চলমান উত্তেজনা এড়াতে দুই কোরিয়ার শীর্ষ নেতৃত্ব আলোচনায় বসতে রাজি হয়েছেন। আজ শনিবার সিউলে প্রেসিডেন্ট ভবনের বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা ইয়োনহাপ এ খবর জানিয়েছে। সংবাদে বলা হয়, সম্মুখ যুদ্ধ এড়াতে দক্ষিণ ও উত্তর কোরিয়ার শীর্ষ নেতৃত্ব আলোচনায় রাজি হয়েছেন।
এর আগে গত বৃহস্পতিবার জাতিসংঘের সেনা কমান্ড (ইউএনসি) কোরীয় উপদ্বীপের বিবাদমান দুই অংশকে আলোচনায় বসার প্রস্তাব করে। ধারণা করা হচ্ছে, এ প্রস্তাবে সাড়া দিয়েই আলোচনায় বসছে সিউল ও পিয়ংইয়ং।
0 comments: