বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন দেশ থেকে নির্বাসিত হয়েছেন ২০ বছর আগে। এই ২০ বছর তিনি ইউরোপ, আমেরিকা, ভারতের নানা প্রান্তে, নানা শহরে থেকেছেন। কলকাতায় থাকার চেষ্টা করলেও পশ্চিমবঙ্গ সরকার তাকে থাকতে দিতে রাজি হয়নি। তসলিমা জানেন না তিনি আর কখনো দেশে ফিরতে পারবেন কি না।তবে তিনি যেখানেই থাকুক না কেন হৃদয়ে লালন করেন দেশকে।
তিনি সোশ্যাল মিডিয়ার তার বিতর্কিত কথাবার্তার মাধ্যমে সবসময়েই আলচনায় রয়েছেন।এবারও তার ব্যাতিক্রম নয়। আজ তিনি তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বলেন…
“আমি ততটা যুবতী নই যতটা ছিলাম আগে
কিন্তু তত তো বৃদ্ধা নই যত আমি হবো !
তোমার স্পর্শে যদি এ শরীর জাগে,
তুমি যে হও সে হও, কোনও দ্বিধা নেই, শোবো”
কিন্তু তত তো বৃদ্ধা নই যত আমি হবো !
তোমার স্পর্শে যদি এ শরীর জাগে,
তুমি যে হও সে হও, কোনও দ্বিধা নেই, শোবো”
তিনি তার স্ট্যাটাসের মাধ্যমে সবার উদ্দেশ্যে বলতে চেয়েছেন তিনি এখনও বৃদ্ধা নন যতটা তিনি হবেন বা আছেন তিনি এখনও যুবতী আছেন যতটা আগে ছিলেন না । তিনি এও বলেছেন যে যে তাকে স্পর্শ করে তার শরীরে শিহরন জাগিয়ে তুলবে তিনি তার সাথেই শুতে রাজি.
0 comments: