সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে কেন বারবার ভারতকে পরমাণু বোমার ভয় দেখাচ্ছে নওয়াজ শরিফ সরকার?
তাদের দেশের নিরাপত্তা সঙ্কটে পড়লে ভারতের উপরে পরমাণু বোমা ফেলতে দু’বার ভাববে না পাকিস্তান। গোটা বিশ্ব এবং
উপমহাদেশে কোণঠাসা হয়ে গিয়ে ফের পুরনো অস্ত্রেই ভারতকে ভয় দেখানো শুরু করল পাকিস্তান। এবার এই হুমকি দিয়েছেন
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা মহম্মদ আসিফ।
পাকিস্তানের একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেছেন, পারমাণবিক অস্ত্রগুলি তাঁরা
নিজেদের দেশের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য বানিয়েছেন। তাই প্রয়োজনে পরমাণু বোমা ফেলে ভারতকে তাঁরা নাস্তানাবুদ করে
দেবেন বলেও হঁশিয়ারি দিয়েছেন এই পাক মন্ত্রী। কিছুদিন আগেও অবশ্য একই ধরনের হুমকি দিয়েছিলেন এই মন্ত্রী। কিন্তু তারপরেও
সন্ত্রাসবাদীদের প্রশয় দেওয়ার জন্য গোটা বিশ্বে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে ইসলামাবাদকে। ভারতের কৌশলে পাকিস্তান
থেকে বাতিল হয়ে গিয়েছে সার্ক সম্মেলন। তাই সেই পরমাণু বোমার জুজু দেখিয়ে পাক জনতার সামনে নিজেদের মুখ বাঁচানোর চেষ্টা
করছেন নওয়াজ শরিফের মন্ত্রীরা। শুধু তাই নয়, ভারতের সঙ্গে যুদ্ধ করতেও তাঁরা তৈরি বলে জানিয়ে দিয়েছেন পাকিস্তানের
প্রতিরক্ষামন্ত্রী।
অনেকেই প্রশ্ন তুলছেন, উরি হামলার পরে যখন পাকিস্তানের হাতে ভারত একাধিক প্রমাণ তুলে দিয়েছে, সেইগুলি খতিয়ে দেখে
সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে কেন বারবার ভারতকে পরমাণু বোমার ভয় দেখাচ্ছে নওয়াজ শরিফ সরকার? বিশেষজ্ঞরা
বলছেন, আসলে পাকিস্তানের মন্ত্রীর এই মন্তব্য প্রমাণ করে, তাঁরা কতটা দায়িত্বজ্ঞানহীন। মঙ্গলবার আমেরিকার ডাকোটায়
পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি আলোচনাসভায় মার্কিন প্রতিরক্ষা সচিব অ্যাশটন কার্টারও ভারতকে একটি
দায়িত্বশীল পরমাণু শক্তিধর দেশ বলে প্রশংসা করেছেন। অন্যদিকে পাকিস্তানের হাতে পারমাণবিক অস্ত্র থাকা চিন্তার বিষয় বলেই
উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রতিরক্ষা সচিব। এর থেকেই বোঝা যায়, ভারত-পাকিস্তান দু’দেশের হাতেই পারমাণবিক অস্ত্র
থাকলেও বারবার নিজেদের সেই শক্তিকে জাহির করে আসলে গোটা বিশ্বে নিজেদের ভাবমূর্তি খারাপ করছে ইসলামাবাদ।
0 comments: