ব্রাজিল থেকে আনা পচা গম নিতে কাউকে বাধ্য করা যাবে না, হাইকোর্টের দেয়া এ আদেশকে বহাল রেখেছেন আপিল বিভাগ। সেই সাথে গম নিতে কেউ ফেরত দিতে চাইলে সরকার তা নিতে বাধ্য থাকবে।
ও খাদ্য অধিদফতর ‘লুকোচুরি করছে’। পচা ও নষ্ট গম আমদানির অভিযোগে প্রধানমন্ত্রী তদন্তের নির্দেশ দেয়ার পরও তদন্ত কমিটি গঠন করা হয়নি। বরং সেগুলো বিভিন্ন কর্মসূচিতে এবং সরকারি সংস্থায় বিতরণ করা হচ্ছে।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ ব্রাজিল থেকে আমদানি করা গমের বিষয়ে রাষ্ট্রপক্ষের আপিল উত্থাপিত হয়নি মর্মে তা খারিজ করেছেন।
এক রিটের পরিপ্রেক্ষিতে গত ৫ জুলাই ‘ব্রাজিল থেকে আমদানি করা গম কাউকে জোর করে দেয়া যাবে না এবং কেউ ওই গম ফেরত দিতে চাইলে কর্তৃপক্ষকে তা ফেরত নিতে হবে’ এমন পর্যবেক্ষণ দিয়ে এ বিষয়ে দায়ের করা রিট নিষ্পত্তি করে দেন হাইকোর্ট।
পরে ৯ জুলাই হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে আপিল করেন রাষ্ট্রপক্ষ। ওই আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।
উল্লেখ্য, ব্রাজিলের গম নিয়ে পত্রিকায় বিভিন্ন খবর প্রকাশিত হয়। এক প্রতিবেদনে বলা হয়, ব্রাজিল থেকে আমদানি করা ৪০০ কোটি টাকার দুই লাখ টন ‘নষ্ট ও পচা গম’ নিয়ে খাদ্য মন্ত্রণালয়
ও খাদ্য অধিদফতর ‘লুকোচুরি করছে’। পচা ও নষ্ট গম আমদানির অভিযোগে প্রধানমন্ত্রী তদন্তের নির্দেশ দেয়ার পরও তদন্ত কমিটি গঠন করা হয়নি। বরং সেগুলো বিভিন্ন কর্মসূচিতে এবং সরকারি সংস্থায় বিতরণ করা হচ্ছে।
0 comments: