পোল্যান্ডে হ্রদের পানি শুকিয়ে বেরিয়ে পড়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত তৎকালীন সোভিয়েত ইউনিয়নের একটি বিমান। এর ভেতর দুজন বৈমানিকের দেহাবশেষও পাওয়া গেছে। স্থানীয় এক বেতারমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ক্যামিয়নে অবস্থিত অক্সোবও হ্রদের পানি শুকিয়ে যাওয়ায় বিমানটির দেখা মিলেছে। বিমানের গায়ে অঙ্কিত চিহ্ন ও বৈমানিকদের শীতপোশাক থেকে নিশ্চিত হওয়া গেছে, ওই বিমান সোভিয়েত বাহিনীর। হ্রদের পানি শুকিয়ে বিমানটির বেশির ভাগ অংশ বেরিয়ে পড়েছে। পাওয়া গেছে ইনস্ট্রুমেন্টাল প্যানেল, ইঞ্জিন, চাকা ও সুরক্ষিত রেডিও সেট। তবে বিমানটি এতটাই বিধ্বস্ত হয়েছে যে, সেটি কোন মডেলের, তা আর শনাক্ত করা সম্ভব হচ্ছে না। বিমানের বেশ কিছু ছবি অনলাইনে পোস্ট করেছে উদ্ধারকারী কর্তৃপক্ষ। বিমান উদ্ধারের তত্ত্বাবধানে থাকা ভিসটুলা রিভার মিউজিয়ামের পরিচালক জানান, সম্ভবত ১৯৪৫ সালের জানুয়ারিতে জার্মান গোলন্দাজ বাহিনীর হামলায় বিমানটি হ্রদে তলিয়ে গিয়েছিল। বিমানের উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে স্থানীয় ইতিহাসবিষয়ক এক সংস্থা। সহায়তার হাত বাড়িয়েছে অগ্নিনির্বাপক বাহিনীও। সূত্র : বিবিসি।হ্রদ শুকিয়ে বেরিয়ে পড়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমান
পোল্যান্ডে হ্রদের পানি শুকিয়ে বেরিয়ে পড়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত তৎকালীন সোভিয়েত ইউনিয়নের একটি বিমান। এর ভেতর দুজন বৈমানিকের দেহাবশেষও পাওয়া গেছে। স্থানীয় এক বেতারমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ক্যামিয়নে অবস্থিত অক্সোবও হ্রদের পানি শুকিয়ে যাওয়ায় বিমানটির দেখা মিলেছে। বিমানের গায়ে অঙ্কিত চিহ্ন ও বৈমানিকদের শীতপোশাক থেকে নিশ্চিত হওয়া গেছে, ওই বিমান সোভিয়েত বাহিনীর। হ্রদের পানি শুকিয়ে বিমানটির বেশির ভাগ অংশ বেরিয়ে পড়েছে। পাওয়া গেছে ইনস্ট্রুমেন্টাল প্যানেল, ইঞ্জিন, চাকা ও সুরক্ষিত রেডিও সেট। তবে বিমানটি এতটাই বিধ্বস্ত হয়েছে যে, সেটি কোন মডেলের, তা আর শনাক্ত করা সম্ভব হচ্ছে না। বিমানের বেশ কিছু ছবি অনলাইনে পোস্ট করেছে উদ্ধারকারী কর্তৃপক্ষ। বিমান উদ্ধারের তত্ত্বাবধানে থাকা ভিসটুলা রিভার মিউজিয়ামের পরিচালক জানান, সম্ভবত ১৯৪৫ সালের জানুয়ারিতে জার্মান গোলন্দাজ বাহিনীর হামলায় বিমানটি হ্রদে তলিয়ে গিয়েছিল। বিমানের উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে স্থানীয় ইতিহাসবিষয়ক এক সংস্থা। সহায়তার হাত বাড়িয়েছে অগ্নিনির্বাপক বাহিনীও। সূত্র : বিবিসি।
0 comments: