বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৬

বঙ্গবন্ধু সেতুর ওজন স্কেলে জালিয়াতি, আটক ৩

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে সেতুর ওজন স্কেলে ওজন জালিয়াতির অভিযোগে এক স্কেল অপারেটরসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড়ের ওজন স্কেল স্টেশন থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- বঙ্গবন্ধু সেতুর স্কেল অপারেটর (পশ্চিম) ওসমান গণি, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার হরিপুর গ্রামের তোছাদ্দেক আলীর ছেলে ট্রাক চালক বাবুল হোসেন ও একই উপজেলার জগন্নাথপুর গ্রামের হুমায়ন কবিরের ছেলে ট্রাক চালক রাজু হোসেন। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বঙ্গবন্ধু সেতুতে ১৫ টনের বেশি মালবাহী যানবাহন চলাচলে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিছু অসাধু কর্মকর্তা ট্রাক চালকদের কাছ থেকে ঘুষ নিয়ে অতিরিক্ত মালবাহী গাড়ি পারাপার করছিলেন। এ কাজ বন্ধ করার জন্য সেতু কর্তৃপক্ষ পুলিশের সহায়তায় ওজন স্কেলে দায়িত্ব পালনরত কর্মকর্তাদের ওপর গোপনে নজরদারি শুরু করে। ভোরে ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী দুটি ট্রাকে প্রায় ২৫ টন মালামাল নিয়ে সেতু পার হচ্ছিল। এ সময় পুলিশ ট্রাক দুটিকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তির ওপর ভিত্তি করে সেতুর স্কেল ওপারেটর (পশ্চিম) ওসমান গণিকে আটক করা হয়। ওসি আরও জানান, আটকদের জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে আদালতে নেওয়া হবে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সূত্রঃ-দেশ বিদেশে । 


SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: