আবারো সাংবাদিকদের হুমকি দিলেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। খুব সতর্কতার সঙ্গে লেখালেখি করার নির্দেশ দিয়ে তিনি বলেন, একজন রিপোর্টার দিয়ে মিথ্যা করে মন্ত্রীর বিরুদ্ধে যা ইচ্ছা তাই লিখে যাবেন, আর আপনাদের ছেড়ে দেবে মন্ত্রী সে কথা ভাববেন না।’
বুধবার বিকেলে নরসিংদী সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসন ও সমাজসেবা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এভাবে হুমকি দেন।
ফেসবুক আর অনলাইন নিউজপোর্টাল নিয়ে ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘ইদা
নিংকালে আর একটা হইছে, কী বলে অনলাইন আর ফেসবুক। যার যা ইচ্ছে তাই আপনারা...এমনকি চরম ইতরামিও করা হচ্ছে। এর জন্যই তথ্য প্রযুক্তি আইন আসছে। শুধু আসছে না অনেকের জীবন বিপন্ন হবে। সায়সম্পত্তি বাজেয়াপ্ত হবে।’
সাংবাদিকদের হুঁশিয়ার করে মন্ত্রী বলেন, ‘খুব সতর্কতা নিয়ে লেখালেখি করবেন। এ ব্যাপারে নিজেরা সচেতন হবেন এবং হুঁশিয়ার থাকবেন।’
রানা প্লাজার ঘটনা প্রকাশের মাধ্যমে মিডিয়াকে একতরফা দোষ দিয়ে বলেন, তারা বাংলাদেশকে বিশ্বের কাছে হেয় প্রতিপন্ন করেছে। বার বার টেলিভিশনে খবর প্রকাশের জন্য অ্যামেরিকা কোটা সিস্টেম তুলে নিয়েছে।’ সাংবাদিকদের দেশাত্ববোধ নিয়ে প্রশ্ন তুলে মন্ত্রী বলেন, তাদের মধ্যে দেশাত্ববোধ থাকলে এমনটি করা সম্ভব হতো না।’
নরসিংদীর জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্ম-সচিবসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়া কর্মীরা।