এ সময়ের সবচেয়ে জনপ্রিয় অ্যাপ বলে পরিচিতি পেতে পারে ডাবস্ম্যাশ। একে এক কথায় ভিডিও সেলফি বলা যায়। তারকা থেকে শুরু করে যেকোনো মানুষ ডাবস্ম্যাশে ভিডিও সেলফি দিচ্ছেন। সেলফি এমতিনেই দারুণ জনপ্রিয় ট্রেন্ড। কিন্তু স্থির চিত্রের পরিবর্তে যখন ভিডিও চিত্রের সেলফি পেয়ে গেছেন মানুষ, তখন কি অবস্থাটা হতে পারে? জনপ্রিয় তারকা থেকে শুরু করে যেকোনো মানুষ এখন ভিডিও সেলফি দিতে ব্যস্ত।
আইওএস এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে পাবেন ডাবস্ম্যাশ। ভিডিও মেসেজিং অ্যাপটি এটি। কিন্তু মানুষের কাছে ভিডিও সেলফি বলেই মনে হয়েছে। এখানে অসংখ্য গান, সিনেমা এবং বিখ্যাত ও জনপ্রিয় উক্তির সঙ্গে মুখ মিলিয়ে নিজের ভিডিও প্রকাশ করত পারেন ব্যবহারকারীরা। এসব ভিডিও আপলোড করতে পারবেন এবং নিজের পছন্দমতো নিজের অডিও ছাড়াও কালার ফিল্টার এবং টেক্সট অ্যানিমেশন রেকর্ডিংয়ে জুড়ে দিতে পারবেন। এসব ক্লিপ নিজের ডিভাইসে সেভ করতে হবে এবং তা অন্যান্য মেসেজিং অ্যাপের মাধ্যমে বন্ধুদের পাঠিতে দিতে পারবেন।
জোনাস ড্রুপেল, রোল্যান্ড গ্রিনকি এবং ড্যানিয়েল টাচিক এটি বানিয়েছেন। মোবাইল মোশন ডেভেলপারস-এর অ্যাপটির সাইজ ৩৪.২ মেগাবাইট।
২০১৪ সালের ১৯ নভেম্বর অ্যাপটি বাজারে আসে। খুব দ্রুত জার্মানিতে এক নম্বর অ্যাপ বলে বিবেচিত হয়। দেখতে দেখতে ২৯টি দেশের তালিকায় এক নম্বরে চলে আসে। এ বছরের জুন নাগাদ ১৯২টি দেশে ৫০ মিলিয়নেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে অ্যাপটি।
এটি গুগল স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। অ্যাপের সাইটে দেখুন http://www.dubsmash.com/ সূত্র : ইন্টারনেট
0 comments: