যুদ্ধবিধ্বস্ত সিরিয়াকে ত্রাণসহায়তা দেয়ার জন্য গ্রিসের আকাশসীমা এড়িয়ে যাবে রাশিয়া। গত রোববার আমেরিকা রুশ বিমানের জন্য গ্রিসের আকাশসীমা বন্ধ করে দিতে এথেন্সের প্রতি আহ্বান জানানোর পর মস্কো এমন পরিকল্পনা নিচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক গ্রিসের এক কর্মকর্তা জানান, সিরিয়া অভিমুখী মানবিক ত্রাণবাহী রুশ বিমানগুলো গ্রিসের পূর্বের আকাশসীমা ব্যবহার করবে। এর অর্থ হচ্ছে রুশ বিমানগুলোর জন্য আর গ্রিসের আকাশসীমা ব্যবহার করার দরকার হবে না।
রোববার গ্রিসে মার্কিন দূতাবাস দেশটির সরকারের কাছে দাবি জানিয়েছে, রাশিয়ার বিমানের জন্য গ্রিসের আকাশসীমা বন্ধ করে দেয়া হোক। তবে, গ্রিস সরকার এখনো এ আহ্বানে সাড়া দেয় নি। গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন আহ্বানের কথা স্বীকার করেছেন। মার্কিন ওই বক্তব্যের জবাবে রুশ সরকার সিরিয়ায় মানবিক সহায়তা অব্যাহত রাখার বিষয়ে বলেছে, তারা বিমানের জন্য বিকল্প রুট ব্যবহার করবে।
0 comments: