২৮ আগষ্ট- আগামী তিন বছরে মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম পরমাণু অস্ত্রধারী দেশে পরিণত হবে পাকিস্তান৷ এমনই দাবি করা হল দুই মার্কিন থিঙ্ক ট্যাংক, কার্নেগি এনডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস এবং দ্যা স্টিমসন সেন্টারের প্রতিবেদনে৷
ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, আগামী তিন বছরে পাকিস্তানের পরমাণু অস্ত্রের ভাণ্ডার বেড়ে অন্তত সাড়ে তিনশ’তে পৌঁছবে৷ দ্রুত নিজের পরমাণু বোমার ভাণ্ডার বাড়িয়ে চলেছে ইসলামাবাদ৷দাবি, পরমাণু বোমা মজুদের দিক থেকে ভারতকে ছাপিয়ে গিয়েছে পাকিস্তান। প্রতিবেদনের হিসাবে অনুযায়ী, পাকিস্তানের ভাণ্ডারে ১২০টি পরমাণু বোমার মজুদ রয়েছে। অন্যদিকে ভারতের অস্ত্র ভাণ্ডারে রয়েছে প্রায় ১০০টি পরমাণু বোমা৷
পাকিস্তান প্রতিবছর গড়ে ২০টি করে পরমাণু বোমা তৈরি করছে বলেও এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে৷ প্রচুর ইউরেনিয়াম মজুত থাকায় আগামী কয়েক বছরে পাকিস্তান বেশ কেয়কটি কমক্ষমতা সম্পন্ন পরমাণু বোমা তৈরি করতে পারবে বলে দাবি করা হয়েছে৷
অবশ্য ভারতের কাছে এর তুলনায় অনেক বেশি প্লুটোনিয়াম মজুত রয়েছে৷ পাকিস্তানের তুলনায় অধিক ক্ষমতাসম্পন্ন পরমাণু বোমাতৈরিতে প্লুটোনিয়ামের প্রয়োজন রয়েছে। কিন্তু ভারত অভ্যন্তরীণ জ্বালানি তৈরিতে বেশির ভাগ প্লুটোনিয়াম ব্যবহার করছে বলে ধারণা করা হচ্ছে৷
0 comments: