বুধবার, ২ সেপ্টেম্বর, ২০১৫

৩ নম্বর সংকেত জারি বৃষ্টি থামার সম্ভাবনা কম

মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকাসহ সারাদেশে থেমে থেকে বৃষ্টি হচ্ছে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বুধবার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে। সেখানে ১৭০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর রাজধানীতে বৃষ্টিপাত হয়েছে ৬৪ মিলিমিটার। বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত কিছুটা কমলেও তা একেবারেই থামবে না।

এদিকে, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৩ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ২৬ মিলিমিটার।

এ বিষয়ে আবহাওয়াবিদ আরিফ হোসেন সাংবাদিকদের বলেন, মৌসুমি বায়ু প্রভাবে দেশজুড়ে বৃষ্টিপাত হচ্ছে। আজ সারা দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সন্ধ্যার পর রাজধানীতে কিছুট কমতে পারে। বৃহস্পতিবার থেকে কিছুটা কমলেও তা একেবারে থেমে যাবে না।

গতকাল রাতে প্রবল বৃষ্টিপাতের কারণ রাজধানীর শেওড়াপাড়া, কাজীপাড়া, আসাদগেট, মতিঝিল, রামপুরা, শান্তিনগর, বাড্ডা, বারিধারাসহ বিভিন্ন এলাকায় চরম জলাবদ্ধার সৃষ্টি হয়েছে। কিছু কিছু এলাকায় হাটু থেকে কোমর সমান পানি জমে গেছে। এতে দুর্ভোগে পড়েছে রাজধানীবাসী।


SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: