
আজ রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন এ কথা বলেন।
রিপন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী যে পর্যবেক্ষণ করেছেন, যে কথা বলেছেন, ২১ আগস্ট ঘটনার সঙ্গে বেগম খালেদা জিয়া এবং তাঁর পুত্র বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান তার সঙ্গে জড়িত, এ ব্যাপারে তিনি নিঃসন্দেহ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর তীব্র নিন্দা করছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, এটা মহলবিশেষ হয়তো আপনাকে এই ফিডব্যাক দিয়েছে। এটা সত্য নয়। মহলবিশেষের উসকানিতে বাংলাদেশের রাজনীতিতে আর বিভাজন না বাড়িয়ে আমরা কী করে আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করতে পারি, কী করে আমরা ঐক্যের রাজনীতি করতে পারি, সে বিষয় নিয়ে আমাদের এগোতে হবে।’
বিএনপির এই নেতা আরো বলেন, বিশেষ মহলের এসব অপপ্রচার বা ধারণা যদি সরকারপ্রধান বিশ্বাস করেন, তবে তা হবে রাজনীতির জন্য বিপজ্জনক। কারণ, বিএনপিকে নিঃশেষ করার ষড়যন্ত্রে দেশের গণতন্ত্র হুমকির মুখে পড়বে।
২১ আগস্টের ঘটনাকে ন্যক্কারজনক দাবি করে তিনি এ ঘটনাকে রাজনৈতিক প্রতিপক্ষ ঘায়েলে ব্যবহার না করে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
সংবাদ সম্মেলনে ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী, ৩ সেপ্টেম্বর তারেক রহমানের কারামুক্তি দিবস এবং ১১ সেপ্টেম্বর খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা, দেশব্যাপী দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, ফাতেহা পাঠ ও বর্ণাঢ্য র্যালির কর্মসূচি ঘোষণা করা হয়।
0 comments: