পবিত্র হজের ঠিক প্রাক্কালে সৌদি আরবের মক্কার একটি হোটেলে সোমবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইয়েমেনের ৪ হজযাত্রী আহত হয়েছেন। তবে তাদের অবস্থা গুরুতর নয়। ১৫ তলাবিশিষ্ট হোটেলটির ১১ তলায় আগুন লাগার পর নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয় ১,৫০০ হজযাত্রীকে। সৌদি আরবের তথ্য মন্ত্রণালয়ের পরিচালক ও বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র কর্নেল আবদুল্লাহ আল-ওরাবি আল-হারথি এ তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, শর্ট-সার্কিটের কারণে আগুনের সূত্রপাত। আল-হারথি বলেন, স্থানীয় সময় ভোররাত ২টা ৪৫ মিনিটে ১৫ তলাবিশিষ্ট হোটেলটির ১১ তলায় আগুন লাগে। অগ্নিকাণ্ডের ঘটনায় বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। আগুন নেভানোর পর হজযাত্রীদের হোটেলে পাঠানো হয়। এদিকে সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী খালিদ আল-ফালিহ আরাফাতের স্বাস্থ্যকেন্দ্রগুলো পরিদর্শন করেছেন। তিনি বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ২৫ হাজার কর্মকর্তা-কর্মচারী সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে হজযাত্রীদের স্বাস্থসেবায় নিয়োজিত রয়েছেন। হজযাত্রীদের নিজেদের স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানানোর পাশাপাশি বাইরের খোলা খাবার না খাওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। উল্লেখ্য, বৃহস্পতিবারও মক্কা নগরীর আজিজিয়া এলাকার একটি হোটেলে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। ওই ঘটনায় দু’জন আহত হয়েছিলেন।