বান্দরবানে বড় মদক বিজিবি ক্যাম্পে হামলা চালিয়েছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা। বুধবার সকাল সাড়ে নটার দিকে এ ঘটনার পর থেকে বিজিবি ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি শুরু হয়। যা এখনো থেমে থেমে চলছে।
এ ঘটনায় বিজিবির নায়েক জাকিরের হাতে গুলি লাগে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। তাকে গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রামে নেয়া হয়েছে।
এদিকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের মোকাবেলার চেষ্টা করছে বিজিবি সদস্যরা। সেখানে বিজিবি সদস্যদের পাশাপাশি সেনা সহায়তা বাড়ানো হয়েছে। হেলিকপ্টার টহল দিচ্ছে।
তবে এলাকাটিতে জনবসতি না থাকায় সেখানে সাধারণ মানুষের হতাহতের সম্ভাবনা নেই বলে জানা গেছে।
0 comments: