বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০১৫

সৌদি আরবে বিমান হামলায় মৃত্যু হল ২০ জন ভারতীয়ের

সৌদি আরবে বিমান হামলায় মৃত্যু হল ২০ জন ভারতীয়ের

 সৌদি আরবে বিমান হামলায় মৃত্যু হল ২০ জন ভারতীয়ের। জ্বালানি মাফিয়াদের উপর হামলা চালাতে গিয়ে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। মৃত্যু হয়েছে ২০ জন সাধারণ মানুষ ও মৎস্যজীবীর।
সোমবার একই হামলায় সানায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গত শুক্রবার থেকে চলছে এই বিমান হানা। গত শুক্রবারের বিমান হানা সবথেকে ভয়ঙ্কর ছিল বলে মনে করা হচ্ছে। তাতেই মৃত্যু হয়েছে ২০ জন ভারতীয়ের।
জানা গিয়েছে, দুটি নৌকাকে লক্ষ্য করে বিমান থেকে গুলি চলতে শুরু করে। আল খোখা নামে একটি বন্দরের কাছে এই ঘটনা ঘটে। এই বন্দর ভারতীয়রাই মূলত ব্যবহার করে বলে জানা গিয়েছে। প্রায় ১০,০০০ সেনা এই হামলায় যোগ দিয়েছে।

এবার পুরুষদের দাঁড়ি নিয়ে গবেষনা বিজ্ঞানীদের ।

এবার পুরুষদের দাঁড়ি নিয়ে গবেষনা বিজ্ঞানীদের ।

পুরুষদের দাড়ি রাখা নিয়ে বিভিন্ন ধর্মীয় বিধিবিধান থাকলেও বৈজ্ঞানিকভাবে এটি নিয়ে এখনো তেমন বিচার বিশ্লেষন লক্ষ করা যায়নি। সম্প্রতি এই দাড়ি নিয়ে গবেষণায় নামতে যাচ্ছেন ব্রিটেনের এক্সেটার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ্যালান ওয়াইদি।
 অধ্যাপক এ্যালান ওয়াইদি সংবাদ মাধ্যমকে বলেন, 'বিশ্বব্যাপী পুরুষদের ক্ষেত্রে দাড়ি রাখার প্রবণতা দিন দিন বেড়ে যাচ্ছে। আবার কমেও যাচ্ছে অনেক ক্ষেত্রে। দাড়ি নিয়ে মানব সমাজে নানা সংস্কৃতি বিদ্যমান রয়েছে। তাই আমার আগামী গবেষণার বিষয়বস্তু হবে দাড়ি। পাশাপাশি দাড়ির সাথে পুরুষত্ব এবং স্বাস্থ্যের সম্পর্ক এবং দাড়ি কামানোর প্রযুক্তিগত বিবর্তন সবই উঠে আসবে এ গবেষণায়।'
এর আগে দাড়ি নিয়ে সিডনির একদল গবেষক জরিপ চালান। জরিপে গবেষকরা দেখেন যে পুরুষদের মধ্যে দাড়ি রাখার প্রবণতা যখন তুমূলভাবে জনপ্রিয় হয়ে উঠে, ঠিক তার পরপরই আবার কমতে থাকে এর জনপ্রিয়তা। দাড়ি কম রাখার কারণ হিসবে গবেষকরা দেখিয়েছিলেন, অদেখা বিষয়ের প্রতি মানুষের আকর্ষণ বেশি লক্ষ করা যায়। যখন সমাজের বেশি সংখ্যক মানুষ দাড়ি রাখার প্রতি আগ্রহী হয় তখন মেয়েদের চোখে দাড়ি- না-রাখা লোকদেরকেই বেশি আকর্ষণীয় মনে হতে থাকে।
আবার ২০১৪ সালে অস্ট্রেলিয়ার গবেষকদের চালানো এক গবেষণা প্রতিবেদনে দেখানো হয়, দাড়িওয়ালা বা দাড়ি কামানো মুখ যখন যেটা সবচেয়ে কম দেখা যাবে সেটি তখন ততটাই জনপ্রিয় হবে। সুতরাং ২০১৪ সাল পর্যন্ত দাড়িওয়ালা মুখ জনপ্রিয় থাকলেও এখন আবার সেটিতে ভাটা পরতে শুরু করেছে।
দাড়ি নিয়ে এই সব মন্তব্যই ড. উয়াইদিকে দাড়ি নিয়ে গবেষণার প্রতি উৎসাহী করেছে। এটি নিয়ে উৎসাহের কারণ হিসবে তিনি আরো একটি বিষয়কে উল্লেখ করেন। সেটি হলো, অনেক আগে থেকেই কিছু মানুষের ধারণায় ছিল নোংড়া লোকেরাই দাড়ি রাখে এবং এটি একটি অস্বাস্থ্যকর অভ্যাস। ড. ওয়াইদির প্রশ্ন হলো, দাড়ি যদি এমনটিই হতো তাহলে যুগ যুগ ধরে দাড়ির প্রতি মানুষের এতো আগ্রহ চলে আসছে কেন। 
যুদ্ধবিধ্বস্ত সিরিয়াকে ত্রাণসহায়তা দেয়ার জন্য গ্রিসের আকাশসীমা এড়িয়ে যাবে রাশিয়া।

যুদ্ধবিধ্বস্ত সিরিয়াকে ত্রাণসহায়তা দেয়ার জন্য গ্রিসের আকাশসীমা এড়িয়ে যাবে রাশিয়া।

যুদ্ধবিধ্বস্ত সিরিয়াকে ত্রাণসহায়তা দেয়ার জন্য গ্রিসের আকাশসীমা এড়িয়ে যাবে রাশিয়া। গত রোববার আমেরিকা রুশ বিমানের জন্য গ্রিসের আকাশসীমা বন্ধ করে দিতে এথেন্সের প্রতি আহ্বান জানানোর পর মস্কো এমন পরিকল্পনা নিচ্ছে।  

নাম প্রকাশে অনিচ্ছুক গ্রিসের এক কর্মকর্তা জানান, সিরিয়া অভিমুখী মানবিক ত্রাণবাহী রুশ বিমানগুলো গ্রিসের পূর্বের আকাশসীমা ব্যবহার করবে। এর অর্থ হচ্ছে রুশ বিমানগুলোর জন্য আর গ্রিসের আকাশসীমা ব্যবহার করার দরকার হবে না।

রোববার গ্রিসে মার্কিন দূতাবাস দেশটির সরকারের কাছে দাবি জানিয়েছে, রাশিয়ার বিমানের জন্য গ্রিসের আকাশসীমা বন্ধ করে দেয়া হোক। তবে, গ্রিস সরকার এখনো এ আহ্বানে সাড়া দেয় নি। গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন আহ্বানের কথা স্বীকার করেছেন। মার্কিন ওই বক্তব্যের জবাবে রুশ সরকার সিরিয়ায় মানবিক সহায়তা অব্যাহত রাখার বিষয়ে বলেছে, তারা বিমানের জন্য বিকল্প রুট ব্যবহার করবে।

প্রচণ্ড মরুঝড়ে মধ্যপ্রাচ্য বিপর্যস্ত

প্রচণ্ড মরুঝড়ে মধ্যপ্রাচ্য বিপর্যস্ত

প্রচণ্ড মরুঝড়ে গতকাল মঙ্গলবার মধ্যপ্রাচ্য বিপর্যস্ত হয়েছে।
মরুঝড়ে লেবাননে দুই জন নিহত হয়েছে। আহত কয়েকশ’ মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুধু লেবানন নয়, মরুঝড় আঘাত হেনেছে পার্শ্ববর্তী দেশ সিরিয়াতেও। খবর রয়টার্সের। লেবাননের স্বাস্থ্য মন্ত্রী বলেছেন, মরুঝড়ের কারণে দুই জন নিহত হয়েছে। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে সাড়ে সাতশ’ রোগী। নারী, গর্ভবতী নারী, বয়স্ক এবং শিশুদের মরুঝড়ের মধ্যে বাইরে বেরোনোর ক্ষেত্রে সতর্ক করা হয়েছে। বিশেষ প্রয়োজন না হলে ঘরের মধ্যে অবস্থান করতে বলা হয়েছে।
মরুঝড়ের কারণে ইসরাইল, জর্ডান ও সাইপ্রাসে ধূলার মেঘ তৈরি হয়। ৫০০ মিটারের বেশি দূরের কোন কিছু না দেখতে পাওয়ার কারণে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের বিমান যাত্রা ব্যাহত হয়েছে। সাইপ্রাস আবহাওয়া দফতরের কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এর আগেও আমরা মরুঝড় দেখেছি তবে এতো বড় আগে কখনোই নয়। বছরের এই সময়ে এই ধরনের মরুঝড় খুবই বিরল ঘটনা।

তুরস্ক সৈকতের মর্মস্পর্শী দৃশ্য

তুরস্ক সৈকতের মর্মস্পর্শী দৃশ্য

তুরস্ক সৈকতের মর্মস্পর্শী দৃশ্য ফিরে এল মরক্কোর তটভূমিতে। সিরিয়ার তিন বছরের শরণার্থী আয়লান কুর্দির স্মরণে রাবাত বিচে উপুর হয়ে শুয়ে পড়লেন মানুষজন। যা আরোএকবার উস্কে দিল শরণার্থীদের সঙ্কট ও তাদের প্রতি বিদ্বেষের বাস্তব বিতর্ককে।
গত সপ্তাহে গোটা বিশ্বে তোলপাড় ফেলে দিয়েছে সমুদ্র সৈকতে সিরিয়ার শিশু আয়লান কুর্দির মৃতদেহ পড়ে থাকার মর্মস্পর্শী ছবি। দালাল চক্রের খপ্পরে পড়ে নৌকা করে ইউরোপের পথে যাত্রা করেছিলেন সিরিয়ার হাজার হাজার শরণার্থী। তখনই ডুবন্ত এক নৌকা থেকে বাবার হাত ফসকে অতল সমুদ্রে পড়ে যায় আয়লান ও তার পাঁচ বছরের ভাই।
পরের দিন তুরস্কের সমুদ্র সৈকতে লাল টি-শার্ট ও জিন্স পরা আয়লানের মৃতদেহ উদ্ধারের পর, সন্তানহারা বাবার হাহাকারে ডুকরে কেঁদে উঠেছিল বিশ্ববাসীও। সোশ্যাল মিডিয়ায় একরত্তি ওই শিশুর এমন পরিণতির ছবি উস্কে দিয়েছিল শরণার্থী বিতর্ককে।
সোমবার সেই বিতর্ককেই খুঁচিয়ে তুলে, মরক্কোর সৈকতে লাল টি-শার্ট ও নীল প্যান্ট পরে উপুর হয়ে শুয়ে পড়েন জনা তিরিশেক মানুষ। এক আশ্চর্য প্রতিবাদের মাধ্যমে বিশ্বকে আরও একবার মনে করিয়ে দেন সেই হৃদয়বিদারক দৃশ্যের কথা।
আয়লানের স্মরণে এই অভিনব উদ্যোগে সহযোগী ভূমিকা নেন মরক্কোর অভিনেত্রী ললিফা আহরার। তিনি বলেন, শিল্পী হিসেবে এই ঘটনায় প্রতিক্রিয়া জানানো আমার কর্তব্য। তাই আমার সহকর্মীদের নিয়ে এখানে এসেছি। একটা সামান্য ভঙ্গি যে কতটা ইঙ্গিতবাহী হতে পারে, সেটাই জানাতে চেয়েছি।