বুধবার সকাল সাড়ে ১০টায় র্যাব-৮ বরিশাল কর্যালয়ে সহঅধিনায়ক মেজর আদনান সংবাদ সম্মেলন করেন।
আটকরা হলেন-পাইকগাছা উপজেলার ফতেপুর গ্রামের গোলাপ গাজীর ছেলে আব্দুল জলিল গাজী (৫০) এবং রাজধানীর উত্তরার হারেজ ফকিরের ছেলে আশরাফ ফকির (৫৫)।
মেজর আদনান জানান, বাঘের চামড়া বিদেশে পাচার করার জন্য মওজুদ করেছে এমন সংবাদ পেয়ে তারা মঙ্গলবার দুপুরে অভিযান চালান খুলনার কাস্টমস রোডে আব্দুল আলীমের বাড়িতে। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় জলিল ও আশরাফকে আটক করা হয়। উদ্ধার করা হয় ১টি বাঘের চামড় ২টি মোবাইল এবং ৩টি সিম।
মেজর অদনান আরো জানান, জিজ্ঞাসবাদে আটককৃতরা স্বীকার করেন দেশের বাইরে বাঘ ও অনান্য পশুর চামড়া পাচারের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত তারা।
0 comments: