শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৬

বসন্তের ছোঁয়া: ; জমে  উঠেছে ২১ শে এর বই মেলা !!

বসন্তের ছোঁয়া: ; জমে উঠেছে ২১ শে এর বই মেলা !!

অমর একুশে গ্রন্থমেলায় আজ বসন্তের রঙ লেগেছে। ঋতুরাজ বসন্তের প্রথম দিনে মেলা প্রাঙ্গণকে ঘিরে সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্ক, শিল্পকলা একাডেমী, শহীদ মিনারসহ পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় নেমেছে মানুষের ঢল। সাপ্তাহিক ছুটি শনিবার বসন্তের প্রথম দিন হওয়ায় সকালে সবারই গন্তব্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও গ্রন্থমেলা। কারণ সকাল থেকেই ঢাবির চারুকলার বকুলতলায় বসন্ত বরণের উৎসব চলছে। সেই সঙ্গে মেলার বাংলা একাডেমি প্রাঙ্গণে ছিল শিশুকিশোরদের সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। সকাল ১১টায় মেলার ঝাঁপ খোলার সাথে সাথে বসন্তবরণ উৎসবে অংশ নেয়া তরুণ-তরুণীসহ সব বয়সী মানুষের ঢলটি নামে মেলা প্রাঙ্গণে। এছাড়া সে সকল শিশুকিশোর প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলা একাডেমিতে এসেছে, তাদেরও একটা চাপ ছিল মেলায়। নিজস্ব সংস্কৃতির বসন্ত উৎসবকে ঘিরে নারীরা বাসন্তী রঙের শাড়ি বা সালোয়ার-কামিজের সঙ্গে হাতে-খোঁপায় হলুদ গাদা ফুলসহ বাহারি ফুলে নিজেদের সাজিয়ে আসে মেলা প্রাঙ্গণে। সেই সঙ্গে হাতে বাজে রিনিঝিনি শব্দে কাঁচের চুড়ি। অনেকে আবার পরিবারসহ মেলায় এসেছে বসন্তের সাজে। পুরুষরাও নিজেদের সাজ-পোশাকে রেখেছে বসন্তের ছোঁয়া। বসন্তের প্রথম দিনে আজ মেলার অন্যান্য দিনের চেয়ে কয়েক গুণ বেশি বিক্রি হয়েছে বলে প্রকাশকরা জানান। এমন জমজমাট বিক্রি এবারের মেলায় এ প্রথম উল্লেখ করেন আগামী প্রকাশনীর স্বত্ত্বাধিকারী ওসমান গনি। শুধু পাঠকদের মাঝেই না, বসন্তের এ আগামনী ছোঁয়া লেগেছিলো স্টলগুলোতেও। বিক্রয়কর্মীরাও সেজে এসেছিলেন বসন্তের রঙে। প্রতিটি স্টলে ছিল বইপ্রেমীদের ভিড়। যাচাই বাছাই করে তাদের পছন্দের লেখকের বইটি কিনতে দেখা গেছে। আগামীকাল রোববার সাপ্তাহিত ছুটি না থাকলেও ভালোবাসা দিবসের কারণে কালও এমন বিক্রি হবে বলে ওসমান গণি আশা করেন। নতুন বই আজ মেলার ১৩তম দিনে দেড় শতাধিক নতুন বই এসেছে। আজকের নতুন বইয়ের মধ্যে ঐতিহ্য এনেছে জিয়া হাশান ভাষান্তরিত হারুকি মুরাকামির শোনো বাতাসের সুর, তামিম কবিরের 'ইয়োলো ক্যাব' ও অশোক দাশগুপ্ত অনুদিত গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ 'গ্রেগরি রাবাসার লিফ স্টর্ম' ও অনুপ্রাণন এনেছে মাহতাব হোসেনের 'তনিমার সুইসাইড নোট।' শিশুকিশোর সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা আজ সকালে একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় শিশুকিশোর সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। প্রতিযোগিতায় বিচারক ছিলেন শিশুসাহিত্যিক সুজন বড়ুয়া, নাট্যজন মাসুম রেজা এবং শাহিদা খাতুন। মূলমঞ্চ বিকেলে গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় বাংলাদেশে মুক্তিযুদ্ধচর্চা: অতীত থেকে বর্তমান শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট লেখক অধ্যাপক সনৎকুমার সাহা। প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মেসবাহ কামাল। আলোচনায় অংশগ্রহণ করেন ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, ড. মোহাম্মদ সেলিম এবং দিব্যদ্যুতি সরকার। সন্ধ্যায় পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। 
বইমেলায় বসন্তের ছোঁয়া; বিক্রি ভাল, প্রকাশকরা খুশি

বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৬

ডায়াবেটিস রোগের মহাঔষধ তৈরী করলেন বাংলাদেশের এক গ্রাম্য কবিরাজ

ডায়াবেটিস রোগের মহাঔষধ তৈরী করলেন বাংলাদেশের এক গ্রাম্য কবিরাজ

ঔষধী গাছ আর মধু সেবনে ডায়াবেটিকস রোগ স্থায়ীভাবে ভালো হয়। “আসুন আমরা ঔষধী গাছ চিনে নেব এবং আবাদ করবো, নিজের চিকিৎসা নিজে করবো- ডায়াবেটিকস মুক্ত জীবন গড়ব” এই শ্লোগান নিয়ে টাঙ্গাইল পৌর এলাকার কাগমারী কলেজ মোড়ের বাসিন্দা আব্দুল সামাদ মিয়ার ছেলে মো. মাসুদ মিয়ার দীর্ঘদিন যাবত ডায়াবেটিকস রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। তার চিকিৎসা সেবা নিয়ে অনেক ডায়াবেটিকস রোগী ভাল হয়েছে বলে জানা গেছে।
মো. মাসুদ মিয়া ঔষধী গাছ-গাছরার উপর গবেষনা করে ২০০৬ সালের শুরুর দিকে ডায়াবেটিকস স্থায়ীভাবে নিয়ন্ত্রণ, চিকিৎসা পদ্ধতি বের করেন। পরে তার আবিস্কৃত ডায়াবেটিকস ঔষধ খেয়ে আশপাশের কয়েকজন রোগী স্থায়ীভাবে সুফল লাভ করেন। এ সংবাদ ছড়িয়ে পড়ার পর ডায়াবেটিকস রোগীরা দুরদুরান্ত থেকে এসে প্রতিদিন মাসুদ মিয়ার চিকিৎসা সেবা গ্রহন করে আসছে। মাসুদ মিয়ার ঔষধ খেয়ে ইনসুলিন নেয়া অনেক রোগীদের আর ইনসুলিন নিতে হয় না। ডায়াবেটিকস্ স্থায়ীভাবে নিয়ন্ত্রণে চলে আসায় ঐ রোগীরা আগের মতো মিষ্টিসহ সব খাবার নিয়মিত খাওয়ার পরও আর ডায়াবেটিকস বেড়ে উঠেনি।
টাঙ্গাইল পৌর এলাকার বেপারী পাড়ার আব্দুল আজিজ মিয়ার ছেলে (ডায়াবেটিকস রোগী) সাইদুল ইসলাম জানান, আমি দীর্ঘদিন যাবত ডাইবেটিস রোগে ভুগতে ছিলাম। পরে মাসুদ মিয়ার কাছে গাছ-গাছরার চিকিৎসা সেবা নিয়ে ভাল হয়েছি।
বেড়াবুচনা ভালুককান্দি গ্রামের ফজল মিয়ার স্ত্রী তারাবানু জানান, তিনি ডায়াবেটিস রোগে আক্রান্ত হওয়ার পর থেকে বিভিন্ন চিকিৎসা গ্রহন করেও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারছিলেন না। পরে মাসুদ মিয়া গাছ-গাছরার চিকিৎসা সেবা নিয়ে ডায়াবেটিস স্থায়ীভাবে নিয়ন্ত্রনে এনেছেন। বর্তমানে তিনি ভাল আছেন। এমন আরো ১০/১৫ জন রোগীর সাথে কথা বলে এমনই তথ্য পাওয়া গেছে।

বঙ্গবন্ধু সেতুর ওজন স্কেলে জালিয়াতি, আটক ৩

বঙ্গবন্ধু সেতুর ওজন স্কেলে জালিয়াতি, আটক ৩

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে সেতুর ওজন স্কেলে ওজন জালিয়াতির অভিযোগে এক স্কেল অপারেটরসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড়ের ওজন স্কেল স্টেশন থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- বঙ্গবন্ধু সেতুর স্কেল অপারেটর (পশ্চিম) ওসমান গণি, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার হরিপুর গ্রামের তোছাদ্দেক আলীর ছেলে ট্রাক চালক বাবুল হোসেন ও একই উপজেলার জগন্নাথপুর গ্রামের হুমায়ন কবিরের ছেলে ট্রাক চালক রাজু হোসেন। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বঙ্গবন্ধু সেতুতে ১৫ টনের বেশি মালবাহী যানবাহন চলাচলে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিছু অসাধু কর্মকর্তা ট্রাক চালকদের কাছ থেকে ঘুষ নিয়ে অতিরিক্ত মালবাহী গাড়ি পারাপার করছিলেন। এ কাজ বন্ধ করার জন্য সেতু কর্তৃপক্ষ পুলিশের সহায়তায় ওজন স্কেলে দায়িত্ব পালনরত কর্মকর্তাদের ওপর গোপনে নজরদারি শুরু করে। ভোরে ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী দুটি ট্রাকে প্রায় ২৫ টন মালামাল নিয়ে সেতু পার হচ্ছিল। এ সময় পুলিশ ট্রাক দুটিকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তির ওপর ভিত্তি করে সেতুর স্কেল ওপারেটর (পশ্চিম) ওসমান গণিকে আটক করা হয়। ওসি আরও জানান, আটকদের জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে আদালতে নেওয়া হবে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সূত্রঃ-দেশ বিদেশে । 

শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬

তুষারপাত এবং প্রবল ঝড়ের আশঙ্কায় মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিসহ পাঁচটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

তুষারপাত এবং প্রবল ঝড়ের আশঙ্কায় মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিসহ পাঁচটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

তুষারপাত এবং প্রবল ঝড়ের আশঙ্কায় মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিসহ পাঁচটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ৩০ ইঞ্চি পরিমান বরফ এবং তীব্র বাতাসের কারণে দেশটির এক তৃতীয়াংশ ক্ষতির মুখে পরতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। আর এ কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নাসার এক স্যাটেলাইট ছবিতে দেখা গেছে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ধেয়ে আসছে প্রবল তুষার ঝড়।বড় ধরনের তুষার ঝড় যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানবে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ওয়াশিংটন ডিসিসহ পূর্বাঞ্চলীয় তিনটি অঙ্গরাজ্যে প্রবল ঝড় এবং ৩০ ইঞ্চি পরিমান তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
ওয়াশিংটন ডিসিসহ টেনেসি, উত্তর ক্যারোলিনা, ভার্জিনিয়া, মেরিল্যাণ্ড, পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। উপকূল রক্ষীরা জানিয়েছেন, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩শ সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন। তারা জরুরি সেবাদান কাজে নিয়োজিত থাকবেন।
জাতীয় আবহাওয়া দপ্তরের পরিচালক লুইস উসেল্লিনি জানিয়েছেন, ‘তীব্র ঝড়ো হাওয়া, তুষারপাত, বিপজ্জনক অভ্যন্তরীন বন্যা হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে। এই ঝড় এতোটাই বিপজ্জনক যে এতে প্রায় ৫ কোটি মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।’
তবে তিনি আরো জানিয়েছেন, ‘এটি সবচেয়ে বিপজ্জনক ঝড় স্যান্ডির মত হবে না। কিন্তু অনেকটাই তীব্র হবে। আর এতে অনেক এলাকা ক্ষতিগ্রস্ত হবে।’
তুষারপাতের কারণে ওয়াশিংটন এবং বেল্টিমোরে শুক্রবার বিকেল থেকেই আবহাওয়া চরম খারাপের দিকে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। সেখানে ওই সময়ের মধ্যে সতর্কতা জারি করা হয়েছে। অপরদিকে নিউইয়র্কে জরুরি অবস্থা চালু হবে শনিবার সকাল থেকে।
এই ঝড়কে ২০১০ সালে ওয়াশিংটন ডিসিতে আঘাত হানা দু’টি ঝড়ের মধ্যে বেশি তীব্র ঝড় ‘স্নোমেগডোন্ড’য়ের সঙ্গে তুলনা করছেন ওয়েদার প্রেডিকশন সেন্টার মেটিওরোলজিস্ট পল কোসিন। সেসময় ওই ঝড়ে ৩০ ইঞ্চি তুষারপাত হয়েছিল। এবং তা পুরো ওয়াশিংটনকে ঢেকে দিয়েছিল।
- See more at: http://www.deshebideshe.com/news/details/63322#sthash.D1LfVPpb.dpuf
ওয়াশিংটন ডিসিসহ টেনেসি, উত্তর ক্যারোলিনা, ভার্জিনিয়া, মেরিল্যাণ্ড, পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। উপকূল রক্ষীরা জানিয়েছেন, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩শ সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন। তারা জরুরি সেবাদান কাজে নিয়োজিত থাকবেন।
জাতীয় আবহাওয়া দপ্তরের পরিচালক লুইস উসেল্লিনি জানিয়েছেন, ‘তীব্র ঝড়ো হাওয়া, তুষারপাত, বিপজ্জনক অভ্যন্তরীন বন্যা হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে। এই ঝড় এতোটাই বিপজ্জনক যে এতে প্রায় ৫ কোটি মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।’
তবে তিনি আরো জানিয়েছেন, ‘এটি সবচেয়ে বিপজ্জনক ঝড় স্যান্ডির মত হবে না। কিন্তু অনেকটাই তীব্র হবে। আর এতে অনেক এলাকা ক্ষতিগ্রস্ত হবে।’
তুষারপাতের কারণে ওয়াশিংটন এবং বেল্টিমোরে শুক্রবার বিকেল থেকেই আবহাওয়া চরম খারাপের দিকে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। সেখানে ওই সময়ের মধ্যে সতর্কতা জারি করা হয়েছে। অপরদিকে নিউইয়র্কে জরুরি অবস্থা চালু হবে শনিবার সকাল থেকে।
এই ঝড়কে ২০১০ সালে ওয়াশিংটন ডিসিতে আঘাত হানা দু’টি ঝড়ের মধ্যে বেশি তীব্র ঝড় ‘স্নোমেগডোন্ড’য়ের সঙ্গে তুলনা করছেন ওয়েদার প্রেডিকশন সেন্টার মেটিওরোলজিস্ট পল কোসিন। সেসময় ওই ঝড়ে ৩০ ইঞ্চি তুষারপাত হয়েছিল। এবং তা পুরো ওয়াশিংটনকে ঢেকে দিয়েছিল।
- See more at: http://www.deshebideshe.com/news/details/63322#sthash.D1LfVPpb.dpuf
বড় ধরনের তুষার ঝড় যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানবে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ওয়াশিংটন ডিসিসহ পূর্বাঞ্চলীয় তিনটি অঙ্গরাজ্যে প্রবল ঝড় এবং ৩০ ইঞ্চি পরিমান তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
ওয়াশিংটন ডিসিসহ টেনেসি, উত্তর ক্যারোলিনা, ভার্জিনিয়া, মেরিল্যাণ্ড, পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। উপকূল রক্ষীরা জানিয়েছেন, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩শ সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন। তারা জরুরি সেবাদান কাজে নিয়োজিত থাকবেন।
জাতীয় আবহাওয়া দপ্তরের পরিচালক লুইস উসেল্লিনি
- See more at: http://www.deshebideshe.com/news/details/63322#sthash.D1LfVPpb.dpuf

এস,আর বিউটি পারলার, (শুধু মাত্র মহিলাদের জন্য) ঝাউচর মডেল টাউন, রানা মারকেট,হাজারীবাগ, ঢাকার পক্ষ থেকে শুভেচ্ছা ও বিশেষ মূল্য ছাড় !!

এস,আর বিউটি পারলার, (শুধু মাত্র মহিলাদের জন্য) ঝাউচর মডেল টাউন, রানা মারকেট,হাজারীবাগ, ঢাকার পক্ষ থেকে শুভেচ্ছা ও বিশেষ মূল্য ছাড় !!

বিশেষ মূল্য ছাড় !!
এস,আর বিউটি পারলার, (শুধু মাত্র মহিলাদের জন্য) ঝাউচর মডেল টাউন, রানা মারকেট,হাজারীবাগ, ঢাকার পক্ষ থেকে শুভেচ্ছা ও বিশেষ মূল্য ছাড় !!
আপনারা সকলেই আমন্ত্রিত ।
নিজেকে আকর্ষণীয় সাজে সাজাতে চান ? তাহলে আজই আসুন এস,আর বিউটি পারলারে।

বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬

সাগরে ভাসমান ল্যান্ডিং প্যাডে অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে স্পেস এক্সের ফ্যালকন ৯ রকেট। রকেট অবতরণের চেষ্টা করে ব্যর্থ হল স্পেস এক্স।

সাগরে ভাসমান ল্যান্ডিং প্যাডে অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে স্পেস এক্সের ফ্যালকন ৯ রকেট। রকেট অবতরণের চেষ্টা করে ব্যর্থ হল স্পেস এক্স।


সোমবার, ৪ জানুয়ারী, ২০১৬

Mexican mayor Gisela Mota killed a day after taking office

Mexican mayor Gisela Mota killed a day after taking office

Gisela Mota was shot dead, a day after taking her oath of office as the new mayor of Temixco.
Officials say they have killed two people and arrested three others linked to the slaying of a Mexico mayor who had taken office only a day earlier. The state's governor said organised crime was behind the attack.
Gunmen killed Mayor Gisela Mota Saturday at her house in Temixco, one of several cities around Cuernavaca that have been struggling with kidnappings and extortions by organised crime gangs.
Police quickly located a car of presumed assailants who opened fire on officers, the Morelos state government said in a statement.
The crime scene outside Gisela Mota's home.
MARGARITO PEREZ/REUTERS
The crime scene outside Gisela Mota's home.
In a separate car, officials said they found two guns, one of them a semiautomatic, and ski masks.
Three people were detained - a 32-year-old woman, an 18-year-old and a minor. Morelos Attorney General Javier Perez Duron said the suspects have been tied to other crimes, but declined to provide more details.
On his Twitter account, Morelos Gov. Graco Ramirez attributed Mota's killing to organised crime, without citing a particular cartel or gang. He later announced state officials were establishing special security measures for all off Morelos' mayors.
One organisation representing mayors in the country, the Association of Local Authorities of Mexico, issued a statement saying nearly 100 mayors have been killed across Mexico over the past decade, "principally at the hands of organised crime."
Mota, who had been a federal congresswoman, had been sworn into office on New Year's Day.

Her centre-left Democratic Revolution Party released a statement describing her as "a strong and brave woman who on taking office as mayor, declared that her fight against crime would be frontal and direct."
Temixco, with about 100,000 people, is a suburb of Cuernavaca, a city famed among tourists for its colonial centre, gardens and jacaranda-decked streets. "The city of eternal spring" was long a favourite weekend getaway for people from nearby Mexico City.
Drug and extortion gangs have plagued the state in recent years, driving away some tourists and residents. On its southwest border is the gang-plagued state of Guerrero, whose Pacific Coast resort of Acapulco has seen a sharp increase in murders.

রবিবার, ৩ জানুয়ারী, ২০১৬

DSCC begins Clean Dhaka 2016

DSCC begins Clean Dhaka 2016

Bangladesh cricket team captain Mashrafe Mortaza, Planning Minister AHM Mustafa Kamal and DSCC Mayor Sayeed Khokon inaugurating the Clean Dhaka 2016 campaign in Old Dhaka yesterday. Photo: Star

It is the responsibility of city dwellers to play their due role in making Dhaka a clean city, said the mayor of Dhaka South City Corporation at an awareness campaign rally yesterday.
“The mayor and the city corporation alone cannot do it,” said Mayor Mohammad Sayeed Khokon, while launching the awareness rally at Shakharibazar as part of a year-long campaign styled “Clean Dhaka 2016”.
He called upon all citizens of the old part of Dhaka to keep all wastes secure and dispose them at designated collection sites after dark. 
Bangladesh national cricket team captain Mashrafe Bin Mortaza expressed solidarity with the campaign and called on all to be more responsible.
Planning Minister AHM Mustafa Kamal also made the call. 
Khokon said he had received the go-ahead for repairing 300 roads of Old Dhaka and those would start by mid-January.
A procession from the rally later paraded the streets of Shakharibazar and Tantibazar. 

As part of the year-long cleanliness campaign, the mayor at a press conference on December 23 pledged to set up 57 waste transfer stations (intermediate collection centres), modernisation of Matuail landfill, build 25 fully-fledged public toilets, remove all illegal billboards, and free all the roads and footpaths from illegal occupation.
Replying to a question, the mayor had said finding space for waste transfer stations would be difficult in Old Dhaka.

কেন হঠাৎ সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নেন অভিনয়শিল্পী, মডেল তিন্নি ?

কেন হঠাৎ সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নেন অভিনয়শিল্পী, মডেল তিন্নি ?

অভিনয়শিল্পী, মডেল। একসময় খুব ব্যস্ত ছিলেন। কাজ করেছেন ছোট পর্দা ও বড় পর্দায়। এরপর হঠাৎ সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নেন। এখন আবার ফিরে এসেছেন। কাজ করছেন। এবার ‘তারকার টি-টোয়েন্টি’র অতিথি তিনি।


তিন্নি। ছবি: আনন্দস্ট্রেট বল
তিন্নি সম্পর্কে তিনটা গোপন কথা।
খুব ধৈর্যশীল, নির্ভীক ও আশাবাদী একজন মানুষের নাম তিন্নি।
প্রথম পাওয়া অটোগ্রাফ।
১৯৯৮ সাল, তখন আমি ক্লাস নাইনে পড়ি। আমরা থাকতাম ইস্কাটনের অফিসার্স কোয়ার্টারে। একদিন সেখানে নাটকের শুটিং দেখি। সেই শুটিংয়ে ফারুক কাদেরী নামের একজন অভিনেতার অটোগ্রাফ নিয়েছিলাম।
জন্মদিনে পাওয়া সেরা উপহার।
২৫ নভেম্বর ছিল আমার জন্মদিন। এ বছর জন্মদিনে স্বামীর সঙ্গে বাইরে ঘুরতে বের হয়েছিলাম। শপিং মলে একটি জুয়েলারি সেট পছন্দ হয়। তখন আর কেনা হয়নি। পরে খোঁজ নেওয়ার জন্য সেই দোকানে গিয়ে দেখি, তা আর নেই। বাসায় ফিরে দেখি, আমার স্বামী ওই জুয়েলারি সেট আমার জন্য নিয়ে এসেছে। এটিই এখন পর্যন্ত জন্মদিনে পাওয়া সেরা উপহার।
রাস্তায় অপরিচিত কেউ যখন বলে, ‘এক্সকিউজ মি, আপনি তিন্নি?’
তখন না হেসে থাকতে পারি না। হ্যাঁ বলে বিদায় নিই।
গুগলি
‘স্বপ্নগুলো সত্যি হয়ে যেন মনেতে উঁকি দেয়’। কোন স্বপ্ন?
একটা সুন্দর জীবন। যে জীবনে তিন্নি কাউকে কষ্ট দেবে না, তিন্নিও কারও কাছ থেকে কোনো কষ্ট পাবে না।
যদি এমন জাদু জানতাম...
মনুষ্যত্বকে বাঁচিয়ে রাখতে চাইতাম।
সকালে উঠিয়া আমি মনে মনে বলি...
সারা দিন আমি যেন ঠিকঠাকভাবে চলি।
যে প্রশ্ন শুনতে শুনতে ক্লান্ত...
কেন যে নিয়মিত অভিনয় করেন না।

বাউন্সার
আমার বিরুদ্ধে সবচেয়ে ‘চেনা’ অভিযোগ।
তিন্নি শিডিউল ফাঁসায়।
ভণিতা না করে যে কথা স্পষ্ট করে বলতে চাই, কিন্তু বলা হয় না।
আমি প্রথমে একজন মানুষ, এরপর একজন নারী এবং সবশেষে একজন অভিনয়শিল্পী।
আমাকে দিয়ে হবে না...
বাস্তব জীবনে নাটক করা।
নিজেকে নিয়ে যে গুজব শুনে ‘আকাশ থেকে পড়েছি’...
পাঁচ তারকা হোটেলের সামনে বেসামাল অবস্থায় তিন্নি। তিন্নির উচ্ছৃঙ্খল জীবন।

ফুল টস
যে স্বপ্ন পূরণের অপেক্ষায় আছি।
একজন ভালো মা হতে চাই। ভালো কিছু নাটকে অভিনয় করতে চাই।
দিনের যে সময়টা সবচেয়ে ভালো লাগে।
গাড়ি চালানোর সময় নীল আকাশ খুব ভালো লাগে। এমনিতে গোধূলিলগ্ন আমার সবচেয়ে প্রিয়।
যদি একটা টিভি চ্যানেলের মালিক হতে পারি...
ভালো অভিনয়শিল্পী, ভালো নির্দেশক, ভালো নাট্যকার আর ভালো টেকনিশিয়ানদের নিয়ে একটা প্যানেল করতাম। তারপর মানসম্পন্ন প্রোডাকশন দর্শকদের উপহার দিতাম।
নিজের অভিনীত যে নাটক সবচেয়ে বেশি দেখেছি...
ধারাবাহিক নাটক ৬৯।

পাওয়ার প্লে
জীবনের সবচেয়ে বড় ভুল।
হ্যাঁ বলতে শেখা। না বলতে না শেখাটাই জীবনের সবচেয়ে বড় ভুল।
প্রতিদিন যাকে সবচেয়ে বেশি ফোন করা হয়...
এখন কথা বলা হয় না। বিয়ের আগে হবু বরের সঙ্গে স্কাইপে কথা বলতাম। অনেক কথা।
যে মানুষ পাশে থাকলে না হেসে থাকা কঠিন।
আমার ঘনিষ্ঠ বন্ধু রায়হান। তাকে সবাই রানা কাকা বলেই ডাকি। রানা পাশে থাকলে না হেসে থাকা সত্যিই কঠিন।