
‘শুধু তোমার জন্য’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছে সিনেআর্ট প্রডাকশন। গানটিতে মডেল হয়েছেন সময়ের আলোচিত মডেল সিয়াম এবং শাহতাজ। প্রিন্স রুবেলের কথায় গানটির সুর এবং সংগীতায়োজন করেছেন তরিক আল ইসলাম।
এ প্রসঙ্গে ধ্রব গুহ বলেন, ‘আমি সত্যিই অভিভূত। দর্শক যে আমাকে এত ভালোবাসা দিবেন আমি চিন্তাও করতে পারিনি। তবে আমি আমার সেরা গায়কি দেয়ার চেষ্টা করেছি এই গানে। গানটির কথা, সুর ও সংগীত ছিলো অসাধারণ। আর মিউজিক ভিডিও নির্মাণের ক্ষেত্রেও আমি ব্যতিক্রমী ভাবনা তুলে ধরেছি। এই কারণেই হয়তো দর্শক শ্রোতা গানটি পছন্দ করেছেন।’
এদিকে দেশের সংগীতাঙ্গনে অনেকটা পথ পারি দিতে চান ধ্রুব। শ্রোতাদের দিতে চান ভালো ভালো গান। সম্প্রতি এ শিল্পীর ‘যে পাখি ঘর বোঝেনা’ শিরোনামে আরও একটি মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে।
0 comments: