শনিবার, ২৯ আগস্ট, ২০১৫

গভীর সমুদ্রের নীচে বিষ্ময়কর এক যাদুঘর ।

2daef18713_94473170_o2
যাদুঘর টির মধ্যে ঘুরে বেড়াচ্ছে সমুদ্রের নানা প্রজাতির জীবন্ত মাছ। যা দেখলে মনে হয় পানির নিচে চলমান আলাদা একটি জগত। এমনকি সেখানে অবাধে সাতারও কাটা যাবে। বিরল এই যাদুঘর টি তৈরি করেছেন যুক্তরাজ্যের বিখ্যাত ভাস্কর জেসন দ্য ক্লেয়ার্স টেইলর।
টেইলর যাদুঘরটির ভাস্কর্যগুলো তৈরির জন্য ব্যবহার করেছেন বিশেষ এক ধরনের সিমেন্ট। এই সিমেন্ট সাধারণ সিমেন্টের চেয়ে প্রায় ১০ গুণ বেশী শক্তিশালী।
তাছাড়া এ সিমেন্টগুলো সাধারণত প্রবাল বান্ধব। এই সিমেন্ট দিয়ে ভাস্কর্য তৈরি করা হয়েছে যাতে ভাস্কর্যগুলোতে খুব সহজেই প্রবাল দানা বাঁধতে পারে।
সেখানে স্থাপন করা ভাস্কর্যগুলোর ওজন প্রায় ১২০ টনেরও বেশি। ভাস্কর্যগুলো পানিতে ভেঙ্গে পড়ার আশংকা নেই। তবে ভাস্কর্যগুলোর বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে সেখানকার আবহাওয়া।
কারণ, প্রায়ই সেখানে হ্যারিকেন ঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের তাণ্ডব চলে! আর এই তাণ্ডবে যে কোনো মুহূর্তে লণ্ডভণ্ড হয়ে যেতে পারে স্বপ্নের এই জাদুঘর টি।

3adea33d31_94473139_o2
4bee7f6b96_94473034_o2

12f3d671bb_94473030_o2
a65511e6e9_94473104_o2

c36abe0122_94473112_o2

c230d292b4_94473070_o2
c16966112a_94473129_o2d20f47eb40_94473119_o2d87b59f4ee_94473054_o2

d5698b3852_94473063_o2


efd6487ea6_94473076_o2

5cd8e7961f_94473152_o2

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: