
মালদ্বীপের নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির রাজধানী মালেতে পাঠানো হয়েছে ‘আইএনএস-বিক্রমাদিত্য’ ও এর সঙ্গে পাঠানো হয়েছে ডেস্ট্রয়ার ‘আইএনএস-মাইসোর’ ও একটি ট্যাঙ্কার ‘আইএনএস-দীপক’। রোববার এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
খবরে বলা হয়, দক্ষিণ চীন সাগরের বেশ কয়েকটি এলাককা ‘দখল’-এর পর কিছু দিন ধরে ভারত মহাসাগরেও তার কর্তৃত্ব বাড়াতে মরিয়া বেইজিং। কয়েক মাস আগেই পাকিস্তানের গাওয়াদার ও শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে পোঁছেছে চীনা যুদ্ধজাহাজ। ভারত মহাসাগর এলাকার দেশগুলোর ওপর তার কর্তৃত্ব বজায় রাখতেই এ পদক্ষেপ বলে মনে করছে ভারত।
তবে মালদ্বীপে যুদ্ধজাহাজ পাঠানোকে আদতে ‘প্রজেক্ট মৌসুম’-এরই অঙ্গ বলে দাবি করেছেন ভারতীয় নৌবহিনীর এক পদস্থ কর্মকর্তা।
গত মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ দূত হিসেবে মালদ্বীপে গিয়েছিলেন পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর। তারপর মালদ্বীপের রাষ্ট্রপতি আবদুল্লাহ ইয়ামিন আবদুল গায়ুম গত সপ্তাহে জানান, বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে ভারতের সঙ্গে আবার নতুন করে আলাপ-আলোচনা শুরু করবে মালদ্বীপ।
এ যুদ্ধজাহাজ ভেড়ানোকে দুদেশের মধ্যে নিরাপত্তা ও বাণিজ্য সম্পর্ক জোরদার করার উপলক্ষ হতে পারে।
0 comments: