শনিবার, ২২ আগস্ট, ২০১৫

ভুটানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ দল

ভুটানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ দল


সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে ভুটানকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দল।
গ্রুপপর্বে ভুটান তাদের প্রথম ম্যাচে হেরেছিল স্বাগতিক নেপালের কাছে। ফলে আজ শনিবার গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচ জিতেই সেমিফাইনালের টিকিট পেল বাংলাদেশ।
খেলার প্রথামার্ধেই ২ গোল করে বাংলাদেশ। ৪১ মিনিটে রোহিত সরকার এবং ৪৪ মিনিটে মান্নাফ রাব্বি গোল দুটি করেন। এরপরে দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে বাংলাদেশের ফুটবলাররা। অবশ্য বেশ কয়েকটি সুযোগ কাজে লাগাতে পারেনি সাইফুল বারী টিটুর শিষ্যরা। ভুটানও বেশ কিছু সুযোগ কাজে লাগাতে পারেনি। ফলে দ্বিতীয়ার্থে উভয় দলই আর গোলের দেখা না পাওয়ায় বাংলাদেশ ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে।
উল্লেখ্য, আগামী ২৪ আগস্ট স্বাগতিক নেপালের বিপক্ষে গ্রুপ (এ-গ্রুপ) চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নামবে বাংলাদেশ। ২৭ আগস্ট টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ও ২৯ আগস্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
বিরল প্রজাতির সাদা তিমির দেখা মিলল অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে।

বিরল প্রজাতির সাদা তিমির দেখা মিলল অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে।


বিরল প্রজাতির সাদা তিমির দেখা মিলল অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে। এই গোল্ড কোস্ট থেকে অ্যান্টার্কটিকার দিকে উষ্ণ প্রবাহের সন্ধাবিরল প্রজাতির সাদা তিমির দেখা মিলল অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে। এই গোল্ড কোস্ট থেকে অ্যান্টার্কটিকার দিকে উষ্ণ প্রবাহের সন্ধানে ভেসে চলে ২৩,০০০ তিমি। তার মধ্যে এটাই একমাত্র অ্যালবিনো হাম্পব্যাক বলে মনে করছেন বিজ্ঞানীরা। এই ধরনের অ্যালবিনো তিমি মিগালু নামে পরিচিত। ১৯৯১ সালে প্রথম অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে দেখা মিলেছিল মিগালুর। যদিও, সি ওয়ার্ল্ড মেরিন সায়েন্সেসের ডিরেক্টর ট্রেভর লং জানিয়েছেন এই অ্যালবিনো স্তন্যপায়ী পরিচিত সন অফ মিগালু নামে। মিগালু দ্য হোয়েল টুইটার পেজ থেকে ছবি টুইট করে জানানো হয়েছে নিউজিল্যান্ডে দর্শন মেলা এই সাদা তিমির বয়স ৫ বছর। 
পুরুষ হয়ে জন্ম, টাকা খরচ করে হলেন নারী, অতপর সুপার মডেল অ্যামেলিয়া ! ভিডিও দেখুন ।

পুরুষ হয়ে জন্ম, টাকা খরচ করে হলেন নারী, অতপর সুপার মডেল অ্যামেলিয়া ! ভিডিও দেখুন ।

বাংলাদেশি মডেল। বয়স ২৩ বছর। জন্মগত ভাবে পুরুষ। লিঙ্গান্তর ঘটিয়ে নারী হয়েছেন। যদিও এখনো সর্বাংশে ‘নারী’ হননি। তবু স্বপ্ন দেখছেন মিস ওয়ার্ল্ড হওয়ার। অ্যামেলিয়ার বাবা মায়ের দেওয়া নাম ‘আদেশ’।
বর্তমান আছেন কানাডার টরেন্টোতে। পুরুষ থেকে নারীতে রুপান্তরের জন্য ইতোমধ্যে আট হাজার পাউন্ড খরচ করেছেন তিনি। এর মধ্যে স্তন স্থাপনে ৬ হাজার ও ত্বকের চুল দূরীকরণে দুই হাজার পাউন্ড খরচ হয়েছে।
তবে এখনো বাকি রয়েছে অ্যামেলিয়ার পূর্ণাঙ্গ লিঙ্গ স্থিরীকরণ অস্ত্রোপচার। পুরো বিষয়টিতে অ্যামেলিয়াকে সহযোগিতা করছেন তার ব্যক্তিগত ট্রেইনার ও বয়ফ্রেন্ড চার্লস দাবাক। দুজন এখন একসাথেই থাকছেন।
বুধবার অ্যামেলিয়াকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মেইল অনলাইন। অ্যামেলিয়ার জন্ম বাংলাদেশের একটি মুসলিম পরিবারে। পড়াশোনার জন্য কানাডায় গিয়েছেন ২০০৯ সালে। এখন সেখানে বিজনেস একাউন্টিং বিষয়ে পড়ছেন।
‘পূর্ণাঙ্গ নারী’ হওয়ার পথে থাকা অ্যামেলিয়া বর্তমানে মডেলিং করছেন। গত বছর টরেন্টোতে আবেদনময়ী পোশাকের একটি ফটোশ্যুট করেন অ্যামেলিয়া; যেটি স্থানীয় পত্রিকা দ্য টরেন্টো সান পত্রিকায় প্রকাশ হয়। মেইল অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে অ্যামেলিয়া বলেন, ‘বড় হতে হতে আমি অনুভব করলাম, আমার শারীরিক গঠন ঠিক নয়। আর লিঙ্গ পরিবর্তনের চিন্তা কখনো ছিল না।
তবে এখন ভাবি, যদি আমি স্রষ্টা এবং নিজের ওপর বিশ্বাস রাখি, আমার মনে থাকা যেকোনো কিছু আমি অর্জন করতে পারবো।’ কানাডাতে গিয়ে অ্যামেলিয়া সার্জারি এবং মেডিসিনের মাধ্যমে জন্ম লিঙ্গ পরিবর্তন করার বিষয়ে প্রথম জানতে পারেন। প্রথমে শরীরের বয়সের জন্য হরমোন কোর্স করেন তিনি। এর দুই মাস পর থেকে স্তন স্থাপনের কাজ শুরু করেন। তারপরই আট হাজার পাউন্ড ব্যয় করেন স্তন এবং ত্বকের চুল দূরীকরণে। বর্তমানে মডেলিং নিয়েই ব্যস্ততা তার।
চলতি বছর সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেবেন অ্যামেলিয়া। তার স্বপ্ন ‘মিস ওয়ার্ল্ড’ হবেন। ‘মিস ওয়ার্ল্ড হওয়াটা এখন আমার সবচেয়ে বড় স্বপ্ন।’ আর এ কাজে অ্যামেলিয়ার অনুপ্রেরণা কানাডার লিঙ্গান্তর ঘটানো মডেল জেনা তালাকোভা।
গত বছর কানাডায় মিস ইউনিভার্সে অংশ নেয়ার জন্য একটি আইনি লড়াইয়ে জয়ী হয়েছেন জেনা।
অ্যামেলিয়াকে নিয়ে তার বয়ফ্রেন্ড চার্লস বলেন, ‘আমি প্রথমে জানতাম না অ্যামেলিয়া ট্রান্সজেন্ডার। যখন । আমাকে সে বলল আমি স্বাভাবিকভাবে নিলাম। শুরুতে এটা কঠিন ছিল যখন সে রুপান্তরের প্রথম স্তরে ছিল। এখন আমাদের জন্য এটা কোনো ইস্যু নয়। আমি তাকে ভালোবাসি। আমি মানুষকে বলি আমরা স্পেশাল কাপল।
আমি আমার পরিবারের সাথেও তাকে পরিচয় করিয়ে দিয়েছি। তারাও খুশি। রুপান্তরের মাধ্যমে আসা এবং মডেলিংয়ে ক্যারিয়ার গড়াটা বিশাল ব্যপার।’ বাংলাদেশে থাকাকালীন অতীত নিয়ে অ্যামেলিয়া বলেন, ‘আমি সব সময় জানতাম আমি অন্যান্য ছেলে থেকে আলাদা। কিন্তু বাংলাদেশের মানুষ কেউ এ ধরনের বিষয় নিয়ে কথা বলে না। আমি বাড়িতে গেলে সব সময় মায়ের কাপড় পরতাম। মা বাইরে থাকলে তার মেকআপ ও ব্যবহার করতাম। এসব করতে ভালো লাগত। কিন্তু কখনো সাহস করতাম না। কারণ আমার বাবা-মা খুবই ধর্মীয় মনোভাবের। তাই আমার মনে হতো তারা কখনোই এমনটা গ্রহণ করবে না। মেয়েলী বিষয়ের কারণে স্কুলে অনেকেই আমাকে খেপাত। অনেক রাত আমি কেঁদেছি আমি যদি অন্যরকম হতাম!’
অ্যামেলিয়ার শারীরিক গঠনের বিষয়টি ধরা পড়ে একটি অপারেশনের মাধ্যমে। প্রথমে তার পরিবার বিষয়টি স্বাভাবিকভাবে না নিলেও পরবর্তীতে মেয়েকে কোনো বাঁধা দেননি। দেশের বাইরেও পড়তে গেছেন নিজের ইচ্ছাতেই। বর্তমান অবস্থা পরিবার কীভাবে নেবে তার জবাব দিতে গিয়ে অ্যামেলিয়া বলেন, ‘আমাকে স্তনসহ দেখলে প্রথমে তাদের খুব কষ্ট হবে। তবে আমি যেমনই হই না কেন, পরিবার আমাকে ভালোবাসে।’ নিজের সম্পর্কে অ্যামেলিয়ার মন্তব্য, ‘আমি মনে করি আমি সুন্দর একজন নারী। আর মানুষও আমাকে এজন্য মর্যাদা দেবে।

এ সময়ের সুপার হিট স্টার  মোশারফ করিমের শুভ জন্মদিন

এ সময়ের সুপার হিট স্টার মোশারফ করিমের শুভ জন্মদিন


বর্তমানে বাংলাদেশের ছোটপর্দার সবচেয়ে জনপ্রিয় অভিনেতা কে? এমন প্রশ্নটি করার সাথে সাথে ছেলে-বুড়ো-জোয়ান-গুড়ো সকলেই একবাক্যে উত্তর দিবেন মোশারফ করিম। হ্যাঁ মোশারফ করিম। সত্যি তিনি অসাধারণ একজন অভিনেতা। সকল চরিত্রেই সহজে ঢুকতে পারেন।

আজ ২২ আগস্ট। এই জনপ্রিয় অভিনেতার জন্মদিন। ১৯৭০ সালের আজকের দিনে এই অভিনেতা জন্মগ্রহন করেন। তার জন্মদিনে এমটিনিউজটুয়েন্টিফোর পরিবারের পক্ষ থেকে রইলো শুভেচ্ছা ও শুভ কামনা।

দর্শকপ্রিয়তা ও অসংখ্য পুরষ্কার বিজয়ী এই অভিনেতা নাটক ও টেলিফিল্মের পাশাপাশি তিনি বেশ কিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তার জনপ্রিয় চলচ্চিত্র ‘দারুচিনি দ্বীপ’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ ‘প্রজাপতি’, ‘টেলিভিশন’, ‘জালালের গল্প’।
ভেঙে পড়ল তাজমহলের অমূল্য ঝাড়বাতি

ভেঙে পড়ল তাজমহলের অমূল্য ঝাড়বাতি


হাজার টাকার ঝাড়বাতিটা একটা সময়ে সত্যিই নিমেষে রাতকে দিন করে দিত... কিন্তু সে বহু বছর আগের কথা। তবে বুধবার সেই দুর্মূল্য ঝাড়বাতিটি ভেঙে মাটিতে পড়ে গেছে! ঘটনাটি ঘটেছে বিশ্বের ৭টি আশ্চর্যের মধ্যে অন্যতম ১৭ শতকে তৈরি 'ভালোবাসার' তাজমহলে। তাজ মহলের প্রধান দরজায় লাগানো ৬০ কেজি ওজনের তামার ঝাড়বাতিটি বুধবার ভেঙে পড়ে যায়। ১৯০৫ সালে তাজ মহলকে এই অনন্য সুন্দর ঝাড়বাতিটি উপহার দেন লর্ড কার্জন। লম্বায় ৬ ফুট এবং চওড়ায় ৪ ফুটের এই ঝাড়বাতি তাজমহলের সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল। এ ব্যাপারে একটি তদন্ত কমিটি তৈরি করা হয়েছে আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার সুপারিনটেন্ডিং আর্কিওলজিস্ট ভুবন বিক্রম সিং-এর তত্ত্বাবধানে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে ক্ষয় হয়েছে ঝাড়বাতিতে। আর তার জন্যেই এই ঘটনা ঘটে। এক প্রত্যক্ষদর্শী, ট্যুরিস্ট গাইড বেদ গৌতম জানিয়েছেন, সৌভাগ্যবশত সেই সময়ে সেখানে কোনো পর্যটক উপস্থিত ছিলেন না। নইলে গুরুতর দুর্ঘটনা ঘটতে পারত। ভুবন বিক্রম সিং জানিয়েছেন, এই ঝাড়বাতিটি আবার লাগানো হবে কি না তা বলা যাবে এর বর্তমান অবস্থা এবং গঠন ভালো করে পরীক্ষা করার পর। - 
বছরে সাতবার বিয়ে করলেন যে বলিউড নায়িকা গিতা বাস্রা

বছরে সাতবার বিয়ে করলেন যে বলিউড নায়িকা গিতা বাস্রা


বলিউডের আবেদনময়ী তারকা গীতা বাস্রা। কাজ করেছেন হাতেগোনা কয়েকটি চলচ্চিত্রে। সবশেষ তাকে পুরো একটি রোলে দেখা গিয়েছিল ইমরান হাশমীর বিপরীতে ‌‘দ্য ট্রেন’ ছবিতে।

সম্প্রতি ভারতীয় ক্রিকেটার হরভজন সিং এর সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর গুঞ্জন ওঠে গীতাকে জড়িয়ে। হিন্দুস্তান টাইমসের রিপোর্ট তো আরো এক কাঠি সরেস। তারা বলছে, ভাজ্জির জন্য সাক্ষাৎ ভাগ্যদেবী হয়ে এসেছেন গীতা বাস্রা।তবে বেশ কিছুদিন ধরেই অভিনয় থেকে বাইরে তিনি। তাই বলে আলোচনার বাইরে কখনোই নন। প্রেম-রোমান্স নিয়ে রাখঢাক না রাখায় এ সময়ের বলিউডের হট আইটেম গীতা।
এমন প্রপাগান্ডার উত্তরে গীতা বলেন, ‘এগুলো নিয়ে এখন আর মাথা ঘামাচ্ছিনা আমি। এগুলো এখন আর আমাকে বিরক্তও করেনা।’
বরং তিনিও একটু রসিকতা করে ভারতীয় মিডিয়াকে ধন্যবাদ জানান গত বছর তাকে সাত বার বিয়ে দেওয়ার জন্য! এ বিষয়ে তিনি বলেন, ‘মিডিয়া অনেক কিছুই পারে। কিছু না ঘটলেও তারা লঙ্কাকাণ্ড ঘটিয়ে দিতে পারে। এই যেমন, বিয়ে একটাও করিনি আমি। তবু আমাকে তারা সাতবার সাতজনের সাথে সাতপাকে ঘুরিয়েছে। কী বলার আছে এ নিয়ে! আমি এসব উপভোগই করি।’
উল্লেখ্য শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে গীতা বাস্রা অভিনীত ‘সেকেন্ড হ্যান্ড হাজবেন্ড’। এ ছবির মাধ্যমেই আবারো বলিউডের প্রত্যাবর্তন হবে এই সুন্দরীর।
দাবানলের কারণে ওয়াশিংটন অঙ্গরাজ্যে জরুরী অবস্থা ঘোষণা

দাবানলের কারণে ওয়াশিংটন অঙ্গরাজ্যে জরুরী অবস্থা ঘোষণা


মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার দাবানলে ক্ষতিগ্রস্ত ওয়াশিংটন অঙ্গরাজ্যের জন্য জরুরী অবস্থা ঘোষণা করেছেন। এদিকে আমেরিকার খরাকবলিত পশ্চিমাঞ্চলে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের ক্রুদের সাহায্য করতে দমকল কর্মী পঠিয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
ওবামা উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যে ত্রাণ তৎপরতায় সহায়তার জন্য কেন্দ্রীয় তহবিল ছাড় করেছেন। এ অঙ্গরাজ্যে বেশ কয়েকটি দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং তিনজন দমকল কর্মী নিহত হয়েছে।
বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ১০ টি অঙ্গরাজ্যের ১৩ লাখ একর জমিতে বর্তমানে দাবানল ছড়িয়ে পড়েছে।
ন্যাশনাল ইন্টারেজেন্সি ফায়ার সেন্টার (এনআইএফসি) জানায়, ওয়াশিংটন ও পশ্চিমাঞ্চলের অন্যান্য অঙ্গরাজ্য থেকে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। দমকল কর্মীরা পশ্চিমাঞ্চলের দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন।
ওয়াশিংটনের উত্তর-মধ্যাঞ্চলে একসঙ্গে পাঁচটি দাবানল ছড়িয়ে পড়েছে যা বিশেষভাবে উদ্বেগের বিষয়ে পরিণত হয়েছে।
কিং টিভির খবরে বলা হয়েছে, ৫ হাজার ১শ’র বেশি বাড়িঘর হুমকির মুখে রয়েছে। বেশ কয়েকটি বাড়িঘর ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এনআইএফসি বলেছে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের দমকল কর্মীরা রোববার ইডাহো অঙ্গরাজ্যের বইসেতে এসে পৌঁছাবেন বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের যে কয়টি অঙ্গরাজ্যে সবচেয়ে ভয়াবহ আকারে দাবানল ছড়িয়ে পড়েছে তার মধ্যে ইডাহো অন্যতম। তবে ওয়াশিংটন, ওরেগন ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যেও দাবানল ভয়াবহ আকারে ছড়িয়েছে।
বুধবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রায় ৩০ হাজার দমকল ও সহায়তা কর্মী দাবানল নিয়ন্ত্রণে যোগ দিয়েছেন। কানাডা ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও দমকল কর্মীদের সহায়তা করতে ক্রু পঠিয়েছে।
আলোচনায় রাজি দুই কোরিয়া

আলোচনায় রাজি দুই কোরিয়া


চলমান উত্তেজনা এড়াতে দুই কোরিয়ার শীর্ষ নেতৃত্ব আলোচনায় বসতে রাজি হয়েছেন। আজ শনিবার সিউলে প্রেসিডেন্ট ভবনের বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা ইয়োনহাপ এ খবর জানিয়েছে। সংবাদে বলা হয়, সম্মুখ যুদ্ধ এড়াতে দক্ষিণ ও উত্তর কোরিয়ার শীর্ষ নেতৃত্ব আলোচনায় রাজি হয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার জাতিসংঘের সেনা কমান্ড (ইউএনসি) কোরীয় উপদ্বীপের বিবাদমান দুই অংশকে আলোচনায় বসার প্রস্তাব করে। ধারণা করা হচ্ছে, এ প্রস্তাবে সাড়া দিয়েই আলোচনায় বসছে সিউল ও পিয়ংইয়ং। 
উত্তপ্ত কোরীয় উপদ্বীপ: সর্বোচ্চ সতর্কাবস্থায় মার্কিন সেনা

উত্তপ্ত কোরীয় উপদ্বীপ: সর্বোচ্চ সতর্কাবস্থায় মার্কিন সেনা

উত্তপ্ত কোরীয় উপদ্বীপ: সর্বোচ্চ সতর্কাবস্থায় মার্কিন সেনা

যুদ্ধের হুমকি মোকাবেলায় দক্ষিণ কোরিয়ায় মোতায়েন মার্কিন সেনাদেরকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সম্প্রতি যুদ্ধের ঝুঁকি বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এ ব্যবস্থা নিয়েছে আমেরিকা।
গতকাল (শুক্রবার) উত্তর কোরিয়া তার দক্ষিণের প্রতিবেশীকে শনিবার বিকেলের মধ্যে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে উস্কানি ও সব ধরনের প্রচারণা বন্ধ করার কথা বলেছে। অন্যথায় সিউলকে যুদ্ধ মোকাবেলা করতে হবে বলে সতর্ক করা হয়েছে।

জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত অ্যান মিয়ং হুন নিউ ইয়র্কে সাংবাদিকদের বলেছেন, “যদি দক্ষিণ কোরিয়া আমাদের আহ্বানে সাড়া না দেয় তাহলে দেশটির বিরুদ্ধে সামরিক অভিযান এড়ানো সম্ভব হবে না এবং সে ব্যবস্থা হবে খুব কঠোর।”
উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যখন এমন সামরিক উত্তেজনা বিরাজ করছে তখন সিউলের সঙ্গে জোট বেধে সামরিক মহড়ায় নেমেছে আমেরিকা। অবশ্য, পরিস্থিতি বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার মহো বন্ধ রাখা হয় তবে গতকাল তা আবার শুরু হয়েছে। উত্তর কোরিয়াকে শত্রু দেশ হিসেবে বিবেচনা করে সর্বাত্মক অভিযান মোকাবেলার মহড়া চালাচ্ছে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার সেনারা। পিয়ংইয়ং একে চরম উস্কানিমূলক তৎপরতা বলে উল্লেখ করেছে। কোরীয় উপদ্বীপের এ সামরিক উত্তেজনায় আমেরিকা খুবই উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক মার্কিন সহকারী প্রতিরক্ষামন্ত্রী ডেভিড শেয়ার।
সময়ের তাজা কাহিনী:(The fresh news):: বাংলাদশী মেয়ে সাবানার শতাধিক পুরূষের সঙ্গে শারীরিক...

সময়ের তাজা কাহিনী:(The fresh news):: বাংলাদশী মেয়ে সাবানার শতাধিক পুরূষের সঙ্গে শারীরিক...

সময়ের তাজা কাহিনী:(The fresh news):: বাংলাদশী মেয়ে সাবানার শতাধিক পুরূষের সঙ্গে শারীরিক...: বাংলাদশী মেয়ে সাবানার শতাধিক পুরুষের সঙ্গে যৌন মিলন!! এই খবরে রীতিমত তোলপাড় শুরু হয়ে গেছে ফেসবুকে । এছাড়া বিভিন্ন পত্রপত্রিকায়  দেখা যাচ...
 হিটলারের রহস্যময় খোঁজ মিলছে

হিটলারের রহস্যময় খোঁজ মিলছে

সময়ের তাজা কাহিনী:(The fresh news):: সময়ের তাজা কাহিনী:(The fresh news):: হিটলারের রহস্...: সময়ের তাজা কাহিনী:(The fresh news):: হিটলারের রহস্যময় ট্রেনের খোঁজ মিলেছে : মুখপাত্র মারিয়া তুকারাস্কা এবিষয়ে বলেন, ‘বন্দুক বোঝাই একটি ট্রেন...
বাংলাদশী মেয়ে সাবানার শতাধিক পুরূষের সঙ্গে শারীরিক সম্পর্ক, মিডিয়ায় তোলপাড়!

বাংলাদশী মেয়ে সাবানার শতাধিক পুরূষের সঙ্গে শারীরিক সম্পর্ক, মিডিয়ায় তোলপাড়!

বাংলাদশী মেয়ে সাবানার শতাধিক পুরুষের সঙ্গে যৌন মিলন!! এই খবরে রীতিমত তোলপাড় শুরু হয়ে গেছে ফেসবুকে । এছাড়া বিভিন্ন পত্রপত্রিকায় 
দেখা যাচ্ছে এই মেয়েকে নিয়ে বিশাল খবর প্রকাশ করছে। মেয়েটি নিজেই স্বীকার করেছেন তিনি শতাধিক পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করেছেন। বিস্তারিত শুনুন ঐ মেইয়েটির মুখ থেকেই ভিডিওতে… 
সময়ের তাজা কাহিনী:(The fresh news):: হিটলারের রহস্যময় ট্রেনের খোঁজ মিলেছে

সময়ের তাজা কাহিনী:(The fresh news):: হিটলারের রহস্যময় ট্রেনের খোঁজ মিলেছে

সময়ের তাজা কাহিনী:(The fresh news):: হিটলারের রহস্যময় ট্রেনের খোঁজ মিলেছে: মুখপাত্র মারিয়া তুকারাস্কা এবিষয়ে বলেন, ‘বন্দুক বোঝাই একটি ট্রেনের কথা আমরা জানি। আমরা নিশ্চিত না হলেও জানি যে ট্রেনের ভেতর বন্দুক ...
হিটলারের রহস্যময় ট্রেনের খোঁজ মিলেছে

হিটলারের রহস্যময় ট্রেনের খোঁজ মিলেছে


মুখপাত্র মারিয়া তুকারাস্কা এবিষয়ে বলেন, ‘বন্দুক বোঝাই একটি ট্রেনের কথা আমরা জানি। আমরা নিশ্চিত না হলেও জানি যে ট্রেনের ভেতর বন্দুক ছাড়াও অন্যান্য অনেক মূল্যবান পদার্থ আছে। এমনকি ওই টানেলের মাঝে মিথেন গ্যাসও জমে আছে। পুরো এলাকার মানুষের নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে এবং এই ব্যাপারটিকে আমরা অবহেলা করতে পারি না মোটেও।’
ধারণা করা হয় ১৯৪০ সালের দিকে নাৎসীরা তাদের লুটকৃত মালামালের বৃহদাংশ বেশ কয়েটি ট্রেনে করে বিভিন্ন স্থানে পাচার করেছিল। এই পাচারের কাজে ব্যবহৃত ট্রেনগুলোর অনেকগুলোই রাজধানী বার্লিনে ফিরে আসতে পেরেছিল। কিন্তু কিছু ট্রেন ফিরে আসেনি এবং এই ফিরে না আসা ট্রেনগুলোর মধ্যে অন্যতম হলো পোল্যান্ডে প্রাপ্ত এই ট্রেনটি। তবে তৎকালীন সময়ে ব্রিটিশ এবং মার্কিন বাহিনী দাবি করেছিল যে, স্বর্ণবোঝাই ট্রেনটি মূলত রাশান সেনাবাহিনী দখল করে নিয়েছিল। যদিও যুদ্ধের এতগুলো বছর পর সত্যি ঘটনা উদঘাটিত হলো।
যে দুই ব্যক্তি এই ট্রেনের খবর জানেন বলে চিঠি পাঠিয়েছিলেন তাদের মধ্যে একজন পোলিশ এবং অন্যজন জার্মান। তারা মোট সম্পদের দশ শতাংশ দাবি করলেও, নিজেদের পরিচয় প্রকাশে অনিচ্ছুক তারা। তাদের ভাষ্যমতে, ট্রেনটি ছিল প্রায় দেড়শ মিটার লম্বা। তবে ওই দুই ব্যক্তিকে তাদের দেয়া তথ্যের ব্যাপারে শতভাগ নিশ্চিত হওয়ার কথা জানিয়েছেন মুখপাত্র মারিয়া। বর্তমানে পোলিশ সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্যরা যৌথভাবে ট্রেনটি উদ্ধারের কাজ চালাচ্ছে। ধারণা করা হচ্ছে এই ট্রেনটির ভেতরই রয়েছে ৩০০ টন স্বর্ণ, মূল্যবান পাথর ও বিপুল পরিমান অস্ত্র।
আড়াইটার পর উত্তর ও দক্ষিণ কোরিয়ার হামলা

আড়াইটার পর উত্তর ও দক্ষিণ কোরিয়ার হামলা


গত বৃহস্পতিবার কোরিয়া সীমান্তে দুই দেশের মধ্যে গুলিবিনিময় হয়েছে। এ ঘটনার পর দুই কোরিয়া সীমান্তে বিপুলসংখ্যক সেনাসদস্য মোতায়েন করেছে। ফলে যেকোনো সময় দুই দেশের মধ্যে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা সৃষ্টি হয়েছে।
সীমান্ত এলাকায় পিয়ংইয়ং বিরোধী প্রচারণা বন্ধে দক্ষিণ কোরিয়াকে শনিবার স্থানীয় সময় বিকেল ৫টা (বাংলাদেশ সময় দুপুর আড়ইটা) পর্যন্ত সময় দিয়েছে উত্তর কোরিয়া। দেশটি জানিয়েছে, এ সময়ের মধ্যে যদি দক্ষিণ কোরিয়া সীমান্তে লাউড স্পিকারে উত্তর কোরিয়াবিরোধী প্রচারণা বন্ধ না করে, তাহলে সিউলকে হামলার মাধ্যমে জবাব দেওয়া হবে।
বে দক্ষিণ কোরিয়া জানিয়েছে, তারা সীমান্তে লাউড স্পিকারে প্রচারণা বন্ধ করবে না। খবর বিবিসি, সিএনএন, আলজাজিরা ও নিউইয়র্ক টাইমসের । 
গুলিবিনিময় শুরুর জন্য উত্তর কোরিয়াকে দায়ী করে স্থানীয় বাসিন্দা ও নিজ সেনাবাহিনীর মনোবল চাঙা করতে দক্ষিণ কোরিয়া ওই এলাকায় প্রচারণা চালাচ্ছে। তবে এ প্রচারণার তীব্র বিরোধিতা করে আজ শনিবার বাংলাদেশ সময় আড়াইটার মধ্যে তা বন্ধে সময়সীমা বেঁধে দিয়েছে উত্তর কোরিয়া। তা না হলে দক্ষিণ কোরিয়ায় হামলা চালানোর হুমকি দিয়েছে দেশটি।
শনিবার সকালে উত্তরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়াকে সতর্ক করে দিয়ে বলেছে, ‘অবস্থা যুদ্ধের দ্বারপ্রান্তে চলে গেছে, যা নিয়ন্ত্রণ এখন খুবই কঠিন। উত্তর কোরিয়া শুধু দক্ষিণের উসকানির জবাব দেওয়ার জন্যই নয়, দেশের জনগণ যে ব্যবস্থা পছন্দ করে তার জন্যও সর্বাত্মক যুদ্ধে প্রস্তুত।’
জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত অ্যান মিয়ং হুন সাংবাদিকদের বলেছেন, ‘দক্ষিণ কোরিয়া যদি আমাদের আলটিমেটামে সাড়া না দেয়, তাহলে সেখানে সামরিক হামলা অবধারিত এবং তা খুবই জোরালো হবে।’
উত্তর কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, দেশের সর্বোচ্চ নেতা কিম জং-উনের ইচ্ছা ও শনিবারের ডেডলাইনকে সামনে রেখে তাদের প্রথম সারির সেনাসদস্যরা পূর্ণ যুদ্ধের প্রস্তুতি নিয়ে সীমান্তে অবস্থান করছে।
তবে উত্তরের হুমকিতে দক্ষিণ কোরিয়া বিচলিত নয় বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, দেশের জনগণের নিরাপত্তাকে তারা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্কি জিউন-হাই সামরিক পোশাক পরিহিত অবস্থায় শুক্রবার সিউলের দক্ষিণে থার্ড আর্মি কর্পস পরিদর্শন করে উত্তর কোরিয়ার উসকানিতে ‘তাৎক্ষণিক উপযুক্ত’ জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন। তার সরকার জানিয়েছে, লাউড স্পিকার বন্ধের কোনো অভিপ্রায়ই তাদের নেই।
সীমান্তের পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী হান মিন-কু। তবে তিনি দেশের মানুষকে স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
সময়ের তাজা কাহিনী:(The fresh stories):: মিয়ানমার থেকে ট্রলারযোগে আসছে কোরবানির গরু-মহিষ

সময়ের তাজা কাহিনী:(The fresh stories):: মিয়ানমার থেকে ট্রলারযোগে আসছে কোরবানির গরু-মহিষ

সময়ের তাজা কাহিনী:(The fresh stories):: মিয়ানমার থেকে ট্রলারযোগে আসছে কোরবানির গরু-মহিষ: টেকনাফ শাহপরী রদ্বীপ করিডোর দিয়ে একদিনে চার শতাধিক গবাদি পশু আমদানি করা হয়েছে। কোরবানি ঈদকে সামনে রেখে মিয়ানমার থেকে ট্রলারযোগে এসব গবাদি ...
 মিয়ানমার থেকে ট্রলারযোগে আসছে কোরবানির গরু-মহিষ

মিয়ানমার থেকে ট্রলারযোগে আসছে কোরবানির গরু-মহিষ

টেকনাফ শাহপরীরদ্বীপ করিডোর দিয়ে একদিনে চার শতাধিক গবাদি পশু আমদানি করা হয়েছে। কোরবানি ঈদকে সামনে রেখে মিয়ানমার থেকে ট্রলারযোগে এসব গবাদি পশু আমদানি করা হয়। এ আমদানির ফলে কোরবানি ঈদে জেলায় পশুর চাহিদা অনেকটা পূরণ করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্রে জানা যায়, বুধবার সকালে মিয়ানমার থেকে কয়েকটি ট্রলারে প্রায় চার শতাধিক গবাদি পশু আমদানি করা হয়েছে। আমদানি করা গবাদি পশু থেকে গত বুধবার অর্ধেক রাজস্ব প্রদান করা হয়। এতে সরকার এক লাখ টাকার মতো রাজস্ব পেয়েছে। তাছাড়া বৃহস্পতিবার অন্য গবাদি পশুর রাজস্ব আদায় করা হবে বলে জানা গেছে। আমদানিকৃত প্রতি গরু-মহিষ থেকে ৫শ টাকা হারে রাজস্ব আদায় করা হয়।

বুধবার গবাদি পশু ব্যবসায়ী সাবরাং নয়াপাড়ার মো. শরীফ ৯৮টি গরু, টেকনাফ পৌরসভার মো. শফিক ১৮০টি, সদরের চান মিয়া ৪৯টি, শাহপরীরদ্বীপের ইসমাইল ৩০টি, আব্দু শুক্কুর ১৬টি, মো. আলম ১৮টি গরু মহিষ আমদানি করেছে বলে জানা গেছে।

করিডোর ব্যবসায়ী মো. শরীফ জানান, কোরবানির ঈদকে সামনে রেখে মিয়ানমার থেকে গবাদি পশু আমদানি করা হচ্ছে। তবে তা গত বছরের তুলনায় কম। তাদের অভিযোগ মিয়ানমার থেকে পশু আমদানি করা হলেও করিডোরে নেই কোনো ব্যাংক ও কাস্টম ব্যবস্থা। তাছাড়া পশু রাখার কোনো সুব্যবস্থাও নেই। গবাদি পশু আমদানিতে নানা প্রতিবন্ধকতা রয়েছে। এত কিছুর পরও জীবনের ঝুঁকি নিয়ে পশু ব্যবসা চালাচ্ছেন তারা।
 
তিনি আরো জানান, গত তিন বছর ধরে বাঁধ ভেঙে সাগরের পানি প্রবেশ করে শাহপরীরদ্বীপ সড়ক বিছিন্ন রয়েছে। ফলে আমাদের যাতায়াত ও পশু পারাপারে ব্যাপক সমস্যা সৃষ্টি হচ্ছে। তাই আপাতত কোরবানির ঈদ পর্যন্ত শাহপরীরদ্বীপ করিডোরে অস্থায়ী ব্যাংক ও কাস্টমের শাখা ব্যবস্থা করা গেলে ব্যবসায়ীদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।

টেকনাফ শুল্ক স্টেশনের কাস্টম সুপার হুমায়ুন কবির জানান, কোরবানির ঈদকে সামনে রেখে করিডোরে ব্যবসায়ীরা গবাদি পশু আমদানি শুরু করেছে। এ আমদানি প্রতিবছর সরকারি রাজস্ব প্রাপ্তিতে বড় ভূমিকা রাখছে। তাই গবাদি পশু আমদানিতে ব্যবসায়ীদের আরো বেশি এগিয়ে আশার আহ্বান জানান তিনি।

উত্তর কোরিয়া তাদের বিরুদ্ধে প্রচারণা বন্ধের জন্য ৪৮ ঘণ্টা সময় দিয়েছে দক্ষিণ কোরিয়াকে।

উত্তর কোরিয়া তাদের বিরুদ্ধে প্রচারণা বন্ধের জন্য ৪৮ ঘণ্টা সময় দিয়েছে দক্ষিণ কোরিয়াকে।

উত্তর কোরিয়া তাদের বিরুদ্ধে প্রচারণা বন্ধের জন্য ৪৮ ঘণ্টা সময় দিয়েছে দক্ষিণ কোরিয়াকে। সীমান্তে লাউড স্পিকার বাজিয়ে নির্ধারিত সময়ের মধ্যে  প্রচারণা বন্ধ না হলে উত্তর কোরিয়া সামরিক পদক্ষেপ নেবে বলেও হুমকি দিয়েছে।
দক্ষিণ কোরিয়া বলেছে, তাদের লাউড স্পিকার লক্ষ্য করে উত্তর কোরিয়া রকেট ছোড়ার পর তারাও উত্তর কোরিয়ায় গোলা ছুড়েছে।

এমাসের গোঁড়ার দিকে সীমান্তে টহলদানকারী দুইজন দক্ষিণকোরীয় সৈন্য মাইনে আহত হওয়ার পর দক্ষিণ কোরিয়া লাউডস্পিকারে আবার প্রচারণা শুরু করে। ওই এলাকায় মাইন পাতার অভিযোগ উত্তর কোরিয়া অস্বীকার করেছে।
দুই কোরিয়ার পশ্চিমাঞ্চলীয় সমুদ্র সীমা বরাবর আগেও বহুবার উত্তেজনা ছড়িয়েছিল। 
উত্তর কোরিয়ার দিক থেকে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার এক সামরিক ইউনিট লক্ষ্য করে গোলা নিক্ষেপ করা হয়।
এরপর দক্ষিণ কোরিয়াও পাল্টা গোলাবর্ষণ করে এর জবাব দেয়। এই সর্বশেষ দফা গোলাগুলির পর দুই দেশের সীমান্তে উত্তেজনা আরও বেড়েছে। উত্তর কোরিয়া এই বলে তার প্রতিবেশীকে হুঁশিয়ার করে দিয়েছে যে, লাউডস্পিকারে তাদের বিরুদ্ধে প্রচারণা বন্ধ করা না হলে তারা সামরিক ব্যবস্থা নেবে ।
দক্ষিণ কোরিয়া তার পশ্চিম সীমান্তের একটি অঞ্চল থেকে বেসামরিক নাগরিকদের সরে যেতে বলেছে। দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিল জরুরি বৈঠকও ডেকেছে ।
ছয় দশকেরও বেশি সময় ধরে দুই কোরিয়ার মধ্যে যুদ্ধাবস্থা চলছে, ১৯৫৩ সালে যুদ্ধ শেষ হলেও দুই দেশের মধ্যে কোন শান্তি চুক্তি এ পর্যন্ত হয়নি । সাম্প্রতিক বছরগুলোতে বহুবার দুই দেশের মধ্যে সীমান্তে গোলাগুলি হয়েছে।-বিবিসি।সীমান্তে লাউড স্পিকার বাজিয়ে নির্ধারিত সময়ের মধ্যে  প্রচারণা বন্ধ না হলে উত্তর কোরিয়া সামরিক পদক্ষেপ নেবে বলেও হুমকি দিয়েছে।
দক্ষিণ কোরিয়া বলেছে, তাদের লাউড স্পিকার লক্ষ্য করে উত্তর কোরিয়া রকেট ছোড়ার পর তারাও উত্তর কোরিয়ায় গোলা ছুড়েছে।

এমাসের গোঁড়ার দিকে সীমান্তে টহলদানকারী দুইজন দক্ষিণকোরীয় সৈন্য মাইনে আহত হওয়ার পর দক্ষিণ কোরিয়া লাউডস্পিকারে আবার প্রচারণা শুরু করে। ওই এলাকায় মাইন পাতার অভিযোগ উত্তর কোরিয়া অস্বীকার করেছে।
দুই কোরিয়ার পশ্চিমাঞ্চলীয় সমুদ্র সীমা বরাবর আগেও বহুবার উত্তেজনা ছড়িয়েছিল। 
উত্তর কোরিয়ার দিক থেকে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার এক সামরিক ইউনিট লক্ষ্য করে গোলা নিক্ষেপ করা হয়।
এরপর দক্ষিণ কোরিয়াও পাল্টা গোলাবর্ষণ করে এর জবাব দেয়। এই সর্বশেষ দফা গোলাগুলির পর দুই দেশের সীমান্তে উত্তেজনা আরও বেড়েছে। উত্তর কোরিয়া এই বলে তার প্রতিবেশীকে হুঁশিয়ার করে দিয়েছে যে, লাউডস্পিকারে তাদের বিরুদ্ধে প্রচারণা বন্ধ করা না হলে তারা সামরিক ব্যবস্থা নেবে ।
দক্ষিণ কোরিয়া তার পশ্চিম সীমান্তের একটি অঞ্চল থেকে বেসামরিক নাগরিকদের সরে যেতে বলেছে। দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিল জরুরি বৈঠকও ডেকেছে ।
ছয় দশকেরও বেশি সময় ধরে দুই কোরিয়ার মধ্যে যুদ্ধাবস্থা চলছে, ১৯৫৩ সালে যুদ্ধ শেষ হলেও দুই দেশের মধ্যে কোন শান্তি চুক্তি এ পর্যন্ত হয়নি । সাম্প্রতিক বছরগুলোতে বহুবার দুই দেশের মধ্যে সীমান্তে গোলাগুলি হয়েছে।-বিবিসি।
বরিশালে ছাত্রকে অপহরণ করে জোরপূর্বক বিয়ে করলো তরুণী!

বরিশালে ছাত্রকে অপহরণ করে জোরপূর্বক বিয়ে করলো তরুণী!

প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক কলেজ ছাত্রকে অপহরণের পর জোরপূর্বক বিয়ে করেছে তরুণী। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বরিশালের আদালতে এ ব্যাপারে মামলা হয়েছে।
সোমবার মামলাটি করেছেন কলেজ ছাত্রের বাবা আলাউদ্দিন খান। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার ব্রামনদিয়া গ্রামের বাসিন্দা।
মামলায় একই গ্রামের নূর মোহাম্মদ আকনের মেয়ে মোনালিসা আক্তার নিপা ও স্ত্রী খাদিজা বেগমকে আসামি করা হয়েছে।
অভিযোগ গ্রহণ করে বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক ও অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল কবির।
মামলার বাদী আলাউদ্দিন খান জানান, তার ছেলে রফিকুল ইসলাম বাবুগঞ্জ শের-ই বাংলা ডিগ্রি কলেজের শেষ বর্ষের ছাত্র। তাকে একাধিকবার প্রেমের প্রস্তাব দেয় একই এলাকার নূর মোহাম্মদ আকনের মেয়ে মোনালিসা আক্তার নিপা।
শেষ পর্যন্ত নিপাকে বিয়ে করার জন্য রফিকুলকে প্রস্তাব দেয় নূর মোহাম্মদ আকনের স্ত্রী ও নিপার মা খাদিজা বেগম। কিন্তু রফিকুল তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয় তারা।
এ ঘটনার জের ধরে গত ১২ জুলাই বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস স্ট্যান্ড এলাকা থেকে লোকজন নিয়ে রফিকুলকে অপহরণ করে খাদিজা বেগম ও নিপা।
পরে তাকে একটি কক্ষে আটকে রেখে মারধর করে এবং জোরপূর্বক বিয়ের রেজিস্ট্রারে স্বাক্ষর নেয় বলে অভিযোগ করা হয়েছে।