সোমবার, ৩১ আগস্ট, ২০১৫

ভালো পরিবারের ছেলে-মেয়ের জন্য সিনেমা নয়!

মডেল অভিনেত্রী পিয়া বিপাশা। সম্প্রতি বোমা ফাঁটিয়েছেন ঢাকাই কিং শাকিব খানের বিরুদ্ধে। এরপর থেকে আরো বেশি আলোচনায় আছেন তিনি। এমন কি তার সাহসেরও তারিফ করছেন অনেকে। 


এই অভিনেত্রীর ক্যারিয়ার খুব বেশি দিনের না হলেও, অল্প সময়েই তিনি পেয়েছেন দর্শক প্রিয়তা। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও, তার ধ্যান জ্ঞান চলচ্চিত্রে। কিন্তু জাতীয় রাজনীতির মতো, এখানেও রয়েছে রাজনীতির মারপ্যাঁচ। আর এই রাজনীতির মারপ্যাঁচে পড়েছেন তিনি। এ নিয়ে বেশ হতাশা এ অভিনেত্রী।

২০১২ সালের লাক্স-চ্যানেল আই সুপার স্টার প্রতিযোগীতায় সেরা দশে ছিলেন তিনি। সে হিসেবে মিডিয়ায় অভিষেক তার তখনই। তারপর থেকেই নিয়মিত বিজ্ঞাপনে কাজ করছেন এ তারকা। এর কিছুদিন পর তিনি নাটকও কাজ করেন।

পিয়ার চলচ্চিত্রে অভিষেক হওয়ার কথা ছিলো রয়েল-অনিক পরিচালিত ‘গেম’ ছবির মধ্য দিয়ে। কিন্তু ছবিটা শেষ পর্যন্ত তার করা হয়নি। এরপর সৈয়দ জাফর ইমামির ‘রুদ্র-দ্য গ্যাংস্টার’ ছবিটির কাজ করেন। কিন্তু দীর্ঘদিন ধরে ছবিটি আসি আসি করছে, এ নিয়ে পিয়াও কিছুটা বিরক্ত।

এদিকে ঘটা করেই খবর বেরিয়ে ছিলো পিয়া বিপাশা ঢাকাই কিং শাকিব খান এবং আরেক খান জায়েদ খানের সঙ্গে রাজনীতি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। কিন্তু এ নিয়ে সম্প্রতি বোমা ফাঁটিয়েছেন এ অভিনেত্রী। অনেকটা হাঁটে হাড়ি ভাঙার মতো তীর ছুড়েছেন তিনি।

রাজনীতি ছবি ছাড়া প্রসঙ্গে পিয়া বলছেন, আমার মতো অনেকেই স্বপ্ন নিয়ে চলচ্চিত্রে আসছে। কিন্তু দুই একটি কাজ করার পর তাদের আর খোঁজ মিলছে না। এর পেছনে একটা পলিটিক্স রয়েছে। তাই শুরু থেকেই সাবধাণতা অবলম্বন করার চেষ্টা করেছি।

তিনি বলেন, গত মে মাসে আমার ক্যারিয়ারের দ্বিতীয় ছবি হিসেবে ‘রাজনীতি’তে চুক্তিবদ্ধ হই। তার কয়েকদিন পর থেকেই আমার থাকা, না থাকা নিয়ে রাজনীতি শুরু হয়।

পিয়া বলেন, ছবির পরিচালক ও প্রযোজককে জিম্মি করে আমার চরিত্রটি অন্য একজনকে দেয়ার জন্যই এত কিছু করা। আর এ সব কিছুই হয়েছে একজন নায়কের কারণে। তাই শেষ পর্যন্ত নিজ থেকেই ছবিটি না করার সিদ্ধান্ত নেই। কারণ ‘রাজনীতি’ না ছাড়লে, আমাকে বাদ দেয়া হত।

তিনি বলেন, আসলে চলচ্চিত্রের বর্তমান পরিবেশ কাজ করার উপযোগী নয়। ভাল পরিবারের ছেলে মেয়েরা এখানে কাজ করতে পারবে না।

প্রসঙ্গত, সম্প্রতি পিয়া অভিযোগ করে বলেছিলেন ‘রাজনীতি’ ছবিতে নায়ক হিসেবে চুক্তিবদ্ধ ঢালিউডের নাম্বার ওয়ান খ্যাত একজন নায়ক তার সঙ্গে অশোভন আচরণ করেছেন। তার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করাসহ ঘুরতে যাওয়ার প্রস্তাব দেয়া হয়েছে। বিষয়টি তিনি মেনে নিতে পারেননি। তাই ‘রাজনীতি’তে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 
মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা চুক্তিভঙ্গ করেছেন। তাই তাকে ‘রাজনীতি’ ছবি থেকে বাদ দেয়া হয়েছে বলে এতোদিন খবর পাওয়া গেলেও তা ভিত্তিহীণ বলছেন পিয়া। শুধু তাই নয়, তিনি পাল্টা অভিযোগ তুলেছেন ঢাকাই সিনেমার কিং খানের বিরুদ্ধে।

পিয়া অভিযোগ করেন, ছবিতে নায়ক হিসেবে চুক্তিবদ্ধ ঢালিউডের নাম্বার ওয়ান খ্যাত একজন নায়ক তার সঙ্গে অশোভন আচরণ করেছেন। তার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করাসহ ঘুরতে যাওয়ার প্রস্তাব দেয়া হয়েছে। বিষয়টি তিনি মেনে নিতে পারেননি। তাই রাজনীতিতে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, ইন্ডাস্ট্রিতে আমি নতুন। ভালো কাজ করতে এসেছি। এখানে এসে কোনো ধরনের পলিটিক্সের মধ্যে পড়তে রাজি নই। আমাকে নিয়ে পলিটিক্স হচ্ছে। কোনো নায়কের অশোভন আচরণ মেনে নিয়ে কাজ করার ইচ্ছা আমার নেই। তিনি যেই হোন না কেন। প্রথম সারির একজন নায়ক এমন অশোভন প্রস্তাব দিতে পারেন সেটা আমার জানা ছিল না। তাছাড়া সবকিছু মেনে নিয়ে আমি যদি ছবিটি করতামও তবুও এর কাজ কোনোদিন শেষ হতো বলে আমার মনে হয় না। কারণ এ ছবি নিয়ে বেশ পলিটিক্স হচ্ছে।

কিছুদিন আগে ঘটা করে শাকিব খান ও জায়েদ খানকে নিয়ে ‘রাজনীতি’ নামের নতুন একটি ছবির ঘোষণা দিয়েছিলেন পরিচালক বুলবুল বিশ্বাস। ছবিতে নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিলেন পিয়া বিপাশা।

এ ব্যাপরে ঢালিউড কিং শাকিবের খানের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি দেশের বাইরে থাকায় তার মন্তব্য পাওয়া যায়নি। 

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: