শিক্ষকদের উপর ছাত্রলীগ কর্মীদের হামলার ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে বহিষ্কার করেছে প্রশাসন। বহিষ্কৃতরা হলেন, পরিসংখ্যান বিভাগের ধনী রাম রায়, রাজনীতি অধ্যয়ন বিভাগের আবদুল্লাহ আল মাসুম, বন ও পরিবেশ বিদ্যা বিভাগের আরিফুল ইসলাম আরিফ ও জাহিদ হোসেন নাঈম। মঙ্গলবার বিকেলে বাংলামেইলকে এসব তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া। তিনি জানান, গত রোববার শিক্ষকদের উপর হামলার অভিযোগে চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তবে তারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছে কি না বলেতে পারেনতি ভিসি। এদিকে, গতকাল সোমবার রাতে শিক্ষকদের উপর ছাত্রলীগ নেতাকর্মীরা হামলার জড়িত অভিযোগে ছাত্রলীগের ৩ নেতাকে সাময়িক বহিষ্কার করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। তারা হলেন- বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি আবু সাঈদ আকন্দ ও অঞ্জন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সবুজ। প্রসঙ্গত, গত ১৩ এপ্রিল থেকে উপাচার্যবিরোধী আন্দোলন শুরু করে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’। এরপর থেকে শিক্ষকদের বাধায় কোনো অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভা করতে পারেননি উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়া। কিন্তু গত রোববার বিকেলে অ্যাকাডেমিক কাউন্সিলের সভার আহ্বান করেন উপাচার্য। এর প্রতিবাদে ওই দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয় ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’। কিন্তু তাদের কর্মসূচি পালনে বাধা দিতে সকাল ৬টায় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। অপর দিকে আন্দোলনরত শিক্ষকরাও তাদের কর্মসূচি পালন করতে ক্যম্পাসে অবস্থান নেয়। সকাল ৮টায় ভিসি তার কার্যালয়ে আসার সঙ্গে সঙ্গে ড. ইয়াসমিন হকের নেতৃত্বে আন্দোলনরত শিক্ষকরা ভিসিকে তার কার্যালয়ে ঢুকতে বাধা দেয়। এসময় শিক্ষকরা ভিসিকে ঘিরে টানাহেঁচড়া করেন। এরপর ছাত্রলীগ নেতাকর্মীরা এসে শিক্ষকদের ওপর হামলা করে। এক পর্যায়ে তাদের ব্যানার ছিনিয়ে নেয় তারা। এ ঘটনায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি তিন নেতাকে বহিষ্কার করার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন চারজনকে বহিষ্কার করলো।
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০১৫
Author: সময়ের তাজা কাহিনী
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
0 comments: