। শিশুটি তাঁদের দ্বিতীয় সন্তান। শিশুটির নাম রাখা হয়েছে অর্পণ।
জাহান ক্লিনিকের ম্যানেজার মো. শফিকুল মোল্লা জানান, দুপুরে ডা. মাকসুদুল হক প্রসূতি পারুল পাত্রের পেট থেকে সিজারের মাধ্যমে অস্বাভাবিক চেহারার এই ছেলে শিশুটিকে বের করেন। চেহারায় অস্বাভাবিকতার পরও শিশুটি জন্মের পর স্বাভাবিক ছিল বলে জানান তিনি।
এদিকে মাগুরা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ জয়ন্ত কুমার কুন্ডু জানান, জীনগত কারণে শিশুটির এই ধরনের সমস্যা হতে পারে। বড় হতে হতে এই সমস্যার সমাধান হয়ে যেতে পারে বলে আশা করছি।

বুধবার, ২৪ আগস্ট, ২০১৬

রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে ।

রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে ।

রাজধানীসহ সারাদেশে ৬।৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে ।  আজ বিকাল ০৪ টা ৪৫ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।

প্রাথমিকভাবে অনেকে ভূমিকম্পের মাত্রা ৭.২ বলে জানিয়েছে। তবে এই সম্পর্কে এখনো আবহাওয়া অধিদপ্তর থেকে কোন সঠিক সংবাদ পাওয়া যায়নি। ফেসবুক পেজে সাথে সাথেই ভুমিকম্পন সম্পর্কে সবার কাছে জানতে চাওয়া হলে তাতক্ষনিক ভাবে পাঠকের মন্তব্যে জানা গেছে  ধরনের ক্ষতিক্ষতির খবর পাওয়া যায়নি।


রবিবার, ২১ আগস্ট, ২০১৬

রাত ১০টায় নতুন করে আগুন লাগে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে।

রাত ১০টায় নতুন করে আগুন লাগে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে।

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ছয়তলার পেছনের দিকে রোববার রাতে নতুন করে আগুন লাগে। ছবি : শেখ ফয়সাল আহমেদ
রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে রাতের বেলা আবার আগুন লেগেছে। আজ রোববার দিনভর আগুন জ্বলার পর রাত পৌনে ৯টার দিকে ‘মোটামুটি’ নিয়ন্ত্রণে আসে বলে জানানো হয়। পরে ১০টায় নতুন করে আগুন লাগে ওই ভবনে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত ১০টার দিকে ভবনের ছয়তলার পেছনের দিকে আগুন দেখা যায়। পরে ওই আগুন ছড়িয়ে পড়তেও দেখা যায়। তবে ওই সময় ফায়ার সার্ভিসের কর্মীরা ছিলেন না। কেননা আগুন নিয়ন্ত্রণে আছে জানিয়ে, কর্মীরা ওই এলাকা ত্যাগ করেন।
বেলা ১১টায় ওই্ ভবনে প্রথম আগুনের সূত্রপাত হয়। ছয় তলায় প্রথম আগুনের সূত্রপাত হয়। রাত ৮টা ৫০ মিনিটের দিকে ফায়ার সার্ভিস থেকে জানানো হয় আগুন এখন অনেকটা নিয়ন্ত্রণে।
ফায়ার সার্ভিসের পরিচালক মেজর এ কে এম শাকিল নেওয়াজ ওই তথ্য জানিয়েছিলেন।
রাজধানীর বসুন্ধরা সিটিতে আবারও অগ্নিকাণ্ড

রাজধানীর বসুন্ধরা সিটিতে আবারও অগ্নিকাণ্ড

রাজধানীর বসুন্ধরা সিটিতে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সকালে রাজধানীর অন্যতম বৃহত্তম এই শপিংমলে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভবনটির ৬ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। অগ্নিকাণ্ডের কারণ জানা যায় নি।
বসুন্ধরা সিটির কর্মকর্তারা জানিয়েছে, ৬ তলার সি ব্লকের ৭০ নম্বর জুতার দোকানের ইলেকট্রিক সর্ট সার্টিক থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন অল্পসময়ের মধ্যে পাশের কিছু দোকান ও পুরো ৬ তলায় ছড়িয়ে পড়ে। আগুনের ধোয়া উপরে না উঠে নিচের ফ্লোরগুলোতে ছড়িয়ে পড়ছে।
অগ্নিকাণ্ডের ব্যাপারে ফায়ার সার্ভিসের কর্মীরা কোনো মন্তব্য করেননি। বসুন্ধরা সিটির আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
এরআগে ২০০৯ সালে বসুন্ধরা সিটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিলো। ওই অগ্নিকাণ্ডে ৭ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছিল।
বসুন্ধরা সিটি বসুন্ধরা গ্রুপের তৈরি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম শপিং মল। ওখানে অন্তত ২০০০ দোকানসহ সিনেমা কমপ্লেক্স, মিনি গেম জোন, কয়েকটি বিশাল হল ও অফিস রয়েছে।

রবিবার, ১২ জুন, ২০১৬

 মাহমুদা খানম মিতু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন ।

মাহমুদা খানম মিতু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন ।

পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে হত্যার ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। গতকাল শনিবার রাতে চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহারের নির্দেশে এ পরিবর্তন করা হয়েছে। নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক কাজী রকিবউদ্দিনকে সরিয়ে নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামানকে নতুন তদন্ত কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, মামলার তদন্তকে আরও গতিশীল করতে পুলি​শ কমিশনারের নির্দেশে তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে।
৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রামের জিইসি এলাকায় গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম। হত্যাকারীরা মোটরসাইকেলে এসেছিল। ঘটনার পর পুলিশ জানায়, জঙ্গি দমনে বাবুল আক্তারের সাহসী ভূমিকা ছিল। এ কারণে জঙ্গিরা তাঁর স্ত্রীকে খুন করে থাকতে পারে। এ ঘটনায় পরদিন বাবুল আক্তার অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তিকে আসামি করে মামলা করেন।
এ ঘটনায় গতকাল সকালে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার শীতলঝর্ণা এলাকা থেকে শাহজামান ওরফে রবিন (২৮) নামের এক যুবককে আটক করে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি ঘটনার মূল হোতা হতে পারেন বলে পুলিশ ধারণা করছে। এর আগে এ ঘটনায় জড়িত সন্দেহে আবু নছর ওরফে গুন্নু নামে শিবিরের সাবেক এক কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া ওই হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলের পেছনে থাকা গাড়িটি জব্দ ও এর চালককে আটক করে পুলিশ। তবে চালক জানে আলমকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

শনিবার, ১১ জুন, ২০১৬

এস পি বাবুল আক্তারের স্ত্রী মিতু ৪০ মিনিট আগে বের হওয়ার রহস্য খুজছেন ডিবি, সিএমপি পুলিশ?

এস পি বাবুল আক্তারের স্ত্রী মিতু ৪০ মিনিট আগে বের হওয়ার রহস্য খুজছেন ডিবি, সিএমপি পুলিশ?

দুর্বৃত্তদের গুলিতে নিহত এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু সন্তানকে স্কুলে পৌঁছে দিতে বাসা থেকে বের হতেন সকাল ৭টায়। কিন্তু ঘটনার দিন তিনি কেন ৪০ মিনিট আগে বেরিয়ে ৬টা ২০ মিনিটে স্বল্প দূরত্বের জিইসি মোড়ের উদ্দেশ্যে রওনা করলেন তার জবাব খুঁজছেন পুলিশ কর্মকর্তারা। একই সঙ্গে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের সন্তান মাহিকে প্রতিদিন স্কুলে নিয়ে যেত কনস্টেবল সাদ্দাম। যেদিন মিতুকে হত্যা করা হয় সেদিন সে বাড়িতে আসেনি। আর পুরো এই বিষয়টি আগে থেকে জানতো সন্ত্রাসীরা। নগর গোয়েন্দা পুলিশ বাসা থেকে সন্তানকে নিয়ে মিতুর আগে বের হওয়া ও ওই দিন পুলিশ কনস্টেবল সাদ্দামের না আসার বিষয়টি তলিয়ে দেখছে। অনেকটা নিশ্চিত হয়েছেন যে, এই দুটি বিষয় আগেভাগে জানার কারণেই খুনের ছক কষে সাহসী পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রীকে ৫০ সেকেন্ডের মধ্যে হত্যা করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ৩ সন্ত্রাসী। এই বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য বলেন, মিতু ৪০ মিনিট আগে কেন বের হলো তা রহস্যজনক। কারণ তার বাসা থেকে জিইসি মোড়ের দূরত্ব ১০০ গজ। সেখানে তিনি কেন নির্ধারিত সময়ের এত আগে বের হবেন তা একটু খটকা লাগছে। তা ছাড়া একজন পুলিশ সদস্য তার সন্তানকে স্কুলে নিয়ে যেতেন তাও নজর রাখছিল দুর্বৃত্তরা। মাইক্রোবাসে কারা ছিল? হত্যাকাণ্ডের ঘটনার ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা যায়, সেখানে পালিয়ে যাওয়া বহনকারী সন্ত্রাসীদের মোটরসাইকেলটির পেছন আরেকটি কালো রংয়ের মাইক্রোবাস চলে যায়। মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় গভীর রাতে উদ্ধার করা গেলেও এর চালককে এখনো আটক করা যায়নি। তবে মাইক্রোবাসটি শনাক্তের পর ধরা পড়েছে এর চালক জানে আলম। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে গাড়িতে বসে ঘটনার দিন খুন হওয়ার দৃশ্য খুব কাছ থেকে দেখেছে। তবে ওই মাইক্রোবাসে আর কারা কারা ছিল তা পুলিশকে জানানোর পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখনি তাদের নাম তদন্তের স্বার্থে প্রকাশ করতে রাজি নন বলে জানান অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য। তিনি বলেন, তদন্তের স্বার্থে কিছু বলা ঠিক হবে না। তবে আমরা অনেক ক্লু পেয়ে যাচ্ছি। আশা করছি সন্ত্রাসীরা ধরা পড়ে যাবে। প্রাথমিক ভাবে জানে আলম ওই দিন সকালে হত্যাকাণ্ডের সময় গাড়ি নিয়ে ঘটনাস্থল দিয়ে যাওয়ার কথা স্বীকার করলেও এর সঙ্গে সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন। আবু নসর গুন্নু কে? পুলিশ কমিশনার বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়া আবু নাসের গুন্নু নামের ব্যক্তিকে নিয়ে দুই ধরনের বক্তব্য পাওয়া গেছে। ঘটনার দিন তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তার মোবাইল ট্র্যাক চেক করে সত্যতা নিশ্চিত হওয়ার পর পুলিশ তাকে শিবির নেতা বলে গ্রেপ্তার করে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তার পরিবার। বলেছে, সে পারিবারিক একটি মাজারের বিরোধের শিকার হয়ে এই রোষানলে পড়েছে। একটি চক্র তাকে ফাঁসাতে নাম ব্যবহার করেছে। অন্যদিকে পুলিশ বলছে ভিন্ন কথা। তাদের দাবি, নসর এক সময় শিবিরের রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিল। মধ্যপ্রাচ্য থেকে সে ফিরে এসেছে। গ্রেপ্তার হওয়ার পর আবু নসর গুন্নুকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। কিন্তু তাকে গ্রেপ্তারে পর্যাপ্ত কাগজপত্র আদালতে দেখাতে না পারায় আগামী রোববার পর্যন্ত রিমান্ড শুনানি স্থগিত করা হয়েছে। এদিকে গতকাল বিকালে নসরকে নিরীহ দাবি করে দরবারে মুসাবিয়ার একটি পক্ষ চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তার মুক্তি দাবি করেছে। সূত্র-এমটি নিউজ। 

শনিবার, ১৪ মে, ২০১৬

বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকা অবস্থায় মাত্র ২০ বছর বয়সেই জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুক চালু করেন জাকারবার্গ। আজ জাকারবার্গ এর জন্মদিন

বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকা অবস্থায় মাত্র ২০ বছর বয়সেই জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুক চালু করেন জাকারবার্গ। আজ জাকারবার্গ এর জন্মদিন

আজ ১৪ মে ৩২ বছরে পা দিলেন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তিনি ১৯৮৪ সালের এই দিনে নিউইয়র্ক শহরের হোয়াইট প্যালেসে জন্ম গ্রহণ করেছিলেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকা অবস্থায় মাত্র ২০ বছর বয়সেই জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুক চালু করেন জাকারবার্গ। বর্তমানে এই ফেসবুকই পৃথিবীতে সব থেকে জনপ্রিয় একটি মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। ২০০৪ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ডরমেটরিতে জাকারবার্গ ও তার বন্ধুদের হাতেই ফেসবুকের জন্ম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একই প্ল্যাটফর্মে রাখার চিন্তা থেকেই একটি ওয়েবসাইট তৈরি করেন তারা। প্রথমে এর নাম দেন ফেসম্যাশ। ফেসম্যাশ চালু করা হয়েছিল সহজে শিক্ষার্থীদের মাঝে ছবি বা মনের ভাব অন্যের সঙ্গে শেয়ার করতে পারার লক্ষ্য থেকে। শুরু দিনই চার ঘণ্টায় ৪শ ৫০ ভিজিটর ২২ হাজার ছবি তুলে সেদিন ডাউন করেছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সার্ভার। অবশ্য সার্ভার হ্যাক ও ডাউন করার দায়ে মার্ক জাকারবার্গকে বহিষ্কারও করা হয় সেসময় বিশ্ববিদ্যালয় থেকে। ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি হার্ভার্ডের ডরমিটরিতেই দি ফেসবুক নামে আরেকটি সাইট চালু হয়। এরপর `দি` উঠে গিয়ে থাকে শুধু ফেসবুক। বর্তমান বিশ্বে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১ দশমিক ৬৫ বিলিয়ন। 


রবিবার, ৮ মে, ২০১৬

৩১ শে ডিসেম্বরের মধ্যে যে কোন সময় পুলিশ আপনার দরজায় এসে টাক টাক করে বলবে ভাল আছেন তো ?

৩১ শে ডিসেম্বরের মধ্যে যে কোন সময় পুলিশ আপনার দরজায় এসে টাক টাক করে বলবে ভাল আছেন তো ?


৩১ ডিসেম্বরের মধ্যে প্রত্যেকটি মহল্লার ‘ঘরে ঘরে পুলিশ গিয়ে বলবে- ভালো আছেন তো? কোন সাহায্য লাগবে?

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, এ বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে প্রত্যেকটি মহল্লার প্রত্যেকটি ঘরে ডিএমপি পুলিশ গিয়ে দরজায় কড়া নেড়ে বলবে- আপনি ভালো আছেন তো? আপনাকে কোনো সাহায্য করতে পারি?
আজ শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত ‘ইমপ্রুভ ইনস্টিটিউশন রেসপন্সেস টু চিলড্রেন কনফ্লিক্ট কন্টাক্ট উইথ ল’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বুধবার, ২০ এপ্রিল, ২০১৬

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাবেন সহজ উপায়ে মেট্রোপলিটন পুলিশের ওয়ান স্টপ সার্ভিসে।

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাবেন সহজ উপায়ে মেট্রোপলিটন পুলিশের ওয়ান স্টপ সার্ভিসে।

দেশের বাইরে যেতে হলে, ইমিগ্রেশন কিংবা বিদেশে অবস্থানকালীন সময়ে ওয়ার্ক পারমিটের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনার আছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট চাইতে পারে। তখন কী করবেন? কোন চিন্তা নেই চলে আসুন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ান স্টপ সার্ভিসে। যেখানে আবেদন করার ০১ সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন আপনার কাঙ্খিত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সেকশনে কর্মরত পুলিশ পরিদর্শক শরীফুদৌলার সাথে এ নিয়ে আলাপকালে তিনি বলেন “আমরা সবসময় আন্তরিকভাবে চেষ্টা করে থাকি সুন্দর সেবা দেওয়ার। এখানে কখনোই কারও সাথে কোনো ধরনের হয়রানি বা দূর্ব্যবহার করা হয়না বলে সবাই এখান থেকে চমৎকার সেবা পাচ্ছে।”

কোথায় যাবেনঃ ডিএমপির সদর দপ্তরে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সেন্টারে সবসময় প্রস্তুত আছে একঝাঁক পুলিশ সদস্য। যারা এ সংক্রান্তে কাজগুলো আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। ঢাকা মেট্রোপলিটন এলাকায় বসবাসরত নাগরিকগণ পুলিশ ক্লিয়ারেন্স পেতে সরাসরি যোগাযোগ করুন। ডিএমপি সদর দপ্তর, কক্ষ নং-১০৯, হেল্প লাইনঃ-
০১১৯১-০০৬৬৪৪ এবং ০২-৭১২৪০০০-২৬৩৫, ৯৯৯-২৬৩৫।

প্রদেয় সেবা সমূহঃ
    ঢাকা মেট্রোপলিটন থানা এলাকার নাগরিকগণের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ০১ (এক) সপ্তাহের মধ্যে প্রদান করা হয়।
    পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ‘পররাষ্ট্র মন্ত্রণালয়’ কর্তৃক সত্যায়িত করে দেওয়া হয়।
    পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রার্থীর চাহিদা মতে কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে নির্দিষ্ট সময়ে বাসায় পৌছে দেওয়া হয়।
    শুক্রবার ও সরকারী ছুটির দিন ব্যতিত প্রতিদিন সকাল ০৯ টা হইতে বিকাল ০৫ টা পর্যন্ত সেবা প্রদান করা হয়।
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হলে যা করতে হবেঃ
ঢাকা মহানগর পুলিশ কমিশনার বরাবর সাদা কাগজে আবেদন পত্রের সাথে যা যা লাগবে-
    পাসপোর্টের সত্যায়িত ফটোকপি (অবশ্যই ১ম শ্রেণীর সরকারী গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত হতে হবে।)
    বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকের যে কোন শাখা হতে ৫০০/- (পাঁচশত) টাকা মুল্যমানের ট্রেজারী চালান। চালানের কোড নাম্বার (১-২২০১-০০০১-২৬৮১)।
    পাসাপোর্টের স্থায়ী কিংবা অস্থায়ী ঠিকানা যে কোন একটি অবশ্যই ঢাকা মেট্রোপলিটন এলাকার অভ্যন্তরে হতে হবে এবং অবশ্যই ঐ ঠিকানায় অবস্থান করতে হবে।
     যারা বিদেশে অবস্থান করছেন  তাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য যে দেশে অবস্থান করছেন সে দেশের বাংলাদেশ দূতাবাস/হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক পাসপোর্টের ফটোকপি সত্যায়িত থাকতে হবে।
    মেশিনরিডেবল পাসপোর্টে (এম.আর.পি) যদি ঠিকানা উল্লেখ না থাকে সেক্ষেত্রে, পাসপোর্টে যে স্থায়ী/বর্তমান ঠিকানা ব্যবহার করা হয়েছে তার প্রমাণ স্বরুপ স্থানীয় ওয়ার্ড কমিশনার এর সনদ পত্র /জাতীয় পরিচয় পত্র/ জন্ম নিবন্ধন সনদ পত্র এর ফটোকপি ১ম শ্রেণীর সরকারী গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে  দখিল করতে হবে।
    স্পেনে যাওয়ার জন্য যারা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার আবেদন করবেন তারা সচিব, স্বরাষ্ট্রমন্ত্রণালয় বরাবর উল্লেখিত কাগজ পত্র সহ তাদের আবেদন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বহিরাগমন শাখা-০৩ এ দাখিল করতে হবে।
    আবেদনপত্র জমা দেওয়ার পর প্রদত্ত টোকেনটি ডেলীভারীর দিন অবশ্যই নিয়ে আসতে হবে।
    আবেদন পত্র জমা দেওয়ার এক সপ্তাহ পর অত্র অফিস হতে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদান করা হবে।
    যাদের পাসপোর্টে ঢাকা মেট্রোপলিটন এলাকার বাইরের ঠিকানা দেওয়া আছে তারা সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা বরাবর উল্লেখিত কাগজ পত্র সহ আবেদন করতে হবে।


প্রকাশে ---এএসএম হাফিজুর রহমান
সহকারী পুলিশ কমিশনার
মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস্ বিভাগ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা।









বরাবর
পুলিশ কমিশনার
ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা।

বিষয় ঃ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন।

জনাব
বিনীত নিবেদন এই যে, আমি নি¤œস্বাক্ষরকারীর এই মর্মে আবেদন করিতেছি যে, আমি/ আমার..........................
.................................................................................................এর বিদেশ যাওয়া/ স্থায়ীভাবে বসবাস করার................................................................................. জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের প্রয়োজন। আমি/আমার...........................................................................এর পাসপোর্ট অনুযায়ী বৃত্তান্ত নিম্নরূপ নাম........................................................................................ পিতা/স্বামী.........................................
.........................ঠিকানা......................................................................................................................................................................................................................................................................... পাসপোর্টের নম্বর....................................... ইস্যুর তারিখ...... ....................................................মেয়াদ উর্ত্তীণের তারিখ...............................................স্থান .......................................।


অতএব, মহোদয়ের নিকট আবেদন এই যে, আমি যাতে পুলিশ ক্লিয়ারেন্স পেতে পারি তার প্রয়োজনীয়  ব্যবস্থা করতে মর্জি হয়।


তারিখ-
সংযুক্ত:
১। পাসপোর্টের ফটোকপি (সত্যায়িত)।
২। ব্যাংক চালানের মূলকপি।
    বিনীত নিবেদক 
...............................
(                            )
ঠিকানা:-
ফোন নং................................