ক্যালগেরি, ২৭ আগষ্ট- ক্যালগেরির একটি তেল কোম্পানিতে কর্মরত পেশাদার ভূ-তত্ববিদ নেওয়াজ খালিশ। তার সবচেয়ে বড় পরিচয় তিনি বাংলাদেশী কানাডিয়ান। ২০১৫ সালের ফেডারেল নির্বাচনে তিনিই একমাত্র বাংলাদেশী বংশোদ্ভূত রাজনীতিক, যিনি কানাডার নির্বাচনী লড়াইয়ে মাঠে নেমেছেন। মাগুরার মোহাম্মদপুরের আর এইচ কে এইচ ইন্সটিটিউশনের সাবেক শিক্ষার্থী নেওয়াজ খালিশ আলবারটার ক্যালগেরিতে বসবাস করেন। তবে তিনি যে নির্বাচনী এলাকা থেকে এনডিপির মনোনয়ন পেয়েছেন, সেই এলাকায় মাত্র কয়েকজন বাংলাদেশী বসবাস করেন। ক্যালগরি সিগনাল হিল এলাকায় এনডিপি পার্টির মনোনয়ন পেয়েছেন তিনি। আগামী ১৯ অক্টোবরের নির্বাচনে এনডিপির হয়ে ভোটযুদ্ধে নামছেন নেওয়াজ খালিশ। হিল এলাকায় উৎসাহী মানুষদের কাছে পেছনে পড়ে থাকা নাগরিকের সহায়তা নিন্ম-মধ্যবিত্ত মানুষদের জীবনযাত্রার মানোন্নয়ন আর কানাডার ভবিষ্যত প্রজন্মের সম্ভাবনা কাজে লাগানোর প্রতিশ্রুতি দিয়েছেন নেওয়াজ খালিশ। কানাডার জাতীয় নির্বাচনে একমাত্র বাংলাদেশি প্রার্থী
ক্যালগেরি, ২৭ আগষ্ট- ক্যালগেরির একটি তেল কোম্পানিতে কর্মরত পেশাদার ভূ-তত্ববিদ নেওয়াজ খালিশ। তার সবচেয়ে বড় পরিচয় তিনি বাংলাদেশী কানাডিয়ান। ২০১৫ সালের ফেডারেল নির্বাচনে তিনিই একমাত্র বাংলাদেশী বংশোদ্ভূত রাজনীতিক, যিনি কানাডার নির্বাচনী লড়াইয়ে মাঠে নেমেছেন। মাগুরার মোহাম্মদপুরের আর এইচ কে এইচ ইন্সটিটিউশনের সাবেক শিক্ষার্থী নেওয়াজ খালিশ আলবারটার ক্যালগেরিতে বসবাস করেন। তবে তিনি যে নির্বাচনী এলাকা থেকে এনডিপির মনোনয়ন পেয়েছেন, সেই এলাকায় মাত্র কয়েকজন বাংলাদেশী বসবাস করেন। ক্যালগরি সিগনাল হিল এলাকায় এনডিপি পার্টির মনোনয়ন পেয়েছেন তিনি। আগামী ১৯ অক্টোবরের নির্বাচনে এনডিপির হয়ে ভোটযুদ্ধে নামছেন নেওয়াজ খালিশ। হিল এলাকায় উৎসাহী মানুষদের কাছে পেছনে পড়ে থাকা নাগরিকের সহায়তা নিন্ম-মধ্যবিত্ত মানুষদের জীবনযাত্রার মানোন্নয়ন আর কানাডার ভবিষ্যত প্রজন্মের সম্ভাবনা কাজে লাগানোর প্রতিশ্রুতি দিয়েছেন নেওয়াজ খালিশ।
0 comments: