
অফারটি পাওয়ার জন্য ডায়াল করতে হবে *৫০০*৪৫#। এই অফারটির আওতায় ৫০০ এমবি ওপেন এবং ৫০০ এমবি ফেসবুক ব্যবহারের জন্য ডাটা পাওয়া যাবে। ডাটার মেয়াদ ৭ দিন। টুজি এবং থ্রিজি নেটওয়ার্কে এই ডাটা ব্যবহার করা যাবে।
ওপেন ইন্টারনেটের ব্যালেন্স জানতে ডায়াল করুন *৫৬৬*১০#। ফেসবুক ইন্টারনেটের ব্যালেন্স জানতে ডায়াল করুন *৫৬৬*১#।
এই অফারের সঙ্গে ৩ শতাংশ এসডি চার্জ ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য।
অফার চালকালে মাত্র ১ বার ৫ টাকায় ১ জিবি ডাটা প্যাকের সুবিধা পাওয়া যাবে। মেয়াদ শেষে ইন্টারনেটের নিয়মিত চার্জ প্রযোজ্য।
দারুণ অফার !!
উত্তরমুছুন