আকারে খুবই ছোট৷ অনেকটা পেনসিল বক্সে থাকা ইরেজারের মতো দেখতে৷ তবু ঠিক সেই আকারেই এই প্রথম ল্যাবরেটরিতে মানব মস্তিষ্ক তৈরি করতে সমর্থ হলেন বিজ্ঞানীরা৷ পাঁচ সপ্তাহ বয়সী ভ্রূণের মস্তিষ্কের সঙ্গে এর অনেকটা মিল রয়েছে৷ এবং এর মধ্যে যে নিউরোনগুলো থাকার কথা তার ৯৯ শতাংশই ল্যাবরেটরিতে তৈরি মস্তিষ্কে রয়েছে বলে দাবি বিজ্ঞানীদের৷ এর ফলে অ্যালঝেইমারস, পারকিনসনস,
অটিজমের মতো অনেক রোগ সম্পর্কে আরও ভালোভাবে জানা যাবে এবং তা সহজেই নিরাময় করা সম্ভব হবে বলে তাদের ধারণা৷ আমেরিকার ওহায়ো স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা এই মস্তিষ্কটি তৈরি করেছেন৷ তারা জানিয়েছেন, ‘ আমরা দীর্ঘদিন ধরেই বিভিন্ন জটিল রোগ নিরাময়ের রাস্তা খুঁজে চলেছি৷ আর সেই প্রয়াসেরই ফলস্বরূপ এই মস্তিষ্ক গঠনে সক্ষম হয়েছি৷ আশা করি, এর ফলে আমাদের উদ্দেশ্য সফল হবে৷
0 comments: