ঢাকার হাজারীবাগে ছাত্রলীগ নেতা আরজু মিয়াকে হত্যার অভিযোগে আদালতে নালিশী মামলা করেছেন তার ভাই।
আরজু মিয়াকে অপহরণের পর গুলি করে হত্যার অভিযোগে র্যাব-২ এর পরিচালক এবং পুলিশের দুজন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন নিহতের ভাই মাসুদ রানা।
আটকের পর গত ১৭ই অগাস্ট আরজু মিয়াকে নিয়ে একটি অভিযানে গেলে 'বন্দুকযুদ্ধে' তিনি নিহত হন বলে জানিয়েছিল র্যাব।
তবে মামলার অভিযোগে বলা হয়েছে এধরণের কোন বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেনি। ঘটনাটিকে পরিকল্পিত হিসেবে দাবী করেছেন মামলার বাদী।
নিহত আরজু মিয়া ছাত্রলীগের হাজারীবাগ থানার সভাপতি এবং ঐ এলাকায় ১৬ বছরের এক কিশোরকে চুরির অভিযোগে পিটিয়ে মেরে ফেলার ঘটনায় তাকে প্রধান আসামী করে মামলা দায়ের করা হয়েছিল।
এ মামলার বিষয়ে ২৫শে অগাস্ট পরবর্তী আদেশ দেয়া হবে বলে জানিয়েছে আদালত।
0 comments: