বুধবার, ১৯ আগস্ট, ২০১৫

 জলপরী/মাছকন্যার সন্ধান পাওয়া গেছে মিসরে নিল নদে ।

জলপরী/মাছকন্যার সন্ধান পাওয়া গেছে মিসরে নিল নদে ।

জলপরী নাম অনেকে শুনেছেন । বাস্তব জলপরী/মাছকন্যার সন্ধান পাওয়া গেছে মিসরে নিল ন্দে। বহুল আলোচিত সেই মিশরের নীলনদ।এই মিশরের নীলনদের অনেক কাহিনী অনেকেরই জানা । ফেরাউনের ইতিহাস সহ আরও অনেক ট্রাজিডি এই নীল নদ এলাকায় । মাছকন্যা/জল্পরী ঘিরে অনেক কল্পলোকের গল্পকথা/রুপকথা অনেকেরই শোনা আছে । মাছটি দেখতে মেয়ে মানুষের মতই ।
করে সবাইকে দেখার সুযোগ করে দেন ।
সরকারের শুভবুদ্ধি হয়েছে: সুরঞ্জিত

সরকারের শুভবুদ্ধি হয়েছে: সুরঞ্জিত

আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিক প্রবীর সিকদারের জামিনে স্বস্তি প্রকাশ করে বলেছেন, অবশেষে সরকারের শুভবুদ্ধি ফিরে এসেছে। বুধবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত বলেন, “চেরাগ আলীর বিরুদ্ধে মামলা করে মান গেল মন্ত্রীর! অবশেষে সুবুদ্ধি ফিরে এসেছে, প্রবীর সিকদারের জামিন হয়েছে। আমি মনে করি, কেবল জামিন নয়, এ মামলা অবিলম্বে তুলে নেওয়া উচিত।”
স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্নের অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় রোববার রাতে গ্রেপ্তার হন প্রবীর। পরে তাকে তিন দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়।
এ নিয়ে বিভিন্ন মহলে তীব্র সমালোচনার মধ্যে বুধবার রিমান্ডের একদিনের মাথায় আদালতে হাজির করা হলে জামিন মেলে এই সাংবাদিকের।
প্রবীরের গ্রেপ্তারের সমালোচনা করে সুরঞ্জিত বলেন, “ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বুয়েটে প্রথম হওয়া ছাত্র, যিনি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সন্তান, পা-হারানো সাংবাদিক প্রবীর সিকদার তার প্রতিপক্ষ হতে পারে না। এর সামাধান রাজনৈতিকভাবে করা উচিত ছিল।”
এই মামলার কোনো ‘সার-গন্ধ’ নেই বলেও মন্তব্য করেন সরকার আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সুরঞ্জিত।
তিনি বলেন, “আমার বিশ্বাস, একটা সময় আসবে সত্য প্রকাশ হবে।”সরকারকে আরও সহনশীল হওয়ার পরামর্শ দিয়ে সুরঞ্জিত বলেন, “সমালোচনা আসবেই। ক্ষমতার সঙ্গে অহংকার, দম্ভ, তোষামোদি মানায় না। সরকারকে আরও অনেক বেশি ধৈর্যশীল হতে হবে।”
এদিকে ক্রসফায়ারে ছাত্রলীগ নেতার মৃত্যু নিয়ে হতাশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতা।
তিনি বলেন, “দল ক্ষমতায় থাকতে ছাত্রলীগ নেতা ক্রসফায়ারে মারা যাবে, এটা ঠিক না। রাজনৈতিকভাবে এর সমাধান করতে হবে। সমস্ত সংকটের সমাধান ক্রসফায়ার নয়।
গত এক সপ্তাহে র‌্যাব ও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অন্তত তিনজন নিহত হন এবং এই তিনজনই ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মী।
চলমান রাজনীতির উপর বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা নারায়ণ দেবনাথ।
যাবজ্জীবনের সাজা এড়াতে ১০ বছরে ১৩ বার গর্ভবতী

যাবজ্জীবনের সাজা এড়াতে ১০ বছরে ১৩ বার গর্ভবতী

এক চিনা মহিলা জেলের সাজা এড়াতে অভিনব পদ্ধতির সাহায্য নিয়েছিল। দশ বছরে ১৩ বার গর্ভবতী হয়ে বিচারব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি প্যারোলে জেলের বাইরের জীবনে অভ্যস্ত হয়ে উঠেছিল জেং জিনজিয়াং নামে ৩৯ বছরের ওই মহিলা। কীভাবে এতদিন গর্ভবতী হয়ে জেলের বাইরে ছিল সে? জানা গিয়েছে, দুর্নীতির অভিযোগে যাবজ্জীবন কারাবাসের সাজা শোনানো হয়েছিল জেʼকে। তবে সুকৌশলে আইনের ফাঁক গলে সে জেলের বাইরে ছিল এতদিন। গত দশ বছরে মোট ১৪ বার সে গর্ভবতী বলে নিজেকে দাবি করেছিল। এর মধ্যে একবার মিথ্যা বললেও বাকি ১৩ বার সে সত্যিই গর্ভধারণ করেছিল। তবে বিস্ময়ের এখানেই শেষ নয়। প্রতিবারই সে গর্ভবতী হওয়ার পরে নিয়মানুযায়ী আদালত থেকে প্যারোলে মুক্ত হত। এরপরই সে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে গিয়ে গর্ভপাত করিয়ে চলে আসত। এবং দিব্যি নিশ্চিন্ত জীবন কাটাত খোলা আকাশের নিচে। তবে সেই ঘটনা এতদিন পরে প্রকাশ্যে এসেছে। সব জানার পরে বিচার জেংকে যাবজ্জীবনের সাজা খাটার জন্য ফের একবার জেলে পাঠিয়ে দিয়েছেন। তবে কীভাবে ওই মহিলা গর্ভবতী হত, তা জানা যায়নি।
ল্যাবেই তৈরি মানব মস্তিষ্ক

ল্যাবেই তৈরি মানব মস্তিষ্ক

আকারে খুবই ছোট৷ অনেকটা পেনসিল বক্সে থাকা ইরেজারের মতো দেখতে৷ তবু ঠিক সেই আকারেই এই প্রথম ল্যাবরেটরিতে মানব মস্তিষ্ক তৈরি করতে সমর্থ হলেন বিজ্ঞানীরা৷ পাঁচ সপ্তাহ বয়সী ভ্রূণের মস্তিষ্কের সঙ্গে এর অনেকটা মিল রয়েছে৷ এবং এর মধ্যে যে নিউরোনগুলো থাকার কথা তার ৯৯ শতাংশই ল্যাবরেটরিতে তৈরি মস্তিষ্কে রয়েছে বলে দাবি বিজ্ঞানীদের৷ এর ফলে অ্যালঝেইমারস, পারকিনসনস,
অটিজমের মতো অনেক রোগ সম্পর্কে আরও ভালোভাবে জানা যাবে এবং তা সহজেই নিরাময় করা সম্ভব হবে বলে তাদের ধারণা৷ আমেরিকার ওহায়ো স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা এই মস্তিষ্কটি তৈরি করেছেন৷ তারা জানিয়েছেন, ‘ আমরা দীর্ঘদিন ধরেই বিভিন্ন জটিল রোগ নিরাময়ের রাস্তা খুঁজে চলেছি৷ আর সেই প্রয়াসেরই ফলস্বরূপ এই মস্তিষ্ক গঠনে সক্ষম হয়েছি৷ আশা করি, এর ফলে আমাদের উদ্দেশ্য সফল হবে৷
জঙ্গি অর্থায়নের অভিযোগে সুপ্রিম কোর্টের তিন আইনজীবী গ্রেফতার

জঙ্গি অর্থায়নের অভিযোগে সুপ্রিম কোর্টের তিন আইনজীবী গ্রেফতার

জঙ্গি অর্থায়নের অভিযোগে সুপ্রিম কোর্টের তিন আইনজীবীকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার রাত ১১টার দিকে র‍্যাব-৭ এর একটি দল ঢাকার ধানমন্ডি থেকে তাদের গ্রেপ্তার করে বলে এ বাহিনীর গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান। গ্রেফতারকৃত আইনজীবীরা হলেন, ব্যারিস্টার
শাকিলা ফারজানা, অ্যাডভোকেট লিটন ও অ্যাডভোকেট বাপন। ব্যারিস্টার শাকিলা ফারজানা বিএনপি নেতা সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে। র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতা উদ্দিন জানান, শহীদ হামজা ব্রিগেড নামের একটি জঙ্গি সংগঠনকে অস্ত্র কেনার জন্য টাকা দেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে র‍্যাব-৭ এর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানান তিনি। 
র‌্যাব–পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ছাত্রলীগের নিহত ২  এটা মানা যায় না: ছাত্রলীগ, অ্যাকশন শুরু: ওবায়দুল কাদের.।

র‌্যাব–পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ছাত্রলীগের নিহত ২ এটা মানা যায় না: ছাত্রলীগ, অ্যাকশন শুরু: ওবায়দুল কাদের.।


মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে রাজধানী ও মাগুরায় ছাত্রলীগের বর্তমান এবং সাবেক দুই নেতা পুলিশ ও 
র‌্যা
বের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। দুজনেরই স্বজনেরা বলেছেন, তাঁদের ধরে নিয়ে হত্যা করে ‘বন্দুকযুদ্ধে’র নাটক সাজানো হয়েছে।
এরপর আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা বলছেন, তাঁরা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড মেনে নেবেন না। তবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার কঠোর অবস্থান নিয়েছে। অ্যাকশন শুরু হয়ে গেছে।
রাজধানীর হাজারীবাগে গতকাল মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে র‌্যা বের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মারা যান হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজু মিয়া (২৮)। রাজা মিয়া (১৬) নামে এক কিশোরকে চুরির অভিযোগে পিটিয়ে হত্যার প্রধান আসামি ছিলেন আরজু মিয়া। আরজুর মাথার ডানে-বাঁয়ে তিনটি ও বুকের বাঁ থেকে ডান পর্যন্ত সারি ধরে আরও তিনটি গুলির ছিদ্র পাওয়া গেছে। স্বজনদের দাবি, সন্ধ্যায় তাঁকে ধরে নিয়ে ভোরে হত্যা করেছে র‌্যা ব।
আর মাগুরায় ছাত্রলীগের গোলাগুলিতে মায়ের জঠরে শিশু গুলিবিদ্ধ ও একজন বৃদ্ধ নিহত হওয়ার মামলার তিন নম্বর আসামি মেহেদী হাসান ওরফে আজিবর শেখ (৩৪) সোমবার রাত সাড়ে ১২টার দিকে মাগুরার পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। আজিবর মাগুরা পৌর ছাত্রলীগের আগের কমিটির নেতা ছিলেন, এরপরে আর কোনো পদ পাননি। নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, সোমবার বিকেলে আজিবরকে শালিখা থানা এলাকা থেকে ধরে এনে সদর থানা এলাকায় হত্যা করা হয়েছে।
কিছুদিন ধরে সরকারি দলের বিভিন্ন পর‌্যায়ের নেতা-কর্মীদের আধিপত্য বিস্তারের চেষ্টায় একাধিক খুনোখুনির ঘটনা ঘটেছে। বাড্ডায় ঝুট ব্যবসা নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা হত্যা, জাতীয় শোক দিবসের দিন কুষ্টিয়ায় এক যুবলীগ নেতা হত্যা, চাঁদপুরের কচুয়ায় চাঁদার দাবিতে স্কুলের শিক্ষক ও ছাত্রীদের ওপর যুবলীগের হামলা, হাজারীবাগে ছাত্রলীগ নেতার এক কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। এর আগে মাগুরায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে মায়ের পেটে শিশু গুলিবিদ্ধ হওয়ার মতো ঘটনাও ঘটে।
দলীয় নেতা-কর্মীদের এ ধরনের অপরাধ প্রবণতায় ভাবমূর্তির সংকটে পড়েছে দলের শীর্ষ পর‌্যায়। পরিস্থিতি বিবেচনায় নিয়ে কঠোর অবস্থান নিয়েছে সরকার। গত সোমবার মন্ত্রিসভার বৈঠকের পরে এক অনির্ধারিত আলোচনায়ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপরাধী দলের হলেও ন্যূনতম কোনো সহানুভূতি দেখানো হবে না বলে জানিয়ে দেন। এরপরেই দুটি বন্দুকযুদ্ধের ঘটনা ঘটল। এর আগে এই সরকারের আমলে অনেকগুলো বন্দুকযুদ্ধের ঘটনা ঘটলেও দলের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া প াওয়া যায়নি। কিন্তু নিজ দলের দুই নেতা-কর্মী নিহত হওয়ার ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তারা প্রকাশ্যে এর বিরুদ্ধে বক্তব্য দিয়েছে।
হাজারীবাগ থানা আওয়ামী লীগের পক্ষ থেকে বিবৃতি দিয়ে এই ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানানো হয়েছে। এর সভাপতি ইলিয়াসুর রহমান ও সাধারণ সম্পাদক সাদেক হামিদ গতকাল এক বিবৃতিতে বলেছেন, আরজু মিয়াকে সামান্য অজুহাতে র‌্যা বের কথিত বন্দুকযুদ্ধে হত্যা করা হয়েছে। তাঁরা আরও বলেছেন, মেধাবী ছাত্রলীগ নেতা আরজু মিয়ার নামে কোনো থানায় কোনো মামলা ছিল না। ফলে এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। তাঁরা এই বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের তদন্ত চেয়েছেন।
জানতে চাইলে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, ‘অকালমৃত্যু কারও কাম্য নয়। শিশুহত্যার ঘটনায় আমরা শোকাহত। কিন্তু আগে-পরে আমরা যেটা দেখেছি, সে গণপিটুনির শিকার। চুরির অপরাধে সাধারণ আমজনতা তাকে গণপিটুনি দিয়েছে। দোষ পড়েছে ছাত্রলীগ নেতার ওপর। তারপরও সে যদি দোষী হয়ে থাকে, তবে তদন্তের মাধ্যমে যথাযোগ্য শাস্তি হওয়া উচিত। আমরাও সাংগঠনিক ব্যবস্থা নিতাম। কিন্তু বিচারবহির্ভূত এই হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’
তবে ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান প্রথম আলোকে বলেন, ‘এটা র‌্যা বের অতি বাড়াবাড়ি। রাজা গণধোলাইতে নিহত হয়েছে। এর বাইরে কিছু বলব না।’
আর ছাত্রলীগসহ দলীয় নেতা-কর্মীদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও অপরাধে জড়িয়ে পড়াসহ সামগ্রিক বিষয়ে জানতে চাইলে মন্ত্রী ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, ‘সরকার কঠোর অবস্থান নিয়েছে। অ্যাকশন শুরু হয়ে গেছে। খুব দ্রুত এই প্রবণতা কমে যাবে। ইতিমধ্যেই তারা বার্তা পেয়ে গেছে।’ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য আরও বলেন, ‘ছাত্রলীগকে নেতা নয়, কর্মী উৎপাদনের কারখানা হতে হবে। কেউ খারাপ কাজ করলে দল তাকে ছাড় দেবে না।’
এদিকে, আরজু মিয়ার নিহত হওয়ার খবর শুনে গতকাল বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিহতের বড় ভাই মাসুদ রানাসহ এক থেকে দেড় শ নেতা-কর্মী মর্গে আসেন। এ সময় গণমাধ্যমকর্মীরা তথ্য সংগ্রহে গেলে কয়েকজন খেপে ওঠেন। তাঁরা সংবাদকর্মীদের উদ্দেশে বলেন, ‘তোদের কারণেই আমাদের ভাইকে মরতে হলো।’
নিহতের সুরতহাল প্রতিবেদনে পুলিশ উল্লেখ করেছে, মঙ্গলবার ভোর সাড়ে চারটার সময় সিকদার মেডিকেল কলেজের পেছনে বড়াইখালী এলাকায় র‌্যা ব-২ সাতমসজিদ ক্যাম্পের একটি দলের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যান আরজু। তাঁর মাথায়, বুকে-পিঠে সাতটি গুলির চিহ্ন পাওয়া গেছে।
ক্রসফায়ারই মহৌষধ?
পরে নিহতের ভাই মাসুদ রানা বলেন, সোমবার সন্ধ্যার দিকে হাজারীবাগ পার্কের সামনে থেকে আরজুকে ধরে নিয়ে যায় র‌্যা ব। আবার রাত ১১টার পর তাঁর মা জয়তুন্নেসা (৬৫) ও বোন রেহানা আক্তারকে (৩৫) ধরে নিয়ে থানায় বসিয়ে রাখে হাজারীবাগ থানার পুলিশ। পুলিশ আরজুকে হাজির করার জন্য চাপ দেয়। পরে ভোর সাড়ে পাঁচটার দিকে সাদা কাগজে সই নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়। বাসায় ফিরেই তাঁরা আরজুর নিহত হওয়ার খবর পান।
নিহতের বোন রেহানা বলেন, তিনি ও তাঁর মা থানার পার্কিংয়ে আরজুর মোটরসাইকেলটি দেখতে পান। থানায় আরজু ছিলেন না। পুলিশ উল্টো তাঁদের কাছে আরজুর খোঁজ জানতে চায়।
তবে র‌্যা বের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খানের দাবি, সোমবার রাত সাড়ে ১১টার দিকে আরজুকে গ্রেপ্তার করে র‌্যা ব। এরপর তাঁকে নিয়ে র‌্যা ব-২-এর একটি টহল দল অভিযানে যাচ্ছিল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত আরজু মিয়াকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। র‌্যা বের সঙ্গে তাদের গোলাগুলি হয়। একপর‌্যায়ে আরজু মিয়াকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
নিহতের ভাই মাসুদ রানা বলেন, ‘আমার ভাই চোর না। তার বিরুদ্ধে আগের কোনো মামলা নেই, জিডিও নেই। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আরজু রাজনৈতিক প্রতিহিংসার শিকার।’ তিনি দাবি করেন, সিটি করপোরেশন নির্বাচনের বিরোধী পক্ষ তখন থেকে তাঁর ক্ষতি করার জন্য লেগে ছিল। এ ছাড়া ২০ দিন আগে হাজারীবাগ থানার পুলিশ নিরীহ কয়েকজন চায়ের দোকানদারকে ধরে নিয়ে যেতে চাইলে আরজু বাধা দেন। এ নিয়ে পুলিশের সঙ্গেও তাঁর দ্বন্দ্ব হয়। এসব নিয়ে কোনো পক্ষ আরজুকে হত্যা করিয়েছে বলে সন্দেহ মাসুদের।
মাসুদ রানা দাবি করেন, কিশোর রাজাকে মারেননি আরজু। উল্টো রাজার স্বজনেরাই তাঁকে ‘পরিবারের সুনাম নষ্ট করার’ অভিযোগে মারধর করেন। তিনি বলেন, ‘আমার ভাইয়ের চারটা মোবাইল ও একটি ল্যাপটপ নিয়ে গেছে। আর আমার ভাই যদি রাজাকে মেরেই থাকে, তাহলে পুলিশ তাঁকে ধরে নিয়ে যেত। জিজ্ঞাসাবাদ করত। তাঁকে এভাবে মরতে হলো কেন?’
দুই ভাই ও দুই বোনের মধ্যে আরজু সবার ছোট। আড়াই মাস আগে তাঁর বাবা মারা গেছেন। আরজু কবি নজরুল কলেজের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র ছিলেন।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাজা হত্যার ঘটনায় তাঁর বোন রেশমা বেগম বাদী হয়ে ১৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। এই মামলার প্রধান আসামি বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। তিনজন আসামি সোমবারই গ্রেপ্তার হয়েছেন। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মাগুরায় বন্দুকযুদ্ধ: মাগুরার ঘটনা নিয়ে পুলিশ অন্যান্য ‘বন্দুকযুদ্ধ’র মতোই একই ধরনের ঘটনার বিবরণ দিয়েছে বলে আমাদের মাগুরা প্রতিনিধি জানান। মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন রায় বলেন, গত সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে শহরের দোয়ারপাড়ে আল আমিন এতিমখানা সড়কে কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে বলে জানতে পারে পুলিশ। অভিযান চালাতে সেখানে পুলিশ গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশও পাল্টা গুলি করে। এ গুলিবিনিময়ের একপর‌্যায়ে আজিবর গুলিবিদ্ধ হয়ে মারা যান। ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে। ঘটনার সময় ছয় পুলিশ সদস্য আহত হন।
তবে পরিচয় প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী প্রথম আলোকে বলেন, মাগুরার শালিখা উপজেলার সীমাখালী বাজার বাসস্ট্যান্ড থেকে গত সোমবার বিকেল পাঁচটার দিকে আজিবরকে গ্রেপ্তার করে পুলিশ। একদল পুলিশ লোকজনের জটলার মধ্য থেকে আজিবরকে টেনেহিঁচড়ে তাঁদের গাড়িতে তুলে শালিখা থানার দিকে নিয়ে যায়। জেলা পুলিশের একাধিক সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে। তবে বিকেলে গ্রেপ্তারের কথা অস্বীকার করেছেন মাগুরার পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ।
পলাতক আসামি আজিবর শেখের পক্ষে ১৪ আগস্ট মাগুরা শহরে পোস্টার লাগানো হয়। ওই পোস্টারগুলো এক পক্ষ ছিঁড়ে তুলে ফেলে। পোস্টারের বাঁ পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের ছবি এবং ডান পাশে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখরের ছবি ছিল। পোস্টারে সবচেয়ে বড় ছবিটি ছিল আজিবর শেখের। পোস্টারের নিচের দিকে আজিবর ওই ঘটনা সম্পর্কে তাঁর কিছু বক্তব্য তুলে ধরেন। আজিবর দাবি করেন, তিনি ঘটনার সঙ্গে জড়িত নন। পোস্টারটি শহরের মানুষের মাঝে বেশ কৌতূহলের সৃষ্টি করেছিল। এর তিন দিনের মাথাতেই আজিবর নিহত হলেন।
আজিবরের লাশ মাগুরা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে গতকাল দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। নিহতের ছোট ভাই মাসুদ রানা প্রথম আলোকে বলেন, ‘আমার ভাই একজন ঠিকাদার ছিল। আওয়ামী লীগের রাজনীতি করত। কেউ বলতে পারবে না সে চাঁদাবাজি বা সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত ছিল। তার নামে আগে কোনো মামলাও নেই। ওই ঘটনার এক নম্বর আসামি সেন সুমন গ্রেপ্তার হইছে। আমার ভাই তো তিন নম্বর আসামি ছিল।’
আজিবরের বাবা আবদুল মালেক পক্ষাঘাতগ্রস্ত মুক্তিযোদ্ধা। আজিবরের বৃদ্ধ মা রূপবান বেগম প্রথম আলোকে বলেন, ‘আমার স্বামী দেশ স্বাধীন করে কী করল? ওই রাজনীতি করতি যাইয়েই তো আমার ছেলেডার জীবন গেল।’
আজিবরের স্ত্রী হুসনে আরা প্রথম আলোকে বলেন, ‘রাজনীতি আমাদের সব শেষ করে দেছে। আমি এখন নাবালক বাচ্চাদের নিয়ে কোথায় যাব।’ চার বছর ও আড়াই বছর বয়সী দুটি ছেলে রয়েছে এই দম্পতির।
তবে মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডু প্রথম আলোকে বলেন, সন্ত্রাসী কোনো দলের না। ওই ঘটনায় জড়িত কোনো সন্ত্রাসীর দায়ভার আওয়ামী লীগ নেবে না।
গত ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় কারিগরপাড়ায় ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলির সময় আট মাসের অন্তঃসত্ত্বা নাজমা খাতুন (৩৫) তলপেটে গুলিবিদ্ধ হন। মাগুরা সদর হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ওই গৃহবধূ গুলিবিদ্ধ কন্যাশিশুর জন্ম দেন। গুলি পেটের শিশুকে এফোঁড়-ওফোঁড় করে ফেলে। মা ও শিশু এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ওই ঘটনায় নাজমার চাচাশ্বশুর মমিন ভুঁইয়া (৬৫) মারা যান। নিহত মমিন ভুঁইয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাকি ইমামের চাচা।
আজিবর শেখের কথিত বন্দুকযুদ্ধে নিহতের ঘটনায় সুরাইয়ার বাবা বাচ্চু ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘এখন আর কেউ এমন ঘটনা ঘটাতে সাহস পাবে না।’
লম্পট ছেলেরা ছাত্রলীগ-যুবলীগ করছে : সমাজকল্যাণমন্ত্রী .

লম্পট ছেলেরা ছাত্রলীগ-যুবলীগ করছে : সমাজকল্যাণমন্ত্রী .

লম্পট ছেলেরা ছাত্রলীগ-যুবলীগ করছে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী। মঙ্গলবার সকালে বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় মন্ত্রী ছাত্রলীগের কঠোর সমালোচনা করে আরো বলেন, ‘আজকের ছাত্রলীগ-যুবলীগ লুটপাটের রাজনীতি করছে, নানা অপরাধমূলক কর্মকা- করছে। তারা ছাত্রলীগের মূল আদর্শ থেকে সরে এসেছে’। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউর রহমান, কেন্দ্রিয়
ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ধ্বংসের পথে যুবসমাজঃ বাংলাদেশে ইন্টারনেটে হিটের তালিকার শীর্ষে পর্ন সাইট

ধ্বংসের পথে যুবসমাজঃ বাংলাদেশে ইন্টারনেটে হিটের তালিকার শীর্ষে পর্ন সাইট

উঠতি বয়সের প্রজন্ম বিপথগামী হওয়ার অন্যতম মাধ্যম অ্যাডাল্ট ওয়েবসাইট বা পর্ন সাইট। অ্যাডাল্ট ওয়েবসাইট র‌্যাঙ্কিংয়ের দিক থেকে এগিয়ে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। ইন্টারনেটে এসব সাইটের কুফল সংক্রমক ব্যাধিতে রূপ নেয়ায় অন্যান্য দেশ তা প্রতিরোধে নানা ব্যবস্থা গ্রহণ করলেও বাংলাদেশে তা নিয়ন্ত্রণের এখনো কোনো ব্যবস্থা নেয়নি বিটিআরসি (বাংলাদেশ টেলিকমিনিউকেশন রেগুলেটরি কমিশন) । অন্যদিকে পার্শ্ববর্তী দেশ ভারতে টপ র‌্যঙ্কিংয়ের থাকা বেশ কয়েকটি পর্নগ্রাফিক সাইট বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। ক্রমান্বয়ে সবগুলো পর্ন সাইট নিষিদ্ধ করা হবে বলেও জানিয়েছে ভারত সরকার। তবে এ ঘোষণায় বেশ সমালোচনার মধ্যে পড়েছে কেন্দ্রীয় সরকার। মেধা বিকাশে সহায়ক অসংখ্য সাইটে ভিউয়ার কম হলেও অ্যাডাল্ট ওয়েবসাইট বা পর্ন সাইটের ভিউয়ারের পরিমাণ দেখে রীতিমতো আতকে ওঠার মতো। গত এক মাসের অ্যালেক্সা পরিসংখ্যানে দেখা গেছে, প্রতি দিনই গড়ে প্রায় ২৫টি অ্যাডাল্ট ওয়েবসাইট প্রথম সারির র‌্যাঙ্কিং তালিকায় থাকে। সর্বশেষ অনুসন্ধানে দেখা যায়, বুধবার
বাংলাদেশে অ্যালেক্সা পরিসংখ্যানে ১০০ সাইটের মধ্যে প্রথম ২৭টি সাইটই ছিল পর্ন সাইট। এ বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ভারতের মতো দেশে পর্নগ্রাফিক ওয়েবসাইট বন্ধ করার ঘোষণা দিয়েছে। এটি অবশ্যই ভালো উদ্যোগ। বাংলদেশের বর্তমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের আওতায় বিটিআরসি চাইলে এসব পর্নগ্রাফিক ওয়েবসাইট বন্ধ করতে পারে। পলক বলেন, আমরা ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট’ তৈরির খসড়া অনুমোদন করেছি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞ মোস্তফা জাব্বারকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি এ আইনের বিভিন্ন খুটিনাটি বিষয় নিয়ে কাজ করছেন। এদিকে এ বিষয়ে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) অসহায়ত্ব ওঠে এসেছে। কমিশনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পর্নগ্রাফিক ওয়েবসাইট বন্ধ করা- বিটিআরসির জন্য কঠিন কাজ। এই সাইটগুলো এক নামে বন্ধ করলে ভিন্ন নামে ভাইরাসের মতো সক্রামিত হতে থাকবে। ওই কর্মকর্তা আরো বলেন, বিটিআরসি তো ডিসিশন মেকার না। এসব সাইট সরকার চাইলে বন্ধ করতে পারে। সেক্ষেত্রে সরকার এই সব সাইট বন্ধ না করলে বিটিআরসি এগুলো বন্ধ করতে পারবে না। এদিকে পর্ন সাইটগুলোর ব্যাপক বিস্তার নিয়ে গভীর শঙ্কায় রয়েছেন দেশের অভিভাবক ও সমাজ বিজ্ঞানীরা। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের অধ্যাপক ড. নেহাল করিম বলেন, আমাদের উঠতি প্রজন্ম ছেলে মেয়েরা ঘরের দরজা বন্ধ করে এসব দেখলেও কারো কোন মাথা ব্যাথা নেই। শুধু উঠতি বয়সীই নয় যদি কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তিও যদি ঘরে বসে পর্ন সাইট দেখেন তাকে ঠেকানোর কোনো উপায় নেই। তিনি আরো বলেন, এই পর্ন দেখার ফলে তাতক্ষণিক দৃশ্যমান কোনো ক্ষতি মনে না হলেও জেনারেশন টু জেনারেশন এক ধরনের সামাজিক অবক্ষয় ঘটে। এর থেকে বাঁচার উপায় না পেয়ে ভারতের মতো দেশ পর্ন সাইটগুলো বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছেন। 
স্পর্শে শরীর গরম হলে সে যেই হক বিনা দিধায় শুতে রাজীঃ তাস্লিমা নাস্রিন ।

স্পর্শে শরীর গরম হলে সে যেই হক বিনা দিধায় শুতে রাজীঃ তাস্লিমা নাস্রিন ।

বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন দেশ থেকে নির্বাসিত হয়েছেন ২০ বছর আগে। এই ২০ বছর তিনি ইউরোপ, আমেরিকা, ভারতের নানা প্রান্তে, নানা শহরে থেকেছেন। কলকাতায় থাকার চেষ্টা করলেও পশ্চিমবঙ্গ সরকার তাকে থাকতে দিতে রাজি হয়নি। তসলিমা জানেন না তিনি আর কখনো দেশে ফিরতে পারবেন কি না।তবে তিনি যেখানেই থাকুক না কেন হৃদয়ে লালন করেন দেশকে।
তিনি সোশ্যাল মিডিয়ার তার বিতর্কিত কথাবার্তার মাধ্যমে সবসময়েই আলচনায় রয়েছেন।এবারও তার ব্যাতিক্রম নয়। আজ তিনি তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বলেন…
“আমি ততটা যুবতী নই যতটা ছিলাম আগে
কিন্তু তত তো বৃদ্ধা নই যত আমি হবো !
তোমার স্পর্শে যদি এ শরীর জাগে,
তুমি যে হও সে হও, কোনও দ্বিধা নেই, শোবো”
তিনি তার স্ট্যাটাসের মাধ্যমে সবার উদ্দেশ্যে বলতে চেয়েছেন তিনি এখনও বৃদ্ধা নন যতটা তিনি হবেন বা আছেন তিনি এখনও যুবতী আছেন যতটা আগে ছিলেন না । তিনি এও বলেছেন যে যে তাকে স্পর্শ করে তার শরীরে শিহরন জাগিয়ে তুলবে তিনি তার সাথেই শুতে রাজি.
পেশাদার যৌনকর্মীদের পাশাপাশি বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের মেয়েরাও জড়িয়ে পড়ছে দেহ ব্যবসায়।

পেশাদার যৌনকর্মীদের পাশাপাশি বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের মেয়েরাও জড়িয়ে পড়ছে দেহ ব্যবসায়।

পেশাদার যৌনকর্মীদের পাশাপাশি বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের মেয়েরাও জড়িয়ে পড়ছে দেহ ব্যবসায়। বিশেষ করে হোস্টেলে থাকা মেয়েদের অনেকে চাকচিক্যময় জীবনের প্রলোভনে পড়ে জড়াচ্ছেন ঘৃণ্য এ কাজে। আর অজুহাত হিসেবে ব্যবহার করছেন পেটের তাড়না বা জীবন নির্বাহের খরচ চালানোর দায়কে। এসব মেয়েদের বেশিরভাগের খদ্দের প্রতিষ্ঠিত ব্যবসায়ী বা উচ্চ পদস্থ সরকারি-বেসরকারি কর্মকর্তা। রাজধানী ঢাকার অন্ধকারের নানা দিক নিয়ে আরটিভি'র বিশেষ প্রতিবেদনের চতুর্থ পর্ব। ভিডিওটি আরটিভি হতে সংগৃহীত।
শুভ্রা মুখোপাধ্যায়ের শেষকৃত্য : প্রধানমন্ত্রী আজ দিল্লি যাচ্ছেন

শুভ্রা মুখোপাধ্যায়ের শেষকৃত্য : প্রধানমন্ত্রী আজ দিল্লি যাচ্ছেন

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সহধর্মিণী শুভ্রা মুখোপাধ্যায়ের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে আজ বুধবার সকালে দিল্লির উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম গতকাল এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে জানানো হয়, বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী প্রধানমন্ত্রীর সঙ্গে দিলি্ল যাবেন। শেষকৃত্য অনুষ্ঠান শেষে বুধবার (আজ) বিকেলেই প্রধানমন্ত্রী ঢাকায় ফিরবেন।
গতকাল সকালে শুভ্রা মুখোপাধ্যায় দিল্লির একটি হাসপাতালে মারা যান। তিনি অসুস্থ হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রণব মুখোপাধ্যায়কে টেলিফোন করে তাঁর স্বাস্থ্যের খোঁজ

নেন।
গ্রেপ্তারের সময়ে ক্রস ফায়ার হতেই পারে বল্লেন স্বরাষ্ট্রমন্ত্রী ।

গ্রেপ্তারের সময়ে ক্রস ফায়ার হতেই পারে বল্লেন স্বরাষ্ট্রমন্ত্রী ।

সচিবালয়ে নিজের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী নিজের মতো করে কাজ করছে। পুলিশকে আমরা সংযত রেখেছি। আসামি ধরতে গেলে ক্রসফায়ারের মতো দু’একটা ঘটনা ঘটতেই পারে।’
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংবাদিক নেতা শওকত মাহমুদকে গ্রেফতার, সাংবদিক প্রবীর সিকদারের বিরুদ্ধে মামলা এবং মাগুরায় অন্তঃসত্ত্বা নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত অজিবর শেখ ক্রসফায়ারে নিহত হওয়ার বিষয়ে সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাইলে মঙ্গলবার মন্ত্রী এসব কথা বলেন।

মামলার কারণে শওকত মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এছাড়া অন্যকোনো কারণ নেই। ’
সাংবাদিক প্রবীর সিকদারকে গ্রেপ্তারের ঘটনা মতপ্রকাশের স্বাধীনতায় বাধা হয়ে দাঁড়ায়নি এমন মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ তিনি অভিযোগ করেছেন পুলিশ তার জিডি নেয়নি। তবে তিনি পুলিশের আরো ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে পারতেন। লিখিত অভিযোগ করতে পারতেন।’
আর মাগুরায় ক্রসফায়ারের ঘটনা সম্পর্কে তিনি বলেন, ‘আসামি ধরতে গেলে এরকম দু’একটা ঘটনা
ঘটবেই। অপরাধী ধরার ক্ষেত্রে সরকারি দল বিরোধী দল কাউকে ছাড় দেওয়া হবে না।’