বলিউডের আবেদনময়ী তারকা গীতা বাস্রা। কাজ করেছেন হাতেগোনা কয়েকটি চলচ্চিত্রে। সবশেষ তাকে পুরো একটি রোলে দেখা গিয়েছিল ইমরান হাশমীর বিপরীতে ‘দ্য ট্রেন’ ছবিতে।
সম্প্রতি ভারতীয় ক্রিকেটার হরভজন সিং এর সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর গুঞ্জন ওঠে গীতাকে জড়িয়ে। হিন্দুস্তান টাইমসের রিপোর্ট তো আরো এক কাঠি সরেস। তারা বলছে, ভাজ্জির জন্য সাক্ষাৎ ভাগ্যদেবী হয়ে এসেছেন গীতা বাস্রা।তবে বেশ কিছুদিন ধরেই অভিনয় থেকে বাইরে তিনি। তাই বলে আলোচনার বাইরে কখনোই নন। প্রেম-রোমান্স নিয়ে রাখঢাক না রাখায় এ সময়ের বলিউডের হট আইটেম গীতা।
এমন প্রপাগান্ডার উত্তরে গীতা বলেন, ‘এগুলো নিয়ে এখন আর মাথা ঘামাচ্ছিনা আমি। এগুলো এখন আর আমাকে বিরক্তও করেনা।’
বরং তিনিও একটু রসিকতা করে ভারতীয় মিডিয়াকে ধন্যবাদ জানান গত বছর তাকে সাত বার বিয়ে দেওয়ার জন্য! এ বিষয়ে তিনি বলেন, ‘মিডিয়া অনেক কিছুই পারে। কিছু না ঘটলেও তারা লঙ্কাকাণ্ড ঘটিয়ে দিতে পারে। এই যেমন, বিয়ে একটাও করিনি আমি। তবু আমাকে তারা সাতবার সাতজনের সাথে সাতপাকে ঘুরিয়েছে। কী বলার আছে এ নিয়ে! আমি এসব উপভোগই করি।’
উল্লেখ্য শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে গীতা বাস্রা অভিনীত ‘সেকেন্ড হ্যান্ড হাজবেন্ড’। এ ছবির মাধ্যমেই আবারো বলিউডের প্রত্যাবর্তন হবে এই সুন্দরীর।
0 comments: