
আন্তর্জাতিক ডেস্কঃ- উরি সেনা ঘাঁটিতে হামলার পর টান টান উত্তেজনা বিরাজ করছে ভারত ও পাকিস্তান দুটি দেশেই। তারই ধারাবাহিকতায় আজ (বৃহস্পতিবার) ডি ফ্যাক্টো সীমান্তে ভারতীয় সেনাদের সাথে গোলাগুলি হয় পাকিস্তানি সেনাদের।।এ ঘটনায় ২ জন পাক সেনা নিহত হয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, ভিমবার, হট স্প্রিং, কেল ও লিপা সেক্টরে বৃহস্পতিবার ভোরে ৬ ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ভারতীয় সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, ভারত অধিকৃত কাশ্মীরের পুঞ্চ জেলার ডি ফ্যাক্টো সীমান্তে পাকিস্তানী সেনাবাহিনী গোলাবর্ষণ ঘটায়। দু’দেশের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেই এ গুলিবর্ষণের ঘটনা ঘটল। বিরোধপূর্ণ কাশ্মীরকে ভারত-পাকিস্তান উভয়ই নিজেদের ভূমি হিসেবে দাবি করে থাকে। এ নিয়েই চলে আসছে এ দু’দেশের সীমান্ত বিরোধ।সূত্র : দি নিউজ
0 comments: