নায়াগ্রা জলপ্রপাত, উত্তর আমেরিকার নায়াগ্রা নদীর উপর অবস্থিত। মূলত পাশাপাশি অবস্থিত তিনটি ভিন্ন ভিন্ন জলপ্রপাত নিয়ে এই জলপ্রপাতটি গঠিত। এই তিনটি জলপ্রপাতের নাম: কানাডা জলপ্রপাত, অ্যামেরিকান জলপ্রপাত এবং ব্রাইডাল ভিল জলপ্রপাত। নায়াগ্রা জলপ্রপাত, যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। কানাডা জলপ্রপাতের আকার ঘোড়ার খুড়ের মতো। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই জলপ্রপাতটি পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্থান।
Onguiaahra শব্দ থেকে নায়াগ্রা কথাটির উৎপত্তি, যার অর্থ জলরাশির বজ্রধ্বনি।
অ্যামেরিকাতে জলপ্রপাতটি পিছন থেকে দেখতে হয়। কানাডাতে সরাসরি সামনে থেকে দেখা যায়। ফলে কানাডা থেকে সম্পুর্ন জলপ্রপাতটি ভালোমত দেখা যায়। কানাডা জলপ্রপাত প্রায় ১৭৩ফুট (৫৩মিটার) উচু এবং ২৬০০ফুট (৭৯২মিটার) চওড়া। অ্যামেরিকান জলপ্রপাত ৭০ফুট (২১ মিটার) লম্বা এবং ১৬০০ ফুট (৩২৩ মিটার) চওড়া।আঠারো শতকের দিকে নায়াগ্রা জলপ্রপাতে পর্যটকদের আগমন শুরু হয়। ১৮৪৮ সালের মার্চ মাসে বরফের কারণে নায়াগ্রা জলপ্রপাত বন্ধ হয়ে গিয়েছিলো। ৪০ ঘন্টা পর্যন্ত কোনো পানি পড়েনি। ফলে এখানকার জলবিদ্যুৎ প্রকল্পটি বন্ধ হয়ে গিয়েছিলো। বিদ্যুতের অভাবে অনেক কারখানা বন্ধ হয়ে গিয়েছিলো সেমসয়।
বসন্তের শেষের দিকে বা গ্রীষ্মকালের শুরুতে জলপ্রপাতগুলো থেকে সেকেন্ডে ২০২,০০০০ ঘনমিটার পানি গড়িয়ে পড়ে। কানাডা জলপ্রপাতে অবস্থিত বিশেষ গেটের সাহায্যে পানিপ্রবাহ নিয়ন্ত্রন করে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়। রাতে এবং শীতকালে পর্যটকবিহীন মৌসুমে পানি নিয়ন্ত্রণ করে সেকেন্ডে ৫০,০০০ ঘনফুটে নামিয়ে আনা হয়। ১৯৫০ সালের নায়াগ্রা চুক্তি অনুযায়ী পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়।
0 comments: