বাংলাদেশ বার কাউন্সিলের ভোট গ্রহণ বুধবার অনুষ্ঠিত হয়েছে। সুপ্রিম কোর্ট বার সমিতি ভবনের কেন্দ্রসহ সারাদেশের ৭৭টি কেন্দ্রের ১৪৭টি বুথে সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয় ভোট গ্রহণ। সব কেন্দ্রের ফল বার কাউন্সিলে পৌঁছার পর কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম একটি সময় নির্ধারণ করে ফল ঘোষণা করবেন বলে জানা গেছে।
বুধবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন কেন্দ্রে ৩ হাজার ৬১২ ভোটের মধ্যে ১ হাজার ৭২৮ ভোট গ্রহণ হয়েছে বলে জানা গেছে।
সংশোধিত ভোটার তালিকা অনুযায়ী এবারের নির্বাচনে সারাদেশে ভোটারের সংখ্যা ৪৪ হাজার ৩০২। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল), বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী ঐক্য প্যানেল (নীল প্যানেল), আইনজীবী ঐক্য ফ্রন্ট (গোলাপি প্যানেল) ও আইনজীবী ঐক্য নামের ৪টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে।
সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি ব্যারিস্টার এম আমীর-উল ইসলামের নেতৃত্বে সাদা প্যানেলে সাধারণ আসনে রয়েছেন- ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, আবদুল মতিন খসরু, পরিমল চন্দ্র গুহ, জেড আই খান পান্না এবং শ.ম. রেজাউল করিম।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বে নীল প্যানেলে রয়েছেন ব্যারিস্টার এ. জে মোহাম্মদ আলী, এএম মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, মো. বোরহান উদ্দিন ও মহসিন মিয়া।
অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর নেতৃত্বে গোলাপি প্যানেলে রয়েছেন শাহ মো. খসরুজ্জামান, একেএম জগলুল হায়দার আফ্রিক, আবদুল মোমেন চৌধুরী, সারওয়ার-ই দীন, মো. হেলালউদ্দিন ও শামসুল হক।
ড. মো. ইউনুছ আলী আকন্দের নেতৃত্বে আইনজীবী ঐক্য প্যানেলে রয়েছেন- মো. মাহবুব আলী ভূঁইয়া, মো. আবুল কালাম আজাদ, মো. আবুল হোসেন, মো. দেলোয়ার হোসেন মল্লিক, মো. শওকত হায়াত ও সুলতান এ সবুর চৌধুরী।
আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বার কাউন্সিল ১৫ জন সদস্যের সমন্বয়ে পরিচালিত হয়ে থাকে। এর মধ্যে অ্যাটর্নি জেনারেল পদাধিকার বলে বার কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। আইনজীবীদের সরাসরি ভোটে নির্বাচিত ১৪ জনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে একজন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।
0 comments: