সৌদি আরবে বিমান হামলায় মৃত্যু হল ২০ জন ভারতীয়ের। জ্বালানি মাফিয়াদের উপর হামলা চালাতে গিয়ে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। মৃত্যু হয়েছে ২০ জন সাধারণ মানুষ ও মৎস্যজীবীর।
সোমবার একই হামলায় সানায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গত শুক্রবার থেকে চলছে এই বিমান হানা। গত শুক্রবারের বিমান হানা সবথেকে ভয়ঙ্কর ছিল বলে মনে করা হচ্ছে। তাতেই মৃত্যু হয়েছে ২০ জন ভারতীয়ের।
জানা গিয়েছে, দুটি নৌকাকে লক্ষ্য করে বিমান থেকে গুলি চলতে শুরু করে। আল খোখা নামে একটি বন্দরের কাছে এই ঘটনা ঘটে। এই বন্দর ভারতীয়রাই মূলত ব্যবহার করে বলে জানা গিয়েছে। প্রায় ১০,০০০ সেনা এই হামলায় যোগ দিয়েছে।
0 comments: