রবিবার, ২১ আগস্ট, ২০১৬

রাজধানীর বসুন্ধরা সিটিতে আবারও অগ্নিকাণ্ড

রাজধানীর বসুন্ধরা সিটিতে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সকালে রাজধানীর অন্যতম বৃহত্তম এই শপিংমলে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভবনটির ৬ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। অগ্নিকাণ্ডের কারণ জানা যায় নি।
বসুন্ধরা সিটির কর্মকর্তারা জানিয়েছে, ৬ তলার সি ব্লকের ৭০ নম্বর জুতার দোকানের ইলেকট্রিক সর্ট সার্টিক থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন অল্পসময়ের মধ্যে পাশের কিছু দোকান ও পুরো ৬ তলায় ছড়িয়ে পড়ে। আগুনের ধোয়া উপরে না উঠে নিচের ফ্লোরগুলোতে ছড়িয়ে পড়ছে।
অগ্নিকাণ্ডের ব্যাপারে ফায়ার সার্ভিসের কর্মীরা কোনো মন্তব্য করেননি। বসুন্ধরা সিটির আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
এরআগে ২০০৯ সালে বসুন্ধরা সিটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিলো। ওই অগ্নিকাণ্ডে ৭ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছিল।
বসুন্ধরা সিটি বসুন্ধরা গ্রুপের তৈরি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম শপিং মল। ওখানে অন্তত ২০০০ দোকানসহ সিনেমা কমপ্লেক্স, মিনি গেম জোন, কয়েকটি বিশাল হল ও অফিস রয়েছে।


SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: