সাভারের আশুলিয়ায় চেকপোস্টে পুলিশ হত্যার পর বন্দরনগরীতে মাঠে দায়িত্বরত পুলিশ সদস্যদের আরও সতর্কভাবে কাজ করার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। নগরীর বিভিন্ন চেকপোস্টে তল্লাশির ক্ষেত্রে এবং মাঠে দায়িত্বরত পুলিশ সদস্যদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে সিএমপি কর্তৃপক্ষ।
তল্লাশির ক্ষেত্রে পুলিশ সদস্যদের বুলেটপ্রুফ জ্যাকেট এবং হেলমেট পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া আক্রান্ত হলে আত্মরক্ষার্থে মাঠে দায়িত্বরত পুলিশ সদস্যরা গুলি ছুঁড়তে পারবে বলেও জানিয়ে দিয়েছেন সিএমপি’র শীর্ষ কর্মকর্তারা।
সিএমপি কমিশনার মোহা.আব্দুল জলিল মন্ডল বাংলানিউজকে বলেন, মাঠে দায়িত্ব পালনের জন্য যাবার আগে সাধারণত পুলিশ সদস্যদের এক ধরনের নির্দেশনা দিয়ে পাঠানো হয়। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। পরিবর্তিত পরিস্থিতিতে তাদের আরও সচেতনভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে।
‘কোন ক্রিমিনাল যদি পুলিশের উপর আক্রমণ করে, পুলিশ সদস্যদের হত্যা করার চেষ্টা করে তবে আত্মরক্ষার্থে অবশ্যই পুলিশ গুলি ছুঁড়তে পারবে। তাদের সেই নির্দেশনা দেয়া হয়েছে। ’ বলেন সিএমপি কমিশনার।
বুধবার (৪ নভেম্বর) সকালে সাভারের আশুলিয়ায় পুলিশের একটি চেকপোস্টে তল্লাশির সময় ছুরি মেরে শিল্প পুলিশের এক কনস্টেবলকে হত্যা ও চারজনকে জখম করে দুর্বৃত্তরা। এর ১৩দিন আগে ২২ অক্টোবর ঢাকার গাবতলীতে চেকপোস্টে তল্লাশির সময় ইব্রাহিম মোল্লা নামে এক এএসআইকে একই কায়দায় খুন করে দুর্বৃত্তরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক এসব ঘটনার মধ্যেও বন্দরনগরীর মাঠে দায়িত্বরত পুলিশ সদস্যদের মনোবল যাতে অটুট থাকে সেজন্য বুধবার সকালে সিএমপি কমিশনার এবং অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য পৃথকভাবে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন।
এছাড়া এখন থেকে চেকপোস্টে তল্লাশির সময় ইউনিট চিফ হিসেবে অতিরিক্ত উপ কমিশনার পদমর্যাদার কর্মকর্তাদের দায়িত্ব পালন বাধ্যতামূলক করা হয়েছে বলেও সূত্র জানিয়েছে।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য বাংলানিউজকে বলেন, যে কোন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড ঠেকাতে নগরীতে চেকপোস্টের মাধ্যমে তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে যেসব তল্লাশি চলছে সেটা পর্যায়ক্রমে আরও বাড়ানো হবে। তবে এটি করতে গিয়ে পুলিশ সদস্যরা কোন দুর্ঘটনার শিকার যেন না হয় সেজন্য তাদের প্রয়োজনীয় কিছু নির্দেশনা দেয়া হয়েছে। আশুলিয়ায় পুলিশ হত্যার পর মাঠে দায়িত্বরত পুলিশ সদস্যদের ইউনিট চিফের কাছে এসব নির্দেশনা পৌঁছানো হয়েছে।
‘নির্দেশনার মধ্যে আছে-প্রথমে যারা ডিউটি করতে যাবে, তাদের কার কী দায়িত্ব সেটা ইউনিট ইনচার্জ ব্রিফিং করে তার সদস্যদের জানিয়ে দেবে। চেকপোস্টে যারা থাকবেন, তারা যেন পূর্ব প্রস্তুতি নিয়ে তল্লাশি করে। বুলেটপ্রুফ জ্যাকেট আর হেলমেট যেন অবশ্যই পড়ে। অস্ত্র যার যেটা থাকা দরকার, সেটা যেন অবশ্যই থাকে। এমন জায়গায় যেন তল্লাশি করা না হয় যেখানে অপরাধী দুর্ঘটনা ঘটানোর সুযোগ পায়। ’ বলেন দেবদাস।
তবে চেকপোস্টে তল্লাশির ক্ষেত্রে কেউ যাতে অযথা হয়রানির শিকার না হন সেদিকে সতর্ক থাকার জন্যও মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের সতর্ক করেছেন সিএমপি কমিশনার মোহা.আব্দুল জলিল মন্ডল।
‘যারা ভদ্রভাবে পরিবার নিয়ে যাচ্ছে তাদের যেন হয়রানি করা না হয়। কিন্তু যারা সন্ত্রাসী, যাদের সন্দেহ হবে তাদের যেন তল্লাশি করার আগে নিজের প্রস্তুতিটা ঠিক থাকে। সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই যদি সে পুলিশকে গুলি করার চেষ্টা করে বা আহত-নিহত করার চেষ্টা করে, পুলিশ তার জীবন রক্ষার্থে গুলি করতে পারবে। এটা আইনেই বলা আছে। ’ বলেন মন্ডল।
সিএমপি কমিশনার বলেন, বিএনপি-জামায়াত যখন আন্দোলন করছিল, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে পুলিশের উপর হামলা হত। কিন্তু পুলিশ সদস্যরা সেই অস্ত্র দিয়ে গুলি করতে তখন দ্বিধান্বিত ছিল। কারণ গুলি করলে আবার জবাবদিহি করতে হয় কিনা। কিন্তু এখন আমার সম্পদ এবং জীবনের উপর হামলা হচ্ছে। এক্ষেত্রে সরকার আমাকে অস্ত্র দিয়েছে, গুলি দিয়েছে। আইনেও কোন বাধা নেই। জীবন ও সম্পদ রক্ষার জন্য আমার নির্দেশনা থাকবে-আইনে যেটা বলা হচ্ছে সে যদি নিজে আক্রান্ত হয় তাহলে অবশ্যই অবশ্যই সে গুলি করতে পারবে।
দুর্গাপূজাকে সামনে রেখে গত ১৭ নভেম্বর থেকে নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে নগর পুলিশ। নগরীর কমপক্ষে অর্ধশতাধিক স্পটে সারপ্রাইজ চেকপোস্ট বসিয়ে প্রতিদিন চালানো হচ্ছে তল্লাশি। এর মধ্যে বিমানবন্দরসহ স্পর্শকাতর স্থাপনায় হামলার তথ্য পেয়ে গত ২৫ অক্টোবর থেকে নগরীতে তল্লাশির পরিমাণ আরও বাড়িয়ে দেয় পুলিশ। বিমানবন্দরেও এপিবিএন এবং বিজিবি’র ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তাও বাড়ানো হয়েছে।
0 comments: